অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  কনকনে শীত নেই মকর সংক্রান্তিতে। মোটামুটি আরামদায়ক তাপমাত্রাতেই কাটছে পৌষ সংক্রান্তি।  সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি। দক্ষিণবঙ্গে শীতের দাপট কম হলেও উত্তরবঙ্গ শীতে কাঁপছে। দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতেই।  আগামী দু'দিন তাপমাত্রার পরিবর্তন হবে না বড় একটা। পরের দিকে  সামান্য কমতে পারে তাপমাত্রা। মকর সংক্রান্তিতে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই মূলত পরিষ্কার আকাশ থাকবে । সকালের  শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা একদম নেই সোমবার ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস , হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গের প্রায় জেলায়। ঘন কুয়াশার থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা সহ বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। আগামী ২৪ ঘণ্টায়  তাপমাত্রাতেও বড় একটা হেরফের হবে না।। বুধবার থেকে আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারে পারদ। 

উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষআরপাতের সম্ভাবনার পাশাপাশি উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি।  দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে । বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে। 

কলকাতায় আগামী ৭ দিন কেমন থাকবে তাপমাত্রা। দেখুন সরাসরি কী বলছে আইএমডি - র ওয়েবসাইট। 

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings
13-Jan 9.0 18.0
Mainly Clear sky
No warning
14-Jan 9.0 19.0
Very Dense Fog
Dense to Very Dense Fog
15-Jan 7.0 18.0
Generally cloudy sky with Light Rain or Drizzle
Dense to Very Dense Fog
16-Jan 9.0 19.0
Generally cloudy sky with Light Rain or Drizzle
No warning
17-Jan 9.0 19.0
Moderate Fog
No warning
18-Jan 6.0 19.0
Fog
No warning
19-Jan 7.0 20.0
Fog
No warning

আরও খবর :

সীমান্তে উস্কানি, কাঁটাতার দিতে বাধা BGB-র; চৌকিতে গিয়ে BSF-এর সঙ্গে বৈঠক ২ বিজেপি বিধায়কের ! কী বার্তা ?