West Bengal Loksabha Election 2024: হাইকোর্টে রক্ষাকবচ পেলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র
Barasat Mathurapur Loksabha Election Repoll Update : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর
ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুরুষশূন্য গ্রাম, অত্যাচার চালাচ্ছে পুলিশ, অভিযোগ মহিলাদের। গ্রামবাসীদের অভিযোগ শুনতে সন্দেশখালি গেলেন বিজেপির মহিলা মোর্চা।
হাইকোর্টে থাপ্পড় খেল রাজ্য। রেখা পাত্র থেকে প্রণত টুডু, আদালতে দুই বিজেপি প্রার্থীর স্বস্তি নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত উল্লেখ্য, হাইকোর্টে রক্ষাকবচ পেয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। অন্যদিকে ফল প্রকাশের আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২১ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
ফল প্রকাশের আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের। ২১ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করা পুলিশের এফআইআরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ। নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। প্রণতের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। ১৮ জুন মামলার পরবর্তী শুনানি।
কাল গণনা, তার আগে ভোট পরবর্তী হিংসা চলছেই। এবার রাজারহাটে আক্রান্ত সিপিএমের পোলিং এজেন্ট। তৃণমূলের বাইক বাহিনীর হামলা, রাজারহাট থানায় অভিযোগ দায়ের সিপিএমের। সিপিএমের অভিযোগ অস্বীকার শাসক দলের।
কাল ভোট গণনা, তার আগে বিজেপির কাউন্টিং এজেন্টদের হেনস্থার অভিযোগ। চুঁচুড়া থানায় লকেট চট্টোপাধ্যায়।
হাইকোর্টে রক্ষাকবচ পেলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালিতে ভোটের দিন গন্ডগোল, অশান্তির ঘটনায় এফআইআর। ন্যাজাট থানার এফআইআরে অন্তর্বতী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। '৫ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয় রেখা পাত্রের বিরুদ্ধে', নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ১৯ জুন মামলার পরবর্তী শুনানি।
পুলিশি অভিযান ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মহিলাদের বাধার মুখে ফিরে যায় পুলিশ। পুলিশি অভিযানের প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। লাঠি হাতে গ্রাম পাহারা সন্দেশখালির বাসিন্দাদের।
কাল গণনাকেন্দ্রে পুলিশ ঢোকানো হবে। পুলিশের মাধ্যমেই এই তথ্য মিলেছে। গণনার আগে কমিশনে নালিশ বিজেপির। এই অভিযোগে আগেই এক্স হ্যান্ডলে সরব হন শুভেন্দু অধিকারী। ডায়মন্ডহারবারে পুনর্নির্বাচন চেয়েও মেলেনি। বারাসাতে ২৬ নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচন হচ্ছে, পোলিং অফিসারের কোনও আইডি নেই,অভিযোগ বিজেপির।
কাল গণনাকেন্দ্রে দাঁতে দাঁত চিপে পড়ে থাকতে হবে কাউন্টিং এজেন্টদের। তৃণমূলকর্মীদের আহ্বান কুণাল ঘোষের। ফল বুঝতে পেরেই ভোটকেন্দ্র পাহারার কথা বলছেন, খোঁচা দিলীপ ঘোষের।
বাংলাদেশের সাংসদের দেহাংশের খোঁজে নৌসেনার সাহায্য নিল সিআইডি। বাগজোলা খালে বিশেষ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি নৌসেনার। নিউটাউনের ফ্ল্যাটে খুন হন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটা হয় দেহ। এখনও মেলেনি আওয়ামি লিগ সাংসদের দেহাংশ।
ভোট মিটতেই প্রকাশ্যে এল নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পার্টি অফিসের সামনেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেও এক আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ আইএসএফ-তৃণমূলের। এই ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের ৫টি বাইক আটক করা হয়েছে।
হাইকোর্টে রক্ষাকবচ পেলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালিতে ভোটের দিন গন্ডগোল, অশান্তির ঘটনায় এফআইআর। ন্যাজাট থানার এফআইআরে অন্তর্বতী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। ৫ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয় রেখা পাত্রের বিরুদ্ধে, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ১৯ জুন মামলার পরবর্তী শুনানি।
কাল লোকসভা ভোটের রেজাল্ট আউট, সতর্ক নির্বাচন কমিশন। সব গণনাকেন্দ্রে সিসিটিভি নজরদারি চলবে। কাউন্টিং এজেন্টদের সামনেই গণনা প্রক্রিয়া চলবে। কেউ অশান্তির চেষ্টা করলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি জাতীয় নির্বাচন কমিশনের।
'ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। কারণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যে', ভোটের ফল ঘোষণার আগেরদিন মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। ১৯ জুন পর্যন্ত বাংলায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
পুলিশি অভিযান ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
এবার সন্ত্রাসহীন ভোট দেখল দেশ, দাবি নির্বাচন কমিশনের। 'এই লোকসভা নির্বাচনে কোনও হিংসার ঘটনা ঘটেনি। ঝাড়খন্ড, ছত্তীসগঢ়, ওড়িশা, মহারাষ্ট্র থেকে মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অতীতে একাধিক লোকসভা নির্বাচনে হিংসার সাক্ষী থেকেছে দেশ। ২ বছর ধরে পরিশ্রমের ফসল এই সন্ত্রাসমুক্ত ভোট', উৎসবের মেজাজে ভোট হয়েছে, দাবি মুখ্য নির্বাচন কমিশনারের।
কাল ভোটের ফল, তার আগে মদনের নতুন হুঁশিয়ারি। 'কাল গন্ডগোল করলে মুশকিল আছে। বাইরে বিজয় মিছিল হবে, বুথ থেকে বেরোতে বেরোতে রাত ১২টা বেজে যাবে। গন্ডগোল পাকানোর চেষ্টা করলে পরিণাম ভুগতে হবে। দমদম দাওয়াই ভোটের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। দমদম দাওয়াই পেটেও খাওয়া যায়, পিঠেও দেওয়া যায়', হুঙ্কার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। তৃণমূলের ভাল ফলের আশায় ভবানীপুরে যজ্ঞও করেছেন মদন মিত্র।
ফল প্রকাশের আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের। ২১ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করা পুলিশের এফআইআরেও অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। ১৮ জুন মামলার পরবর্তী শুনানি।
ভোটগণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। কমিশনের গাইডলাইন মেনে কাজে লাগাতে হবে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা যাতে গণনার টেবিলের কাছে না যান তা নিশ্চিত করতে হবে কমিশনকে। গণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চাইছে কমিশন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেই মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
ভোট মিটতেই প্রকাশ্যে এল নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পার্টি অফিসের সামনেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুরুষশূন্য গ্রাম, অত্যাচার চালাচ্ছে পুলিশ, অভিযোগ মহিলাদের। গ্রামবাসীদের অভিযোগ শুনতে সন্দেশখালি গেলেন বিজেপির মহিলা মোর্চা
চুঁচুড়ায় ভোট পরবর্তী সংঘর্ষ। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চুঁচুড়ার বিধানপল্লি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা বিজেপির। লাথি মেরে দরজা ভেঙে ঢোকার চেষ্টা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল কর্মী
'তৃণমূল কংগ্রেস বাংলায় ৩০ থেকে ৩৫টি আসন পেতে চলেছে' বুথ ফেরত সমীক্ষা উড়িয়ে দাবি কুণাল ঘোষের। 'দাঁতে দাঁত চেপে গণনা কেন্দ্রে থাকুন
। মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রার্থীকেই ভোট দিয়েছে' দলের নেতা-কর্মীদের নির্দেশ কুণাল ঘোষের
চুঁচুড়ায় ভোট পরবর্তী সংঘর্ষ। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চুঁচুড়ার বিধানপল্লি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা বিজেপির। লাথি মেরে দরজা ভেঙে ঢোকার চেষ্টা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল কর্মী
ভোট মিটতেই প্রকাশ্যে এল নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পার্টি অফিসের সামনেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
পুনর্নির্বাচনেও অশান্তি। বারাসাতের কদম্বগাছিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে গেলে বিজেপি নেতা সঙ্গে পুলিশের বচসা। কাকদ্বীপেও একটি বুথে চলছে ভোটগ্রহণ।
রাত পোহালেই জানা যাবে দেশের রায়। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। চলছে সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টার নজরদারি।
আমাদের নির্দিষ্ট হিসাব আছে। কোন বুথে কী ভোট হয়েছে সেটা আমাদের জানা। আবার প্রধানমন্ত্রী হবেন মোদিই। মন্তব্য রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
ভোটের দিন হামলার অভিযোগে সন্দেশখালিতে ৫ বিজেপি কর্মী গ্রেফতার। ফল ঘোষণার আগে অশান্তি এড়াতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। একাংশে জারি ১৪৪ ধারা।
পুনর্নির্বাচনেও অশান্তি। বারাসাতের কদম্বগাছিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে গেলে বিজেপি নেতা সঙ্গে পুলিশের বচসা। কাকদ্বীপেও একটি বুথে চলছে ভোটগ্রহণ।
মদন মিত্রর পর এবার কৌস্তভ বাগচীর দাওয়াই হুঁশিয়ারি। 'তৃণমূল কংগ্রেস বেশি বাড়াবাড়ি করলে ৪ জুনের পর দাওয়াই তোলা থাকবে। কারণ তৃণমূলের অত্য়াচারে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষ এবার তৃণমূলের ভাষাতেই জবাব দেবে।'
ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল ISF-এর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলও এক
ISF কর্মীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
ভোটের ডিউটি সেরে ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। চিৎপুর থানার পুলিশ অভিযুক্ত CRPF জওয়ানকে গ্রেফতার করেছে।
লোকসভা ভোট মিটতেই মধ্যবিত্তের ঘাড়ে চাপল মূল্যবৃদ্ধির বোঝা। আজ থেকে লিটার প্রতি ২ টাকা করে বাড়ল আমুল দুধের দাম। ফলে ১ লিটার আমুল তাজা দুধ কিনতে খরচ হবে ৫৪ টাকার পরিবর্তে ৫৬ টাকা। পাশাপাশি, আমুল গোল্ড দুধের দাম ৬৮ টাকা হয়েছে। গুজরাতের এই দুধ উৎপাদন সংস্থা দাবি করেছে, গড় খাদ্য মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করে সর্বোচ্চ পাইকারি মূল্যের ৩-৪ শতাংশ বৃদ্ধি অনুসারে লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে আমুল দুধের দাম।
ফল ঘোষণার আগের দিন আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। বারাসাত লোকসভার কদম্বগাছি সর্দারপাড়ার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচনে এখনও পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে।
বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট মিটতেই সন্দেশখালিতে ফিরল ১১৪ ধারা। ১৭টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে।
পুলিশের তল্লাশি অভিযান ঘিরে নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। পুলিশের ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন সন্দেশখালির মহিলারা। পাল্টা বিক্ষোভকারীদের লাঠি হাতে তাড়া করে পুলিশ। সরবেড়িয়ায় বোমাবাজির ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীর বাড়িতে তল্লাশি পুলিশের।
গণনা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না। নন্দীগ্রামের পুনরাবৃত্তি না হয়, গণনা শেষ না হওয়া পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো বসে থাকবেন তৃণমূলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক বার্তা অভিষেকের।
নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুনের ঘটনায় ধৃত ১। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ গেরুয়া শিবিরের। পারিবারিক বিবাদের জেরে খুন বলে পাল্টা দাবি শাসক দলের। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়।
প্রেক্ষাপট
- ভোটের পরেই হিংসা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে চায়ের দোকানে গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ। বিজেপি করায় খুন, অভিযোগ পরিবারের। পারিবারিক বিবাদ, পাল্টা শাসক।
- কালীগঞ্জে বিজেপি কর্মীকে খুন করা হবে, আগেই জানত পুলিশ? চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারের।
- কালীগঞ্জে বিজেপি কর্মী খুনে গ্রেফতার ১। এখনও অধরা মূল অভিযুক্ত। জমি বিবাদে হত্যা, অনুমান পুলিশের। পুরনো মামলার নিষ্পত্তির কথা বলে ডেকেছিল পুলিশ, দাবি নিহতর বাবার।
- সন্দেশখালিতে ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় নামলেন মহিলারা। আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনতাই।
- বেলেঘাটা, ট্যাংরা, যাদবপুর, সোনারপুর--বিরোধী এজেন্ট, কর্মীরা আক্রমণের মুখে। রানাঘাটে আক্রান্ত সিপিএমের এজেন্ট। বিজেপির হয়ে ভোটে কাজ করায় কৃষ্ণনগরে মারধর দম্পতিকে।
- বঙ্গ বিজেপির চিঠির পরেই বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের ২টি বুথে আজ ফের ভোট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি বাহিনী।
- এবার লোকসভায় যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয়। গণনা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবেন। তৃণমূলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের।
- মঙ্গলবার লোকসভা ভোটের ফল। গণনাকেন্দ্র থেকে প্রতিমুহূর্তের আপডেট, সবার আগে আপনাদের সামনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -