কলকাতা: আগে থেকে হামলার খবর থাকা সত্ত্বেও RG কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে কেন অদক্ষ ও প্রশিক্ষণ নিচ্ছে এমন পুলিশ কর্মীদের রাখা হয়েছিল? শনিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই প্রশ্নই তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (West Bengal LOP Suvendu Adhikari)। তৃণমূল কংগ্রেসের (TMC) গুন্ডাদের হামলা যেন আটকানো না যায় তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন: RG Kar Doctor Death Case: ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের মাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের


শুক্রবার কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় জখম একজন মহিলা পুলিশ কর্মীর ভিডিও পোস্ট করা হয়। এরপরই শনিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সোজাসুজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।


শুভেন্দু অধিকারী পোস্ট করেন, ১৪ অগাস্ট রাতটা মহিলাদের জন্য ছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত কলকাতা ও রাজ্য পুলিশ তাঁদের যথেষ্ট নিরাপত্তা দিতে পারেনি। ওইদিন যাঁরা আরজি কর হাসপাতাল ও রাস্তায় যাঁরা ছিলেন সেই সমস্ত মহিলা চিকিৎসক, নার্স, মহিলা পুলিশকর্মী ও সাধারণ মহিলাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল অদক্ষ পুলিশ কর্মীদের। যাঁরা তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের আগের থেকে পরিকল্পনা করা হামলাকে কখনই ঠেকাতে পারত না। সেই ছক কষেই প্রশিক্ষণ নিচ্ছে এই সমস্ত পুলিশ কর্মীদের ওই রাতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছিল। ওই রাতে আরজি করে হামলায় জখম মহিলা পুলিশকর্মী ট্রেনি সি নম্বর ৭০২-এর সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে দুঃখ প্রকাশ করছি। আক্রান্ত ওই পুলিশকর্মী কি আদতে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন? আমার কাছে যে খবর এসেছে তাতে উনি প্রশিক্ষণ নিচ্ছিলেন। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া কীভাবে ওইরকম উত্তপ্ত জায়গায় তাঁকে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল? এখন পর্যন্ত ওই রাতে হওয়া জঘন্য হামলার ঘটনা জড়িত তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের কি শনাক্ত করা হয়েছে?


 





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।