Partha Chatterjee Live : অর্পিতার ফ্ল্যাটে বিপুল টাকার হদিশ, উদ্ধার প্রায় ২০ কোটি
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য। পার্থর বাড়িতে উদ্ধার ২০১২-র টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি।
এদিন অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকার ছবি ট্যুইট করে তিনি লেখেন, ‘অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ৩৫ কোটির সম্পত্তি উদ্ধার। তৃণমূল সাংসদ সৌগত রায়ও আসতেন এই আবাসনে। আবাসনে অফিসও আছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের’! আস্তে আস্তে তৃণমূল নেতাদের কালো মুখোশ খুলে যাচ্ছে।
কসবার রাজডাঙা মেন রোডে ভুয়ো ঠিকানায় সংস্থা চালানোর অভিযোগ উঠেছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এদিন, সেই ইচ্ছে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে সংস্থার অফিসেও তল্লাশি চালান ED’র অফিসাররা।
‘টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে?’ ‘হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে? বেলঘরিয়া না টালিগঞ্জ?’ ‘পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়..’
টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, ট্যুইটে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
টালিগঞ্জের পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ১৫ কোটিরও বেশি টাকা উদ্ধার: ইডি। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা, সোনা! টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটির পরে বেলঘরিয়ায় ১৫ কোটির হদিশ! অর্পিতার ফ্ল্যাটে ২ হাজার, ৫০০ টাকার নোটের ১৫ কোটি টাকার হদিশ।
SSC দুর্নীতির অভিযোগে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা ED হেফাজতে। এই প্রেক্ষাপটে বামেদের চোর ধরো, জেল ভরো কর্মসূচি। শিয়ালদা, হাওড়া, পার্ক সার্কাস... তিন জায়গা থেকে মিছিল। গন্তব্য ছিল ধরমতলার SSC চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চ
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর, তিনদিনের মধ্যে দ্বিতীয়বার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও ফের গোটা ঘটনা থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেন তিনি। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
কীভাবে নিয়োগে দুর্নীতি? এবার আলাদা আলাদা করে পার্থ-অর্পিতা-মানিককে ইডির জিজ্ঞাসাবাদ। সিডিতে কেন চাকরিপ্রার্থীদের নাম ও তথ্য?
টালিগঞ্জের পরে এবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার হদিশ! টাকা গোনার জন্য আনা হল ৪টি কাউন্টিং মেশিন। বেলঘরিয়ার রথতলায় অর্পিতার ফ্ল্যাটে নগদ টাকার হদিশ পেল ইডি
রথতলায় অর্পিতার ক্লাব টাউনের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি। টাকা গোনার জন্য ৫ ব্যাঙ্ককর্মী আনছে ইডি: সূত্র
এবার বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। সাড়ে ৫ হাজার শূন্য পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ। প্রার্থীদের অন্ধকারে রেখে ২৮০০ পদে নিয়োগ সম্পূর্ণ করার অভিযোগ
আবেদনপত্র জমা করেও ইন্টারভিউতে ডাক না পাওয়ার অভিযোগ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, কনসালট্যান্ট নিয়োগে দুর্নীতির অভিযোগ। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। নিয়োগের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওয়েবেল নিয়মই মানেনি বলে অভিযোগ। সমস্ত চাকরি বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ে
আজ ফের জোকা ESI হাসপাতালে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করা হয়। এদিন ইমার্জেন্সি বিভাগে, হেঁটে ঢোকেন পার্থ চট্টোপাধ্যায়। বেরনোর সময় হুইল চেয়ারে বের হন তিনি।
মেয়ের বিপুল সম্পত্তির হদিশ মেলায় হতবাক অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায়ের
প্রায় ৭ ঘণ্টা, টেট-দুর্নীতিতে মানিক ভট্টাচার্যকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ ‘সিডি-তে সংশোধিত তালিকার ২৬৯ জনের নাম ও তথ্য কেন? অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতির বাড়িতে পাওয়া সিডির সূত্র ধরে জিজ্ঞাসাবাদ: ইডি সূত্র মানিক ছাড়াও আলাদা আলাদা ঘরে পার্থ-অর্পিতাকেও জিজ্ঞাসাবাদ
টালিগঞ্জের পর এবার অর্পিতার আরও সম্পত্তির খোঁজে ইডির তল্লাশি। বেলঘরিয়ার ফ্ল্যাট, বাড়ি থেকে কসবা, বালিগঞ্জে ইডির অভিযান। অর্পিতার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ইডির তল্লাশি। বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় ইডির অভিযানে বাধা অর্পিতার মায়ের। অর্পিতার মাকে সরিয়ে বেলঘরিয়ার বাড়িতে ঢুকল ইডি। কসবাতেও অর্পিতার ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসে তল্লাশি। বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান।
প্রায় ২ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন পার্থ-অর্পিতা। জোকা ইএসআই-তে মেডিক্যাল পরীক্ষা হয় পার্থ-অর্পিতার। প্রায় ৬ ঘণ্টা পার, সিজিও কমপ্লেক্সে মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। টেট-দুর্নীতি মামলা পর্ষদের প্রাক্তন সভাপতিকে জিজ্ঞাসাবাদ।
বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি ফ্ল্যাটেরই দরজা ভেঙে ঢুকল ইডি।
মন্ত্রিত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবিতে রাজভবনে শুভেন্দু। ভারপ্রাপ্ত রাজ্যপালের কাছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবি। ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের কাছে বিরোধী দলনেতা
দুপুর ৩টের কিছু আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন পার্থ-অর্পিতা। এর আগে ২ ঘণ্টার বেশি সময় ধরে জোকা ইএসআই-তে মেডিক্যাল পরীক্ষা হয় দু’জনের। এর আগে সকাল ১১.২০ নাগাদ জোকা ইএসআই হাসপাতালে পৌঁছন পার্থ-অর্পিতা। সকালে কড়া নিরাপত্তার মধ্যে দু’জনকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই-তে। মেডিক্যাল পরীক্ষার পর দুজনকেই জিজ্ঞাসাবাদ করবে ইডি। সিজিও কমপ্লেক্সে হবে জিজ্ঞাসাবাদ।
ভুল করলে অ্যাকশন হবে, দোষ করলে শাস্তি হবে। ফের বললেন মুখ্যমন্ত্রী। ইডি-র হানার সময় নিয়ে প্রশ্ন।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেহালায় ডায়মন্ড হারবার রোডের ওপর রাস্তা দখল করে অফিস তৈরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বেহালা পশ্চিমের বিধায়ক তৃণমূলের মহাসচিব। বেহালার ম্যান্টনে তাঁর একটি জনসংযোগ কার্যালয় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার কাছেই কয়েকমাস আগে তৈরি হয় নতুন ওই অফিস। কাচ ঢাকা অফিস। স্থানীয়দের দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায় এলেই খোলা হত এই অফিস। তাঁর গ্রেফতারির পর থেকে অফিস তালাবন্ধ।
অর্পিতা মুখার্জির পৈতৃক বাড়িতে ইডি আধিকারিকরা । বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় তিনটি গাড়িতে ইডি আধিকারিকরা । অর্পিতার মায়ের সঙ্গে কথা কাটাকাটি ইডি আধিকারিকদের । ইডি আধিকারিকদের বাধা অর্পিতার মায়ের । মায়ের বাধা সত্ত্বেও অর্পিতার পৈতৃক বাড়িতে ঢুকল ইডি
মন্ত্রিত্ব ছাড়ছেন? জোকা ইএসআই হাসপাতালে ঢোকার আগে প্রশ্ন করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। কারণ কী? সটান উত্তর শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিবের। পার্থর উত্তর উস্কে দিয়েছে জল্পনার।
কসবার রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডি-র অফিসাররা। এই সংস্থার সঙ্গে জড়িত অর্পিতা মুখোপাধ্যায়। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
টেট নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি মানিক ভট্টাচার্য । নির্দিষ্ট সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি । মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে তল্লাশিতে মিলেছে একটি সিডি, খবর ইডি সূত্রে। সিডি-তে সংশোধিত তালিকার ২৬৯ জনের নাম ও তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য
চলছে পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা। প্রেসার-সুগার-ইসিজির মতো বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। গাড়ি থেকে নেমে রক্ষীদের কাঁধে হাত দিয়ে ঢুকলেন পার্থ । সকালে আলাদা গাড়িতে মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়া হয় পার্থ-অর্পিতাকে ।
বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে হাজির ইডির অফিসাররা । তবে ফ্ল্যাটের দরজা বন্ধ । দরজা খোলার জন্য চাবি আনানোর চেষ্টা করছেন ইডির অফিসাররা।
জোকা ইএসআই পৌঁছে গেলেন পার্থ-অর্পিতা, আজ ফের মেডিক্যাল পরীক্ষা। আলাদা গাড়িতে মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়া হয় পার্থ ও অর্পিতাকে । কনভয়ের সামনে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি। কনভয়ের দ্বিতীয় গাড়িতেই ছিলেন অর্পিতা । অর্পিতার গাড়ির পিছনেই ছিল পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি। সেই গাড়ির পিছনে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি।
বারবার প্রবল যানজটে আটকে পড়ছে ইডির কনভয় । প্রায় সব সিগন্যাল গ্রিন করা থাকছে। যত দ্রুত সম্ভব এগনোর চেষ্টা চলছে। তবু অফিস টাইমে প্রবল যানজটে আটকে পড়ছে গাড়ি।
আজ ফের মেডিক্যাল পরীক্ষা, পার্থ-অর্পিতাকে নিয়ে জোকা যাচ্ছে ইডি। আগের গাড়িতে অর্পিতা । পরের গাড়িতে পার্থ। নিশ্ছিদ্র নিরাপত্তা। গতকাল যে জামা পরেছিলেন, সেই পোশাকেই আজও মেডিক্যাল মেক আপের জন্য যাচ্ছেন পার্থ।
টেট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ বেলা ১২টায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে হাজির হওয়ার কথা ছিল CGO কমপ্লেক্সে। তিনি তার ২ঘণ্টা আগেই পৌঁছে গেলেন। অন্যদিকে, ED-র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি।
রাতে ইডি’র তদন্তকারী অফিসার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ফোন করে নেবুলাইজার এবং স্লিপ কার্ট চেয়ে পাঠান। সেগুলি রাতেই পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে। ইডি সূত্রে খবর, ভুবনেশ্বরের এইমস নেবুলাইজার ও স্লিপ কার্ট মন্ত্রীর জন্য সুপারিশ করেছে। সেই মতো মন্ত্রীর বাড়ি থেকে আনানো হয় নেবুলাইজার ও স্লিপ কার্ট।
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, বারুইপুরে ED’র নজরে একাধিক সম্পত্তি। এরমধ্যে রয়েছে, বারুইপুরের একটি বাগানবাড়ি। যার মালিকানা ঘিরে এখন জোর জল্পনা।
স্কুলে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি,
স্কুলে নিয়োগ দুর্নীতিতে রয়েছে অদৃশ্য হাত। টাকা পৌঁছেছে সেই হাতেও। জেরায় অর্পিতা বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না বলে দাবি ইডি সূত্রে।
পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী। যা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। এদিকে নিয়োগকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পরই এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে সিপিএম, বিজেপিও।
' বিচারব্যবস্থার মেরুদণ্ড এত ভঙ্গুর নয় যে, কোনও ব্যক্তির মন্তব্যে তা ভেঙে যাবে।' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচারব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগের প্রসঙ্গে মন্তব্য বিচারপতি বিবেক চৌধুরীর। এদিন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
' বিচারব্যবস্থার মেরুদণ্ড এত ভঙ্গুর নয় যে, কোনও ব্যক্তির মন্তব্যে তা ভেঙে যাবে।' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচারব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগের প্রসঙ্গে মন্তব্য বিচারপতি বিবেক চৌধুরীর। এদিন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
প্রেক্ষাপট
কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা। কী বলবেন?
পার্থ চট্টোপাধ্যায়: ঠিক বলেছেন।
ভুবনেশ্বর থেকে কলকাতায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারের মন্তব্যের প্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবারই ভুবনেশ্বর AIIMS জানায়, পার্থ চট্টোপাধ্যায়েরর (Partha Chatterjee ) শারীরিক অসুস্থতা গুরুতর নয়।
তাই হাসপাতালে ভর্তিরও প্রয়োজন নেই। আর এক্ষেত্রেই নানা মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি SSKM-এ পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল? তাই কি পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে AIIMS এর সঙ্গে SSKM এর ভিন্ন মত? যদিও, এমনটা মানতে নারাজ SSKM’এর চিকিৎসক।
চিকিত্সক তুষারকান্তি পাত্র জানান, শনিবার ইডির কাছ থেকে যখন আসে, তাঁর হার্ট রেট আনস্টেবল। উনি প্রায় ৩৬ ঘণ্টা ট্রিটমেন্ট পেয়েছেন। তাই দুটো পরিস্থিতি আলাদা।
সোমবার রাতেই ভুবনেশ্বর AIIMS-এ পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ কেবিন থেকে সরিয়ে, নিয়ে যাওয়া হয় হাসপাতালের অতিথিভবনে।
অতিথি ভবনে রাত কাটিয়ে, ভোরবেলা, ভুবনেশ্বর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে।
তবে এবার আর অ্যাম্বুল্যান্স নয়, ED’র গাড়িতেই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তাঁকে। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছয় পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি। আগে থেকেই এয়ারপোর্টে উপস্থিত ছিলেন আমাদের আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়।
ভোর ৫ টা ৪০-এ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ফ্লাইট। তাঁর সঙ্গে কলকাতায় ফেরেন, তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত, এসএসকেএমের চিকিত্সক তুষারকান্তি পাত্র ও ED’র তদন্তকারী অফিসার মিথিলেশকুমার মিশ্র।
কলকাতায় সকাল ১০টা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী অফিসাররা।
পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে ED সূত্রে খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -