Partha Chatterjee Live : অর্পিতার ফ্ল্যাটে বিপুল টাকার হদিশ, উদ্ধার প্রায় ২০ কোটি

স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য। পার্থর বাড়িতে উদ্ধার ২০১২-র টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Jul 2022 11:42 PM

প্রেক্ষাপট

কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা। কী বলবেন?পার্থ চট্টোপাধ্যায়: ঠিক বলেছেন। ভুবনেশ্বর থেকে কলকাতায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারের মন্তব্যের প্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবারই ভুবনেশ্বর AIIMS জানায়,...More

Arpita House ED Investigation : অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকার ছবি ট্যুইট করে কী লিখলেন দিলীপ

এদিন অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকার ছবি ট্যুইট করে তিনি লেখেন, ‘অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ৩৫ কোটির সম্পত্তি উদ্ধার। তৃণমূল সাংসদ সৌগত রায়ও আসতেন এই আবাসনে। আবাসনে অফিসও আছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের’! আস্তে আস্তে তৃণমূল নেতাদের কালো মুখোশ খুলে যাচ্ছে।