Partha Chatterjee Removed Live: বেলঘরিয়ার রথতলায় অর্পিতার ফ্ল্যাট থেকে চলছিল তিনটি কোম্পানি, জানা গেল তদন্তে

Partha-Arpita ED Raid Live Updates: পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল  কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি।

abp ananda Last Updated: 31 Jul 2022 12:12 AM
Arpita Mukherjee: দু’-দুটি রিয়েল এস্টেট সংস্থার পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নামে টেক্সটাইল সংস্থার হদিশ

দু’-দুটি রিয়েল এস্টেট সংস্থার পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নামে টেক্সটাইল সংস্থার হদিশ। তিনটি কোম্পানিরই ঠিকানা এক। বেলঘরিয়ার রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, ক্লাবটাউন হাইটসের সেই 8A ফ্ল্যাটের ঠিকানাতেই চলছিল তিন-তিনটি কোম্পানি। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডি-র তদন্তকারীদের হাতে। ইডি সূত্রে খবর, একই ঠিকানায় দুটি রিয়েল এস্টেট সংস্থা ও একটি টেক্সটাইল সংস্থার কর্পোরেট মন্ত্রকে নথিভুক্তিকরণ হয় ২০১২ সালে। ৩টি সংস্থারই বার্ষিক সাধারণ সভা হয়েছিল একই দিনে, ২০২১-এর ৩০ নভেম্বর। ব্যালান্স শিটও একইদিনে ২০২১-এর ৩১ মার্চ ফাইল করা হয়। ইডি সূত্রে খবর, টেক্সটাইল কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল ২ লক্ষ টাকা, অন্যদিকে, একই ঠিকানায় চলা দুটি রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল একলক্ষ টাকা করে।

SSC Scam: SSC দুর্নীতিকাণ্ডে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে বাঁকুড়ার ওন্দায় বিজেপির মিছিল

SSC দুর্নীতিকাণ্ডে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে বাঁকুড়ার ওন্দায় বিজেপির মিছিল। পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়। বিলি করা হয় নকুলদানা। ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে মিছিল করেন বিজেপি কর্মীরা। ইডি-র তদন্তে আরও রাঘববোয়াল ধরা পড়বে বলে বিজেপি বিধায়কের দাবি। গত একবছরে এলাকায় উন্নয়নের কাজ করেননি বিধায়ক, তাই জমি ফিরে পাওয়ার চেষ্টায় পার্থ-ইস্যুকে হাতিয়ার, কটাক্ষ তৃণমূলের।

Arpita Mukherjee: পার্থ চট্টোপাধ্যায় আসতেন অর্পিতার ফ্ল্যাটে, নাকতলায় বাড়িতে যেতেন অর্পিতাও, দাবি করলেন অর্পিতার গাড়িচালক

পার্থ চট্টোপাধ্যায় আসতেন অর্পিতার ফ্ল্যাটে। নাকতলায় বাড়িতে যেতেন অর্পিতাও। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার সম্পর্ক নিয়ে গুঞ্জনের মধ্যে এই দাবি করলেন অর্পিতার গাড়িচালক। অর্পিতার গ্যারাজে মার্সিডিজ, মিনি কুপারের মতো বিলাসবহুল গাড়ি ছিল বলে জানালেন তিনি।

Arpita Mukherjee: টালিগঞ্জের পর এবার ফের বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ইডি

টালিগঞ্জের পর এবার ফের বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ইডি। টাকার ভাণ্ডার পাওয়ার অর্পিতার ফ্ল্যাটে ছিল কাদের আনাগোনা? কীভাবে, কার মাধ্যমে অর্পিতার ফ্ল্যাটে জমেছিল টাকার পাহাড়? কোথায় গেল উধাও হওয়া একের পর এক বিলাসবহুল গাড়ি? আবাসনের সিসি ফুটেজ, রেজিস্ট্রারের সূত্র ধরে ফের অভিযানে ইডি। 

SSC Scam: কেন এক যাত্রায় পৃথক ফল? এই প্রশ্নে শাসকদলকে তীব্র নিশানা করেছে বিরোধীরা

SSC’র আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে আশ্বাস দিলেও, চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে তুলে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অবস্থানে বসা ২০১৪’র টেট উত্তীর্ণদের! কেন এক যাত্রায় পৃথক ফল? এই প্রশ্নে শাসকদলকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। পাশাপাশি রাজনীতির পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল

Arpita Mukherjee: অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ইচ্ছে বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন KMDA-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম

অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ইচ্ছে বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন KMDA-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পুরসভার নথি অনুযায়ী, KMDA-র এই জমিতে ৯৫ নম্বর রাজডাঙা মেন রোডের ঠিকানায় ১০, ১১ ও ১২, এই ৩টি প্লট রয়েছে। এর মধ্যে ১১ নম্বর প্লটে তৈরি হয়েছে ইচ্ছে বাড়ি। অভিযোগ, এই বাড়ির দু’দিকে ১০ ও ১২ নম্বর প্লট পুরসভার রেকর্ডে ফাঁকা জমি হিসেবে নথিভুক্ত থাকলেও ওই দুটি প্লটে বাড়ি তৈরি করা হয়েছে। ইচ্ছে বাড়িকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হলেও, সাধারণ বাড়ি হিসেবেই পুরসভাকে কর দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে এবার অর্পিতার বিরুদ্ধে বাড়ির কর ফাঁকি ও অবৈধ নির্মাণের অভিযোগও উঠল। 

SSC Scam: SSC কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল

SSC কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস দফতর থেকে মিছিল শুরু হয়েছে।ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করার কথা কংগ্রেস কর্মীদের।>

Partha Chatterjee Removed: রাতভর অবস্থানের পর, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে টেট উত্তীর্ণদের হঠাল পুলিশ

রাতভর অবস্থানের পর, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে টেট উত্তীর্ণদের হঠাল পুলিশ। ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে থেকে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। গতকাল SSC-র আন্দোলনকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময়, তাঁর অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৪-র প্রাথমিকের টেট উত্তীর্ণরা। বিক্ষোভকারীরা দাবি করেন, SSC-র চাকরিপ্রার্থীদের মতো তাঁদেরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য সময় দিতে হবে। 

SSC Scam: শিক্ষক-নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে নিজেরাই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা

শিক্ষক-নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে নিজেরাই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা! মুর্শিবাদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের অনুগামীদের সঙ্গে জেলা সভাপতি শাখারভ সরকারে ঘনিষ্ঠদের বচসা। স্লোগান-পাল্টা স্লোগান। বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন ২ গোষ্ঠীর অনুগামীরা। লোক ঢুকিয়ে তৃণমূলের চক্রান্ত, দাবি জেলা সভাপতির। নিজেদের দ্বন্দ্ব প্রকাশ্যে, পাল্টা তৃণমূল। 

Partha Chatterjee Removed: শান্তিনিকেতনের ফুলডাঙা প্রান্তিকে মিলল অপা নামাঙ্কিত বাড়ির দলিল

শান্তিনিকেতনের ফুলডাঙা প্রান্তিকে মিলল অপা নামাঙ্কিত বাড়ির দলিল। নথিতে উল্লেখ, ২০১২ সালে কলকাতার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায় ও সুসীম বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২০ লক্ষ টাকায় ২টি বাড়ি-সমেত ১০ কাঠার একটু বেশি এই জমিটি কেনা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। শান্তিনিকেতনের শ্যামবাটি মৌজায় জমির দাগ ও খতিয়ান নম্বর দেখে বোলপুর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানিয়েছেন, ২০২০ সালে শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ওই জমির মিউটেশন করানো হয়। এখনও সেই নামেই রয়েছে অপা নামে ওই বাড়ির মালিকানা। এবিপি আনন্দর হাতে সেই জমির দলিল। 

Arpita Mukherjee: জমির দলিল এবিপি আনন্দর হাতে

‘অপা’র রহস্যভেদ। শান্তিনিকেতনের ‘অপা’র দলিলের নথি অনুযায়ী, ২০১২ সালে, ২০ লক্ষ টাকায় এই জমি কেনেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ২০২০’তে এই জমির মিউটেশন হয় অর্পিতার নামে। জমির দলিল এবিপি আনন্দর হাতে।

SSC Scam: অভিষেকের থেকে চাকরির আশ্বাস পাওয়ার পরও ধর্মতলায় অব্যাহত এসএসসি চাকরি প্রার্থীদের ধর্না

অভিষেকের থেকে চাকরির আশ্বাস পাওয়ার পরও ধর্মতলায় অব্যাহত এসএসসি চাকরি প্রার্থীদের ধর্না। নিয়োগপত্র পেলেই উঠবে ধর্না, জানালেন আন্দোলনকারী চাকরিপ্রার্থী শহীদুল্লাহর।

Arpita Mukherjee: এবার অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি চালকের হদিশ

এবার অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি চালকের হদিশ। তাঁকে নিয়োগ করেন খোদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দাবি চালকের। অর্পিতার গাড়িচালক প্রণব ভট্টাচার্যর দাবি, ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে আসা-যাওয়া ছিল পার্থর কর্মচারীদের। 

SSC Scam: SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। কর্মসূচি শুরুর আগেই সুকান্ত মজুমদারকে রীতিমতো হাইজ্যাক করে পুলিশ তুলে নিয়ে যায় বলে গেরুয়া শিবিরের অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিজেপির দাবি, সুকান্ত মজুমদার-সহ ৩০ জন নেতা, কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, হাজরা মোড়ে বিক্ষোভস্থলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কলকাতা পুলিশের কর্মীদের। 

SSC Scam: অর্পিতার কসবার ইচ্ছে বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ ফিরহাদের

অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ইচ্ছে বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন KMDA-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

Partha Chatterjee Removed: জমি কেনা হয় পার্থ-অর্পিতার নামে, পরে রেকর্ডে নাম অর্পিতারই

২০১২: ২০ লক্ষ টাকায় জমি কিনেছিলেন পার্থ-অর্পিতা। ২০২০ সালে জমিটি রেকর্ড হয় শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায়ের নামে

SSC Scam: শান্তিনিকেতনের ফুলডাঙা প্রান্তিকে মিলল অপা নামাঙ্কিত বাড়ির দলিল

শান্তিনিকেতনের ফুলডাঙা প্রান্তিকে মিলল অপা নামাঙ্কিত বাড়ির দলিল। নথিতে উল্লেখ, ২০১২ সালে কলকাতার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায় ও সুষেণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২০ লক্ষ টাকায় জমিটি কেনেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়

Partha Chatterjee Removed: বিজেপি আক্রমণের পাল্টা কুণালের

‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জট খুলে প্রার্থীদের চাকরি দেওয়ার পথের সন্ধান করছেন।এখানে আপত্তি আর জলঘোলা করার মানে বিরোধীরা চায় জট না খুলুক’, বললেন কুণাল ঘোষ

SSC Scam: টেট উত্তীর্ণদের তুলে দেওয়া নিয়ে ট্যুইট সৌমিত্র খাঁ-র

হরিদাস ভাইপো চাকরি প্রার্থীদের ডেকে পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, ট্যুইট বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র

Partha Chatterjee Removed:এবিপি আনন্দকে নানা প্রশ্নের উত্তর অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়িচালক প্রণব ভট্টাচার্যের

কোথায় যেতেন অর্পিতা মুখোপাধ্যায়? কারা আসতেন অর্পিতার ফ্ল্যাটে? ডায়মন্ড সিটিতে কটি ফ্ল্যাট ছিল অর্পিতার? কী কী গাড়ি ছিল অর্পিতার গ্যারাজে? ৭ মাসের চাকরিতে কী কী দেখেছেন? এবিপি আনন্দকে জানালেন অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়িচালক প্রণব ভট্টাচার্য।

SSC Scam:বেলঘরিয়ার রথতলায় অর্পিতার ফ্ল্যাট থেকে চলছিল তিনটি কোম্পানি, জানা গেল তদন্তে

বেলঘরিয়ার রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, ক্লাবটাউন হাইটসের সেই 8A ফ্ল্যাটের ঠিকানাতেই চলছিল তিন-তিনটি কোম্পানি, জানা গেল তদন্তে।

Partha Chatterjee Removed:৬টি ভুয়ো কোম্পানির খোঁজ পেল ইডি। ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল তারা

SSC দুর্নীতিকাণ্ডে ৬টি ভুয়ো কোম্পানির খোঁজ পেল ইডি। ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল তারা।

SSC Scam:অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্স বকেয়া

অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া! এমনকি ২০১৯-এর পুজোর চাঁদার টাকাও এখনও দেননি অর্পিতা।

Partha Chatterjee Removed:রিয়েল এস্টেট সংস্থার পর অর্পিতা মুখোপাধ্যায়ের নামে এবার টেক্সটাইল সংস্থার হদিশ

দু’-দুটি রিয়েল এস্টেট সংস্থার পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নামে টেক্সটাইল সংস্থার হদিশ। তিনটি কোম্পানিরই ঠিকানা এক। 

SSC Scam:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে রাতভর টেট উত্তীর্ণদের বিক্ষোভ

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে রাতভর টেট উত্তীর্ণদের বিক্ষোভ। 

Partha Chatterjee Removed: প্রাক্তন শিক্ষামন্ত্রীর পিএইচডি-তে কোনও বেনিয়ম হয়নি বলেই জানালেন তাঁর পিএইচডি গাইড ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য

নিয়োগে আর্থিক দুর্নীতি নিয়ে গ্রেফতার হওয়ার পর, এবার পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি নিয়েও শুরু হয়েছে বিতর্ক! যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর পিএইচডি-তে কোনও বেনিয়ম হয়নি বলেই জানালেন তাঁর পিএইচডি গাইড ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। কিন্তু তারপরও এ নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। 

’অতীতে অনেকের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন, এখন জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন’: কুণাল ঘোষ

’অতীতে অনেকের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের এখন অখণ্ড অবসর।এখন জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন।’ পার্থর ষড়যন্ত্র-তত্ত্বর অভিযোগে প্রতিক্রিয়া কুণাল ঘোষের

SSC Scam:পার্থ- অর্পিতাকে জেরা-পর্বে কলকাতা ও শহরতলিতে বেশ কিছু জমির প্লট সংক্রান্ত তথ্য মেলে: সূত্র

 ইডি সূত্রে দাবি, পার্থ- অর্পিতাকে জেরা-পর্বে কলকাতা ও শহরতলিতে একাধিক ফ্ল্যাটের পাশাপাশি মিলেছে বেশ কিছু জমির প্লট সংক্রান্ত তথ্য

Partha Chatterjee Removed: অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটের পাশাপাশি, এবার ইডি-র নজরে একাধিক জমি

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটের পাশাপাশি, এবার ইডি-র নজরে একাধিক জমি। 

SSC Scam:পিএইচডি নিয়েও বিতর্কে পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগে আর্থিক দুর্নীতি নিয়ে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি নিয়েও শুরু হয়েছে বিতর্ক

Partha Chatterjee Removed: জোকা ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি

মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি। গাড়ি থেকে নামতে নারাজ অর্পিতা। ভেঙে পড়লেন কান্নায়।

SSC Scam: 'ষড়যন্ত্রের শিকার', দাবি পার্থ চট্টোপাধ্যায়ের।

ষড়যন্ত্রের শিকার,দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। তবে দলনেত্রীর প্রতি আনুগত্য এখনও অটুট, জানালেন সে কথাও। 

Partha Chatterjee Removed: জোকা ESI হাসপাতালে ঢোকা-বেরোনোর সময় 'বিস্ফোরক' মন্তব্য পার্থ-র

জোকা ESI হাসপাতালে ঢোকা-বেরনোর সময় বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। ষড়যন্ত্রের শিকার বলে, মন্তব্য করলেন তিনি

প্রেক্ষাপট

টালিগঞ্জের পুনরাবৃত্তি বেলঘরিয়ায় (Belgharia)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল  কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি। তারপর থেকে নাটকীয় মোড় নিতে শুরু করে ঘটনাক্রম!


ফ্ল্যাট না টাকার খনি? ফ্ল্যাট না ‘মিনি ব্যাঙ্ক’? পার্থ ঘনিষ্ঠ অর্পিতা যেন ‘ক্যাশ কুইন’ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে থাকা টাকার পাহাড়, সবার চোখ কপালে তুলে দিয়েছে! যেদিকে চোখ যায়, শুধু টাকা আর টাকা! রাশি রাশি টাকা। কাঁড়ি কাঁড়ি টাকা।  কোটি কোটি টাকা!


দেখতে দেখতে অনেকে বিস্ময়ে বলছেন, এটা বাস্তব, না সিনেমা চলছে!! এমন দৃশ্য তো এতদিন সিনেমাতেই দেখা যেত! কিন্তু, এটা বাস্তব। টালিগঞ্জের আবাসনে টাকা...বেলঘরিয়ার আবাসনে টাকা। দু’দিনে মাত্র দু’টো ফ্ল্যাটে তল্লাশি! তাতেই উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা। আর এই ছবি দেখে করদাতা, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, আরও কারা কারা এরকম বেআইনি কোটি কোটি টাকার পাহাড়ে বসে রয়েছে? 


এরকম আরও কত টাকা, কোন কোন গোপন আস্তানায় লুকনো রয়েছে? বুধবার সকালে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই। সবার নজর ঘুরে গেছিল সেদিকে। 


তারপর থেকেই পরিস্থিতি নাটকীয় মোড় নিতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় আবাসন। প্রথমে ফ্ল্যাটের দরজার লক খুলতে এক চাবিওয়ালাকে ডাকা হয়। শেষমেশ লক না খোলায়, ভাঙা হয় দরজা। কিছুক্ষণ পর একে একে ফ্ল্যাটে আনা হয় চারটি অত্যাধুনিক টাকা গোনার মেশিন। 


ইডি সূত্রে দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের একটি ঘুরে ঢুকে দেখা যায়, সেখানে একাধিক ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোব খুলতেই দেখা যায়, ভিতরে থরে থরে সাজানো দু’হাজার এবং পাঁচশো টাকার নোটের বান্ডিল। টাকা গোনার জন্য আনা হয় চারটি অত্যাধুনিক মেশিন এবং কয়েকজন কর্মীকে বেলঘরিয়ায় পাঠানো হয়।


সন্ধে থেকে শুরু হয় টাকা গোনা।  কিন্তু, ইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতর এত টাকা ছিল, যে গুনতে গুনতে রাত কাবাড় হয়ে যায়! শেষে ট্রাক ভর্তি করে ট্রাঙ্ক এনে, তাতে করে টাকা নিয়ে যাওয়া হয়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.