ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জন্মের কয়েক মিনিটের ব্যবধান। দেখতে তাঁরা একদম 'আইডেন্টিকাল টুইনস'। সেই যমজ দুই ভাইই মাধ্যমিকে এক 'আজব' কীর্তি গড়লেন। এই ঘটনা নতুন না হলেও মাধ্যমিকে একাধিক বিষয়ের পাশাপাশি মোট প্রাপ্ত নম্বরও এক হওয়াতে অবাকই হয়েছেন সকলে।

  



যমজদের মধ্যে চেহারায় মিল যেমন থাকে, তেমনই ব্যবহার-শারীরিক সমস্যা থেকে টেলিপ্যাথি- এমন অনেক মিলের নানা ঘটনার কথা জানা যায় বিশ্বজুড়েই। তেমনই মাধ্যমিকে এক নম্বর পেয়ে সকলকে অবাক করলেন বীরভূমের যমজ ভাই। জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় দুই ভাইয়ের প্রাপ্ত নম্বর ৬৭৭। 


বাংলাতে দুজনেই পেয়েছে ৯৮, ইংরেজিতে পেয়েছে ৯২। চেহারার মতন দুজনের ফলাফলেও হুবহু মিল। কিন্তু ভবিষ্যতে তারা দুজনের দুটি পথ নিজেদের ভবিষ্যত গড়তে চান। একজন হতে চায় ডাক্তার। অন্যজন ইঞ্জিনিয়র। দুই ভাই এর সাফল্যে খুশি তাদের বাবা, মা, শিক্ষক থেকে প্রতিবেশীরাও। 


আরও পড়ুন, অসহ্য গরম থেকে আজই নিষ্কৃতি? ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া দফতরের সুখবর


রামপুরহাট ১ নম্বর ব্লকের কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে মহম্মদ মোক্তার নাবিল ও মহম্মদ মোক্তার জাহিন যমজ দুই ভাই মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। এতদিন একইসঙ্গে পড়াশোনা একইসঙ্গে খেলাধুলা এবং একই সঙ্গে মাধ্যমিক দিয়েছে। ফলাফলও দুই ভাইয়ের একই ৬৭৭। বাংলা, ইংরাজির মত দুই ভাই জীবন বিজ্ঞানে ৯৭ । তাদের বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজেশ্বর হোসেন জানান, আমার ছেলেদের সব সমান সমান দিয়ে পাঠিয়েছে। জন্মের মতনই তারা যমজ নম্বর পেল। মা নবীনা হোসেন জানান, ওদের যমজ ভাবনার মতনই একজোড়া একই রকম নম্বর। এবার বড়টা ডাক্তার হতে চাইছে। ছোটটা ইঞ্জিনিয়র। আমি ওদের স্বাধীনতাকেই গুরুত্ব দেব।                                                                                  


কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক চৌধুরি জানান, “এ বছরে আমাদের স্কুলের ডবল গৌরব। দুই ভাই সত্যিই খুব ভালো ছাত্র।”



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে