Partha Chatterjee Removed Live: 'পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন, সেটা পাপ' মুখ খুললেন মদন

Partha-Arpita ED Raid Live Updates: পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল  কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি।

abp ananda Last Updated: 30 Jul 2022 12:18 AM
Arpita ED Raid Live: অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া

তাঁর ফ্ল্যাট থেকেই মিলেছে গুপ্তধন! রাশি রাশি টাকা আর তাল তাল সোনা! অথচ এ হেন অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া! এমনকি ২০১৯-এর পুজোর চাঁদার টাকাও এখনও দেননি অর্পিতা। এমনই দাবি করলেন, বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসন কর্তৃপক্ষ।

SSC Scam: শুরু হয়েছে রাজনৈতিক তরজা

শুক্রবার SSC’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময়, তাঁর অফিসের বাইরে বিক্ষোভ দেখান প্রাথমিকের টেট-উত্তীর্ণ প্রার্থীরা। তাঁরাও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করার দাবি জানান। এনিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Partha Chatterjee Removed: পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরানোর পরে এবার বিরোধীদের নিশানায় পরেশ অধিকারী

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরানোর পরে এবার বিরোধীদের নিশানায় পরেশ অধিকারী। তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই অবিলম্বে শিক্ষা প্রতিমন্ত্রীকে পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিজেপি। এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে বলে জানিয়েছেন পরেশ। চলছে রাজনৈতিক তরজা

SSC Scam: প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার নতুন রঞ্জনের হদিশ

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার নতুন রঞ্জনের হদিশ! নদিয়ার সুমন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধেও টাকা ও সোনার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ এক কর্মপ্রার্থী। যদিও অভিযোগকারীর বক্তব্য শোনার পরে মামলাটি প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Partha Chatterjee Removed: ‘পার্থ চট্টোপাধ্যায়ের এখন অখণ্ড অবসর, এখন জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন, পার্থর ষড়যন্ত্র-তত্ত্বর অভিযোগে প্রতিক্রিয়া কুণাল ঘোষের

'অতীতে অনেকের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন, সেগুলো সময়ের সঙ্গে ঠিক ছিল কি না’। ‘পার্থ চট্টোপাধ্যায়ের এখন অখণ্ড অবসর, এখন জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন, কালের যাত্রাপথে অনেক উত্তর পেয়ে যাবেন’। পার্থর ষড়যন্ত্র-তত্ত্বর অভিযোগে প্রতিক্রিয়া কুণাল ঘোষের।

SSC Scam: স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে বিশিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ

স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে বিশিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ছড়া কেটে রুদ্রনীলের প্রশ্ন, অন্য রাজ্যের ঘটনা নিয়ে মোমবাতি নিয়ে পথে নেমে প্রতিবাদ জানালেও, কেন এসএসসির দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন না বাংলার বিদ্বজ্জনেরা? এদিনই স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন পরিচালক অপর্ণা সেন।

Partha Chatterjee Removed: ট্যুইট বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার

এবার পার্থ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি নিয়ে প্রশ্ন ‘বিশ্ববিদ্যালয়ে ২ দিন হাজিরা দিয়ে কী ভাবে ডক্টরেট ডিগ্রি?’ প্রশ্ন তুলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ভূমিকা নিয়ে ট্যুইট বিজেপি নেতা অনুপম হাজরার। ‘৭৫% হাজিরা বাধ্যতামূলক, ২ দিন হাজিরা দিয়েই ডক্টরেট ডিগ্রি ছিনিয়ে নিয়েছেন’ ট্যুইট বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার।

SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া সৌগতর

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ‘যা হয়েছে তার জন্য উনি নিজেই দায়ী, ষড়যন্ত্র আবার কী?’ পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া সৌগত রায়ের

SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া সৌগত

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ‘যা হয়েছে তার জন্য উনি নিজেই দায়ী, ষড়যন্ত্র আবার কী?’ পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া সৌগত রায়ের

Partha Chatterjee Removed: পার্থ-কাণ্ডের প্রতিবাদে মিছিল বিজেপির

পার্থ-কাণ্ডের প্রতিবাদে পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা শীলপাড়া থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত মিছিল বিজেপির। যোগ দিলেন শুভেন্দু অধিকারী। মিছিলের পথে বেহালা ম্যানটনে পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক কার্যালয়ে গঙ্গাজল ছেটালেন বিজেপি কর্মীরা

SSC Scam: নিয়োগ-আশ্বাস পেয়ে এসএসসি চাকরিপ্রার্থীরা বেরিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত ক্যামাক স্ট্রিট

নিয়োগ-আশ্বাস পেয়ে এসএসসি চাকরিপ্রার্থীরা বেরিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত ক্যামাক স্ট্রিট। অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবিতে টেট-উত্তীর্ণদের বিক্ষোভ। অভিষেকের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে বললেও অনড় আন্দোলনকারীরা। অভিষেকের সঙ্গে আজই সাক্ষাতের দাবি। 

Partha Chatterjee Removed: মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি

মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি। গাড়ি থেকে নামতে নারাজ অর্পিতা। ভেঙে পড়লেন কান্নায়। টেনে-হিঁচড়ে তোলা হল হুইল চেয়ারে।

Arpita ED Raid Live: নিয়োগে আর্থিক দুর্নীতি ও বিপুল টাকা উদ্ধারের ঘটনায় এবার খোঁজখবর শুরু করল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স

নিয়োগে আর্থিক দুর্নীতি ও বিপুল টাকা উদ্ধারের ঘটনায় এবার খোঁজখবর শুরু করল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ৫ বছরের আয়কর দাখিলের তথ্য চেয়েছে আয়কর বিভাগ। এদিকে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে টানা জেরা করে চলেছে ইডি।

Partha Chatterjee Removed: শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করে আক্রমণ কুণাল ঘোষের

এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তাঁর ঘনিষ্ঠের দু’টি ফ্ল্যাট উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। তাল তাল সোনা! যেন যকের ধন! বিপুল দুর্নীতির অভিযোগে যখন বিজেপি, শাসকদলকে তীব্র আক্রমণ করছে, ঠিক তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করে আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Arpita ED Raid Live: ২০১৯-এর পুজোর চাঁদার টাকাও এখনও দেননি অর্পিতা

তাঁর ফ্ল্যাট থেকেই মিলেছে গুপ্তধন! রাশি রাশি টাকা আর তাল তাল সোনা! অথচ এ হেন অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া! এমনকি ২০১৯-এর পুজোর চাঁদার টাকাও এখনও দেননি অর্পিতা। এমনই দাবি করলেন, বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসন কর্তৃপক্ষ।

Partha Chatterjee Removed: শিক্ষামন্ত্রীর নাম বাদ দেওয়ার দাবি

অষ্টম শ্রেণির ইতিহাসের পাঠ্যবইতে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গে তত্‍কালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম বাদ দেওয়ার দাবি তুলল পূর্ব মেদিনীপুরের বাম ও বিজেপির শিক্ষক সংগঠন। যদিও শাসক দলের শিক্ষক সংগঠন সেই দাবিতে আমল দিতে নারাজ।

Partha Chatterjee Removed: জোকা ESI হাসপাতালে ঢোকা-বেরনোর সময় বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়

জোকা ESI হাসপাতালে ঢোকা-বেরনোর সময় বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। ষড়যন্ত্রের শিকার বলে, মন্তব্য করলেন তিনি। তবে, দলনেত্রীর প্রতি তাঁর আনুগত্য যে এখনও অবধি অটুট তা স্পষ্ট করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

Arpita ED Raid Live: বীরভূমের শান্তিনিকেতনে ৩টি বাড়ি ও গেস্ট হাউস ইডির নজরে

বীরভূমের শান্তিনিকেতনে ৩টি বাড়ি ও গেস্ট হাউস ইডির নজরে। গোয়ালপাড়া, ফুলডাঙা ও উত্তরপল্লিতে এই বাড়ি ও গেস্ট হাউস রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, তাঁরা মাঝে মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে আসতে দেখেছেন।

Partha Chatterjee Removed: মন্ত্রিত্ব ও পদ খুইয়ে বিস্ফোরক পার্থ

মন্ত্রিত্ব ও পদ খুইয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। 'আমি ষড়যন্ত্রের শিকার', জোকায় গাড়ি থেকে নামার সময় বলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরেই দলের সিদ্ধান্ত সঠিক কিনা প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে পার্থ বলেন, ‘দলের সিদ্ধান্ত ঠিক কিনা সময় বলবে’। ফের প্রশ্ন আসে, ‘পার্থদা কার ষড়যন্ত্র?’ এর উত্তরে পার্থ চট্টেপাধ্যায় বলেন, ‘দলের সিদ্ধান্ত দেখে নিন’ তাহলে ‘দলের সিদ্ধান্ত কি সঠিক?’ পার্থর পাল্টা উত্তর, ‘সময়টা ঠিক নয়, নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে’ আ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত কি ঠিক? এ প্রসঙ্গে পার্থর উত্তর ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক।’ 

SSC Scam: আজ অভিষেকের সঙ্গে এসএসসির আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বৈঠক

আজ অভিষেকের সঙ্গে এসএসসির আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বৈঠক। বৃহস্পতিবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক। অভিষেকের কাছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নিয়ে গেলেন কুণাল ঘোষ। জানতে চাইবেন ‍এসএসসি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সমস্যার কথা

Partha Chatterjee Removed: পার্থকে প্রশ্ন সুজনের

হাইকোর্টের (Calcutta High Court) নিয়ম মেনেই শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে (ESI Hospital) স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় পার্থ-অর্পিতাকে। আর সেখানেই ধুন্ধুমারকাণ্ড। জোকা ইএসআই পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন  অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee)। রাস্তায় বসে কাঁদতে থাকেন তিনি। জোর করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে ঢোকার মুখে এদিকে যখন তুমুল উত্তেজনা, হুইলে চেয়ারে বসেই বিস্ফোরক পার্থ। তিনি মুখ খোলেন, বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' আর এরপরেই প্রশ্ন ছুড়ে দিলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনি বলেন, 'চক্রান্ত কে করল নামটা বলুন ?'

WB News Live : মুখ খুলতেই কুণালের তোপের মুখে পার্থ

'আমি ষড়যন্ত্রের শিকার', মুখ খুলতেই কুণালের তোপের মুখে পার্থ। এদিন নিয়ম মেনেই পার্থ-অর্পিতাকে জোকা ইএসআই হাসপাতালে (ESI Hospital) স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় ।  হাসপাতালে ঢোকার মুখে হুইলে চেয়ারে বসেই বিস্ফোরক  পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি মুখ খোলেন, বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আর পার্থ ইস্যুতে এদিন কড়া প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ । তিনি বলেন, 'চক্রান্ত হলে আইনের পথ খোলা আছে।' 

Partha Chatterjee Removed: জোকা ইএসআই থেকে বের করা হল পার্থকে

জোকা ইএসআই থেকে বের করা হল পার্থকে।

WB News Live : 'পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন ?, প্রশ্ন দিলীপের

হাসপাতালে ঢোকার মুখে এদিকে যখন তুমুল উত্তেজনা, হুইলে চেয়ারে বসেই বিস্ফোরক  পার্থ। তিনি মুখ খোলেন, ক্ষুব্ধ দৃষ্টিতে তাঁকিয়ে ক্ষণিকের মধ্যে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আর পার্থ মুখ খুললেন এবার তীরের বেগে প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, 'পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন ? কান্নাকাটি করে বাঁচা যাবে না।'

Partha Chatterjee Removed: ষড়যন্ত্রের শিকার', বললেন পার্থ

ইএসআই জোকায় প্রবেশের মুখে, 'ষড়যন্ত্রের শিকার', বললেন পার্থ চট্টোপাধ্যায়।

WB News Live : হুইল চেয়ারে করে পার্থ-কে ঢোকানো হল হাসপাতালে

হুইল চেয়ারে করে পার্থ চট্টোপাধ্যায়কে ঢোকানো হল হাসপাতালে।

Partha Chatterjee Removed: কান্নায় ভেঙে রাস্তায় বসে পড়েছেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা

গাড়ি থেকে নামতে চাইছেন না, কান্নায় ভেঙে রাস্তায় বসে পড়েছেন অর্পিতা। 

WB News Live : জোকা ইএসআই-তে আনা হল পার্থ-অর্পিতাকে।

জোকা ইএসআই-তে আনা হল পার্থ-অর্পিতাকে।

Partha Chatterjee Removed: মেডিক্যাল টেস্টের জন্য রওনা পার্থ-অর্পিতার

মেডিক্যাল টেস্টের জন্য রওনা পার্থ-অর্পিতার।হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ইডি হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টা অন্তর পার্থ ও অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এদিন একসঙ্গে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে কড়া নিরাপত্তায় এদিন তাঁদের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে হচ্ছে।

WB News Live : পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ৪ বিলাসবহুল গাড়ি উধাও

পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও। 

Partha Chatterjee Removed: পার্থ ইস্যুতে বার্তা অপর্ণা সেনের

পার্থ ইস্যুতে কটাক্ষ অপর্ণা সেনের। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার থেকে ইতিমধ্যেই কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ইস্যুতেই  টুইট করেছেন অপর্ণা সেন। তিনি বলেছেন গরীব মানুশের শোষণের মাধ্যমেই এই অর্থ এসেছে। এটা ভূললে চলবে না। যাদের থেকে এই অর্থ এসেছে, তাঁদের কল্যাণেই এই অর্থ ব্যবহার করা উচিত। মন্ত্রীসভা থেকে পার্থকে বের করে মুখ রক্ষা করার চেষ্টা করছে তৃণমূল।

Partha Cabinet Removal : পার্থকে সরিয়ে আত্মরক্ষা করা যাবে না, প্রতিক্রিয়া বিকাশরঞ্জনের

আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,  ' শুধু পার্থর একার দায় নয়। পার্থকে সরিয়ে আত্মরক্ষা করা যাবে না। দায় ঝাড়া যাবে না। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পার্থ এই টাকা নিজের জন্য করেনি, তৃণমূলের জন্য করেছে। আসল অপরাধী মুখ্যমন্ত্রী। ' 

Partha Chatterjee Removed: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা রথতলার ফ্ল্যাটে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি

একাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে টাকা বিনিয়োগ। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা রথতলার ফ্ল্যাটে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি।

Partha Cabinet Removal : আজ পার্থ ও অর্পিতার মেডিক্যাল

আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল।

Partha Chatterjee Removed: পার্থ-কে নিয়ে কী বললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়

তদন্ত যতদিন না শেষ হবে, ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন, বললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।  

Partha Cabinet Removal : পার্থ-র গ্রেফতারি পর্বে DA’র দাবিকে হাতিয়ার করে সরব একাধিক সরকারি কর্মচারী সংগঠন

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টো ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পরিমাণ চমকে দিয়েছে অনেককেই ! এনিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে DA’র দাবিকে হাতিয়ার করে, সরব হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলোও। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

Partha Chatterjee Removed: শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে পার্থ নিয়ে আবেগপ্রবণ সুব্রত বক্সী

দল-মন্ত্রিত্ব সব গেল পার্থর, তৃণমূল থেকেও সাসপেন্ড । ‘শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে পার্থ নিয়ে আবেগপ্রবণ সুব্রত বক্সী’। ‘পার্থর অবদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সুব্রত বক্সী’। ‘এখন আবেগপ্রবণ হওয়ার সময় নয়, এটা রাজনৈতিক যুদ্ধ’। ‘এই রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হবে, জিততে হবে’,
সুব্রত বক্সীকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়: সূত্র ।

ED Raid Live : চিনার পার্কের পর এবার নয়াবাদেও খোঁজ মিলল অর্পিতার আরও ফ্ল্যাটের !

টালিগঞ্জ, বেলঘরিয়ার পরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার একের পর এক ফ্ল্যাটের হদিশ! চিনার পার্কের পর এবার নয়াবাদেও খোঁজ মিলল অর্পিতার আরও ফ্ল্যাটের! কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে তল্লাশি অভিযানে ইডি। বেলঘরিয়ার রথতলায় অর্পিতার সিল করা ফ্ল্যাটেও তল্লাশি।

ED Raid on SSC Scam : ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা টাকা রেখে যেতেন, দাবি অর্পিতার : ইডি

টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার ৫০ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। ইডি সূত্রের খবর,  জেরার মুখে বিস্ফোরক এই দাবি করেছেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রেই খবর, তাঁর ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা টাকা রেখে যেতেন বলে দাবি করেছেন অর্পিতা। এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা।

Partha Cabinet Removal : ‘শুধু একা কেন ডুবলেন, পিসি-ভাইপোকে নিয়ে ডুবুন’, ট্যুইটে পার্থকে কটাক্ষ অনুপম হাজরার

‘শুধু একা কেন ডুবলেন, পিসি-ভাইপোকে নিয়ে ডুবুন’। ‘পার্থ চট্টোপাধ্যায় আপনার খেলা মোটামুটি শেষ’। দিদিমণি আপনাকে ঝেড়ে ফেলে দিয়েছেন, ট্যুইটে কটাক্ষ অনুপম হাজরার।

Partha Chatterjee Removed: এই পার্থ চট্টোপাধ্যায় সেই পার্থ চট্টোপাধ্যায় নন : ফিরহাদ হাকিম

যে পার্থ চট্টোপাধ্যায়কে চিনতাম, এই পার্থ চট্টোপাধ্যায় সেই পার্থ চট্টোপাধ্যায় নন। প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।

Partha Chatterjee Removed: তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র নতুন সম্পাদক হলেন সুখেন্দুশেখর রায়

তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র জাগো বাংলার নতুন সম্পাদক হলেন সুখেন্দুশেখর রায়। জাগো বাংলার সম্পাদক সহ ৫টি পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়।

ED Raid Live : ক্লাবটাউনের ৯ তলায় ২ নম্বর ব্লকের এইচ সি ফ্ল্যাটে ইডির হানা

ক্লাবটাউনের ন তলায় ২ নম্বর ব্লকের এইচ সি ফ্ল্যাটে ইডির হানা। অসীম সরকারের নামে বুক রয়েছে এই ফ্ল্যাটটি। যোগসূত্র পাওয়া গেছে অর্পিতার সঙ্গে, ইডি সূত্রের দাবি। বিকেলের পর একসঙ্গে চারটি জায়গায় পৌঁছেছে ইডি।

Partha Chatterjee Removed: আদালতে দোষ প্রমাণিত হলে বুঝবেন পার্থ : অভিষেক

‘সুজন চক্রবর্তীর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে সিপিএম ?’ ‘অধীর চৌধুরীর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে কংগ্রেস ?’ ‘দোষ আদালতের কাছে প্রমাণিত হলে বুঝবেন পার্থ’। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Partha Chatterjee Removed: দলের সমস্ত পদ থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে

‘দলের সমস্ত পদ থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে’। ‘মহাসচিব, জাগো বাংলার সম্পাদক, শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য সহ পাঁচটি পদ থেকে অপসারিত’। ‘তৃণমূল থেকে সাসপেন্ড করা হল পার্থ চট্টোপাধ্যায়কে’। জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Partha Cabinet Removal : সেপ্টেম্বরে বিজেপির নবান্ন অভিযানের ডাক সুকান্ত মজুমদারের

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাংলার মানুষ রাগে ফুঁসছে। সেপ্টেম্বরে বিজেপির নবান্ন অভিযানের ডাক সুকান্ত মজুমদারের। নবান্নের সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ডাক।

ED Raid Live : এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন ফ্ল্যাটের হদিশ মিলল চিনার পার্কে

এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন ফ্ল্যাটের হদিশ মিলল চিনার পার্কে। ন’পাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা। দাবি ফ্ল্যাটের হিসাবরক্ষকের। তাঁর দাবি, ২০২০-র সেপ্টেম্বর থেকে । চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ বাকি রয়েছে ৩৮ হাজার টাকা। আবাসন কর্তৃপক্ষের দাবি, ২০১৭ সালে চিনার পার্কের কাছে প্রায় ৯০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা। কালো রঙের মার্সিডিজে চড়ে ২০১৮-র সালের দুর্গাপুজোর সময় একবার মাত্র এসেছিলেন। দাবি আবাসন কর্তৃপক্ষের। 

Partha Cabinet Removal : পার্থকে অপসারণের দাবিতে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভে বহরমপুর-ডোমকলে তুলকালাম

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভে বহরমপুর-ডোমকলে তুলকালাম। 

Partha Chatterjee Removed: গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ

গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। পরিষদীয়, শিল্প-বাণিজ্য, তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। ৩টি দফতর থেকেই সরিয়ে দেওয়া হল ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে
ঘরে-বাইরে চাপের মুখে শেষপর্যন্ত অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। ‘যতদিন না মন্ত্রিসভা নতুন করে গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর’। পার্থর অপসারণের এবার মন্ত্রিসভার রদবদলের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

ED Raid Live: পার্থ তো এই টাকা নিজের জন্য করেনি, এটা তৃণমূল দলের টাকা : বিকাশরঞ্জন ভট্টাচার্য

"পার্থ তো এই টাকা নিজের জন্য করেনি। এটা তৃণমূল দলের টাকা। তৃণমূল দলের সমস্ত অপকর্ম, পার্থ তাদের মহাসচিব ছিলেন। শৃঙ্খলারক্ষার কমিটির চেয়ারম্যান। মন্ত্রিসভার দুই নম্বর। যতই চেষ্টা করুক, এসব করে ঝেড়ে ফেলা যাবে না। আসল অপরাধী মুখ্যমন্ত্রী। তাঁকে ঝেড়ে ফেলুন। পশ্চিমবঙ্গের মানুষ সেভাবে ব্যবস্থা নিক, তবেই একমাত্র রেহাই। অন্য কোনও রাস্তা নেই।" প্রতিক্রিয়া সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

ED Raid: আর কিছুক্ষণের মধ্যেই দলে পার্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ?

ঘরে-বাইরে চাপের মুখে শেষপর্যন্ত অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই দলে পার্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? বিকেল ৫: বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।

ED Raid Live: মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে

মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। পরিষদীয়, শিল্প-বাণিজ্য-তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। আর কিছুক্ষণের মধ্যেই দলে পার্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত?

ED Raid: গান্ধী মূর্তির নীচে আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আগামীকাল বৈঠকের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আগামীকাল বৈঠকের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ বিক্ষোভকারীদের প্রতিনিধি শহীদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সাংসদ।

ED Raid Live:পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে বিক্ষোভ বিজেপির

পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে বিক্ষোভ বিজেপির। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।

ED Raid: ইডি-র নজরে অর্পিতার ভগ্নিপতি কল্যাণ ধর

ইডি-র নজরে এবার অর্পিতা মুখোপাধ্যায়ের ভগ্নিপতি কল্যাণ ধর। 

ED Raid Live:প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির একাধিক দলিল উদ্ধার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে

প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির একাধিক দলিল উদ্ধার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। 

ED Raid: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার তাল তাল সোনা

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাল তাল সোনা। সব মিলিয়ে যার ওজন ৬ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা।

ED Raid Live: আজ বিকেলে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক

আজ বিকেলে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

ED Raid: একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা, ট্যুইট দেবাংশু ভট্টাচার্যর

ফোঁড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়, এমনটাই বলতেন ঠাকুমা। তাতে শরীর ভাল থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা, ট্যুইট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যর।

ED Raid Live: নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোতেও যাইনি:সৌগত রায়

আমি নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোতেও কখনও যাইনি। অর্পিতাকে চিনি না। অভিযোগের জবাবে কড়া প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের

ED Raid: অর্পিতার ফ্ল্যাটে গিয়েছি প্রমাণ করতে পারলে, রাজনীতি ছেড়ে দেব: সৌগত রায়

অর্পিতার ফ্ল্যাটে গিয়েছি প্রমাণ করতে পারলে, রাজনীতি ছেড়ে দেব, অভিযোগের পাল্টা তৃণমূল সাংসদের

ED Raid Live: পার্থ-অর্পিতাকাণ্ডে নাম জড়াল সৌগত রায়ের

পার্থ-অর্পিতাকাণ্ডে নাম জড়াল সৌগত রায়ের। তৃণমূল সাংসদকে সরাসরি নিশানা দিলীপ ঘোষের। ট্যুইটে লিখেছেন, অর্পিতার আবাসনে প্রায়ই যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

ED Raid: মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়’

‘মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়, ‘সেই ঘরে ঢুকতেন, তখন আমি যেতাম না’ আরও সংযোজন অর্পিতার। বলছে সূত্র। 

ED Raid Live: টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের, জেরায় দাবি অর্পিতার

ইডি-র জেরায় বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি সূত্রে খবর, অর্পিতা জেরায় বলেছেন, ‘টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। টাকা রাখছে জানতাম, কত টাকা রাখা হচ্ছে জানতাম না।'

ED Raid: কাল রাতে পার্থ, অর্পিতা দু’জনেই ভাত, রুটি, মুসুর ডাল ও বেগুনের তরকারি খেয়েছেন: সূত্র

সূত্রের খবর, কাল রাতে পার্থ, অর্পিতা দু’জনেই ভাত, রুটি, মুসুর ডাল ও বেগুনের তরকারি খেয়েছেন। দীর্ঘ জেরাপর্বে পার্থ খেয়েছেন ক্রিম ক্র্যাকার বিস্কুট আর গ্রিন টি। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েওছেন। খবর ইডি সূত্রে। 

ED Raid Live: পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বেগমপুরের বাগানবাড়িতে চুরির অভিযোগ

স্থানীয়দের দাবি, কিছুক্ষণের মধ্যেই জিনিসপত্র গাড়িতে চাপিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। পার্থ চট্টোপাধ্যায় ইডি-র হেফাজতে থাকাকালীন বেগমপুরের ওই বাগানবাড়িতে দুষ্কৃতী হানার অভিযোগ ঘিরে উঠছে প্রশ্ন।

ED Raid: ইডি হেফাজতে থাকাকালীনই পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বেগমপুরের বাগানবাড়িতে চুরির অভিযোগ

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকাকালীনই তাঁর বারুইপুরের বেগমপুরের বাগানবাড়িতে চুরির অভিযোগ ঘিরে রহস্য। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত ১টা নাগাদ চারজনের দুষ্কৃতীদল বাগানবাড়িতে হানা দেয়।তালা ভাঙার আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে তাঁদের হুমকি দিয়ে ঘরে চলে যেতে বলা হয় বলে অভিযোগ।

ED Raid Live: ইডি সূত্রে খবর, জেরায় অর্পিতা বারবার দাবি করেছেন তিনি নির্দোষ

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আলাদা লক আপে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, জেরায় অর্পিতা বারবার দাবি করেছেন তিনি নির্দোষ। তবে কিছুটা বিধ্বস্ত লেগেছে তাঁকে। জেরা চলাকালীন অর্পিতা বারদুয়েক কেঁদেওছেন বলে ইডি সূত্রে দাবি।

ED Raid: মিলেছে ৬ কেজি সোনা, যার মূল্য ৩ কোটিরও বেশি

ইডি সূত্রে খবর, ১৮ ঘণ্টার অপারেশনে ক্লাবটাউন হাইটসের ১৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৩ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির দলিল। অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি।

ED Raid Live: অর্পিতার ১৪০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাটে টাকার পাহাড়

বিপুল পরিমাণ টাকা বোঝাই ট্রাঙ্ক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে একে একে নামানো হচ্ছে অর্পিতার ফ্ল্যাট থেকে। রাখা হবে স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা সদর দফতরে।

ED Raid: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডি-র

প্রায় ১৪ ঘণ্টা! নিয়োগ দুর্নীতিতে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল ইডি। করা হল বয়ান রেকর্ড! চলতি সপ্তাহেই ফের তাঁকে তলবের সম্ভাবনা রয়েছে।

ED Raid Live: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ১৮ ঘণ্টার অভিযান শেষ

অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ১৮ ঘণ্টার অভিযান শেষ। ৮টি ট্রাঙ্কে ভর্তি করা হল বিপুল পরিমাম নগদ ও সোনা। আরও একটি ফ্ল্যাট সিল করল ইডি। 

ED Raid: অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর-শৌচাগার থেকেও বিপুল পরিমাণ টাকা, সোনা উদ্ধার

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে রাতভর টাকা গোনা শেষ। ইডি সূত্রে খবর, ১৮ ঘণ্টার অপারেশনে ক্লাবটাউন হাইটসের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৮ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে প্রায় ৫ কেজি বেশি সোনা। যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট ও রুপোর কয়েন। অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। মোট ৭টি ট্রাঙ্কে টাকা ও একটি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয়।

ED Raid Live: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার টাকার পরিমাণ প্রায় ২৯ কোটি

অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার টাকা নিয়ে যাওয়া হচ্ছে ৭টি ট্রাঙ্কে। ১টি ট্রাঙ্কে রয়েছে উদ্ধার হওয়া সোনা।

ED Raid: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার টাকার পরিমাণ প্রায় ২৯ কোটি

সর্বশেষ তথ্য অনুযায়ী, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মিলেছে ২৮ কোটি ৯০ লক্ষ নগদ। সেই সঙ্গে প্রায় ৫ কেজি সোনা, বিদেশি মুদ্রা।

ED Raid Live: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ২৮ কোটি টাকা!

অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল নগদ ২৮ কোটি টাকা। সঙ্গে মিলেছে ৫ কেজি সোনা।

ED Raid: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা, সোনা

টালিগঞ্জের পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২০ কোটিরও বেশি টাকা উদ্ধার! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজিরও বেশি সোনা বাজেয়াপ্ত! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা, সোনা! 

প্রেক্ষাপট

টালিগঞ্জের পুনরাবৃত্তি বেলঘরিয়ায় (Belgharia)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল  কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি। তারপর থেকে নাটকীয় মোড় নিতে শুরু করে ঘটনাক্রম!


ফ্ল্যাট না টাকার খনি? ফ্ল্যাট না ‘মিনি ব্যাঙ্ক’? পার্থ ঘনিষ্ঠ অর্পিতা যেন ‘ক্যাশ কুইন’ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে থাকা টাকার পাহাড়, সবার চোখ কপালে তুলে দিয়েছে! যেদিকে চোখ যায়, শুধু টাকা আর টাকা! রাশি রাশি টাকা। কাঁড়ি কাঁড়ি টাকা।  কোটি কোটি টাকা!


দেখতে দেখতে অনেকে বিস্ময়ে বলছেন, এটা বাস্তব, না সিনেমা চলছে!! এমন দৃশ্য তো এতদিন সিনেমাতেই দেখা যেত! কিন্তু, এটা বাস্তব। টালিগঞ্জের আবাসনে টাকা...বেলঘরিয়ার আবাসনে টাকা। দু’দিনে মাত্র দু’টো ফ্ল্যাটে তল্লাশি! তাতেই উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা। আর এই ছবি দেখে করদাতা, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, আরও কারা কারা এরকম বেআইনি কোটি কোটি টাকার পাহাড়ে বসে রয়েছে? 


এরকম আরও কত টাকা, কোন কোন গোপন আস্তানায় লুকনো রয়েছে? বুধবার সকালে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই। সবার নজর ঘুরে গেছিল সেদিকে। 


তারপর থেকেই পরিস্থিতি নাটকীয় মোড় নিতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় আবাসন। প্রথমে ফ্ল্যাটের দরজার লক খুলতে এক চাবিওয়ালাকে ডাকা হয়। শেষমেশ লক না খোলায়, ভাঙা হয় দরজা। কিছুক্ষণ পর একে একে ফ্ল্যাটে আনা হয় চারটি অত্যাধুনিক টাকা গোনার মেশিন। 


ইডি সূত্রে দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের একটি ঘুরে ঢুকে দেখা যায়, সেখানে একাধিক ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোব খুলতেই দেখা যায়, ভিতরে থরে থরে সাজানো দু’হাজার এবং পাঁচশো টাকার নোটের বান্ডিল। টাকা গোনার জন্য আনা হয় চারটি অত্যাধুনিক মেশিন এবং কয়েকজন কর্মীকে বেলঘরিয়ায় পাঠানো হয়।


সন্ধে থেকে শুরু হয় টাকা গোনা।  কিন্তু, ইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতর এত টাকা ছিল, যে গুনতে গুনতে রাত কাবাড় হয়ে যায়! শেষে ট্রাক ভর্তি করে ট্রাঙ্ক এনে, তাতে করে টাকা নিয়ে যাওয়া হয়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.