Partha Chatterjee Live: আমার কোনও টাকা নেই: পার্থ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ৮ কোটি টাকার হদিশ: ইডি

Partha-Arpita ED Raid Live Updates: পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল  কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি।

abp ananda Last Updated: 31 Jul 2022 07:06 PM
Partha Chatterjee Removed Live: চুঁচুড়া শহরে পোস্টার ঘিরে বিতর্ক

তৃণমূলের বিরুদ্ধে কোটি কোটি টাকা সরানোর অভিযোগে চুঁচুড়া শহরে পোস্টার ঘিরে বিতর্ক।

Partha Chatterjee Live: SSC’র SLST নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের মঞ্চে সুকান্ত মজুমদার

SSC’র SLST নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের মঞ্চে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!

Partha Chatterjee Removed Live: পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে, খবর ইডি সূত্রে

 ইডি সূত্রে দাবি, পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কীভাবে এবং কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর ইডি সূত্রে।

Partha Chatterjee Live: উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

 উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে ফের দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। জোকা ইএসআই থেকে বেরোনোর সময় ফের দাবি পার্থর। জোকা ইএসআইতে ঢোকার সময়ও একই দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। ‘আমার কোনও টাকা নেই’। হাসপাতালে ঢোকার মুখে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের‘সময় এলেই বুঝবেন কে ষড়যন্ত্র করছে’, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

Partha Chatterjee Removed Live: ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থর নাম সরানোর দাবি বিজেপি নেতা অনুপম হাজরার

ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থ নাম সরানোর দাবি উঠেছে। এবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। তিনি বলেছেন, ‘লক্ষ  লক্ষ বেকারের টাকা আত্মসাৎ করে এই ব্যক্তি এখন জেলে। এখন অন্তত ওনার নাম ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন। না হলে নতুন প্রজন্ম ওনাকে নেতাজি, ক্ষুদিরামের সমতুল্য ভাবতে পারে, ট্যুইট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।

Partha Chatterjee Live:পার্থ-অর্পিতার অ্যাকাউন্টে ৮ কোটির হদিশ

পার্থ-অর্পিতার অ্যাকাউন্টে ৮ কোটির হদিশ। দুজনের ফ্রিজড অ্যাকাউন্টেই এই টাকার হদিশ মিলেছে।

Partha Chatterjee Removed Live: চুঁচুড়া শহরে পোস্টার ঘিরে বিতর্ক

তৃণমূলের বিরুদ্ধে কোটি কোটি টাকা সরানোর অভিযোগে চুঁচুড়া শহরে পোস্টার ঘিরে বিতর্ক।

Partha Chatterjee Live:পুলিশের ধস্তাধস্তিতে হাতে চোট, দাবি সুকান্তর

পুলিশের ধস্তাধস্তিতে হাতে চোট পেয়েছেন, দাবি সুকান্ত মজুমদারের। ‘গতকালের বিক্ষোভে রাজ্য পুলিশের ধস্তাধস্তিতে হাতে আঘাত পেয়েছি’, ট্যুইট সুকান্তর। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গত কাল হাজরা মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি।

Partha Chatterjee Removed Live: উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে ফের দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়

উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে ফের দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। জোকা ইএসআই থেকে বেরোনোর সময় ফের দাবি পার্থর। জোকা ইএসআইতে ঢোকার সময়ও একই দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। ‘আমার কোনও টাকা নেই’। হাসপাতালে ঢোকার মুখে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের‘সময় এলেই বুঝবেন কে ষড়যন্ত্র করছে’, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

Partha Chatterjee Live: ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থ নাম সরানোর দাবি অনুপমের

 ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থ নাম সরানোর দাবি উঠেছে। এবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। তিনি বলেছেন, ‘লক্ষ  লক্ষ বেকারের টাকা আত্মসাৎ করে এই ব্যক্তি এখন জেলে। এখন অন্তত ওনার নাম ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন। না হলে নতুন প্রজন্ম ওনাকে নেতাজি, ক্ষুদিরামের সমতুল্য ভাবতে পারে, ট্যুইট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।

Partha Chatterjee Removed Live: অর্পিতাকে বের করার সময় ফের হুড়োহুড়ি

পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে হাসপাতাল থেকে বের করার সময় ফের হুড়োহুড়ি।  ভিড় উপচে পড়ল জোকা ইএসআই চত্বরে। 

Partha Chatterjee Live: জোকা ইএসআই থেকে বের করা হল পার্থ-অর্পিতাকে

ফের স্বাস্থ্য পরীক্ষা হল পার্থ-অর্পিতার।  জোকা ইএসআই থেকে বের করা হল দুজনকে।

Partha Chatterjee Removed Live: ' আমার কোনও টাকা নেই', মুখ খুললেন পার্থ

ফের আজ মেডিক্যাল টেস্টে আসার পখে মুখ খুললেন পার্থ। গত ৪৮ ঘন্টা আগেও মুখ খুলে বলেছিলেন, আমি ষড়যন্ত্রের শিকার। তারপর দিলীপ, সুজনরা জিজ্ঞেস করেছেন, কারা ষড়যন্ত্র করছে, পার্থ চট্টোপাধ্যায়কে মুখ অনুরোধ করা হয়েছে। এদিন ফের মুখ খুললেন এদিন পার্থ। তিনি বললেন,' আমার কোনও টাকা নেই। সময় এলে জানতে পারবেন।'

Partha Chatterjee Live: 'সময় এলেই জানতে পারবে', ফের মুখ খুললেন পার্থ

ইএসআই জোকায় ফের মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। আজ ফের সাংবাদিকরা প্রশ্ন করেন, দাদা আপনার টাকা ? উত্তরে তিনি বলেন , আমার কোনও টাকা নেই। ফের সাংবাদিকদের তরফে প্রশ্ন, কে ষড়যন্ত্র করছে ? প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'সময় এলেই জানতে পারবে।'

Partha Chatterjee Live: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এবার ৮ কোটি টাকার হদিশ

SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এবার ৮ কোটি টাকার হদিশ। ইডি সূত্রে দাবি, দু’জনের ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কীভাবে এবং কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর ইডি সূত্রে।

Partha Chatterjee Removed Live: পার্থ-অর্পিতার অ্যাকাউন্টে ৮ কোটির হদিশ

পার্থ-অর্পিতার অ্যাকাউন্টে ৮ কোটির হদিশ। দুজনের ফ্রিজড অ্যাকাউন্টেই এই টাকার হদিশ মিলেছে।

Partha Chatterjee Live: ইএসআই হাসপাতালে পৌঁছে গেলেন পার্থ-অর্পিতা

ইএসআই হাসপাতালে পৌঁছে গেলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। আজ পার্থ-অর্পিতার মেডিক্যাল টেস্ট।

Partha Chatterjee Removed Live: ইএসআই-র পথে পার্থ-অর্পিতা

সিজিও থেকে রওনা, জোকা ইএসআই-র পথে পার্থ-অর্পিতা।

Partha Chatterjee Live: পার্থ ও অর্পিতাকে নিয়ে হাসপাতালে রওনা

পার্থ ও অর্পিতাকে নিয়ে ইএসআই জোকা রওনা। ঠিক ৪৮ ঘণ্টা আগে হয়েছিল তাঁদের মেডিক্যাল টেস্ট। গত শুক্রবার হাসপাতালের ঢোকার মুখে রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। মুখ খোলেন পার্থ।

Partha Chatterjee Removed Live: পার্থ ও অর্পিতাকে জোকা ইএসআইতে নেওয়া হচ্ছে ।

আদালতের নির্দেশে আজ ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়  এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হচ্ছে।

Partha Chatterjee Live: আজ ফের পার্থ-অর্পিতার মেডিক্যাল টেস্ট

আজ ফের মেডিক্যাল টেস্টের জন্য জোকা ইএসআই-তে পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়া হবে।

Partha Chatterjee Removed Live: পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে দেন তৃণমূলের নেতাকে পথে বসতে হবে, বার্তা রাহুলের

'পার্থ চট্টোপাধ্যায়ের মুখ খুলতে ৬ দিন সময় লাগার কারণ একটাই, তৃণমূল কংগ্রেস, ভয় পাচ্ছিল। পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে দেন, তাহলে তৃণমূলের অনেক বড়বড়ো নেতাকে পথে এসে বসতে হবে। মন্ত্রীসভা থেকে সরানোটা , মমতা বন্দ্যোপাধ্যায় চর মারফৎ কথা বলে, কোনও রকমভাবে ওটা ম্যানেজ করে নিয়েছেন।এখন উনি দল থেকে হঠানোটা মানতে পারেননি। যেহেতু তাঁর সঙ্গে সেরকম কোনও কথা হয়নি।'

Partha Chatterjee Live: 'পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত', প্রতিক্রিয়া দিলীপের

দিলীপ ঘোষ টুইট করে বলেন, 'পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত। বলে দেওয়া উচিত এই দুর্নীতির সঙ্গে আর কারা কারা জড়িত। না হলে গোটা দেশের মানুষ ওকে একা চোর ভাবছে। সত্যিটা সবার জানা উচিত। একাই সারাজীবন চোর অপবাদ মাথায় নিয়ে ঘুরবেন কেন তিনি ? '

Partha Chatterjee Removed Live: 'নেত্রীর নির্দেশেই চুরি করেছেন পার্থ', আক্রমণ সৌমিত্র-র

নেত্রীর নির্দেশেই চুরি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের। অর্পিতার বাড়িতে রাশি রাশি টাকা-সোনার ভান্ডার, অসংখ্য ফ্ল্যাট-জমির হদিশ পাওয়ার পরে আক্রমণে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

Partha Chatterjee Live: 'শান্তিনিকেতনে পার্থর বেশ কিছু জমি-জায়গা বাড়ি আছে', কটাক্ষ অনুপম হাজরার

 ‘বীরভূমে, শান্তিনিকেতনে পার্থর বেশ কিছু জমি-জায়গা বাড়ি আছে, সেরকম আভাস আগেই ছিল, এবার এই জমি-জায়গা-বাড়ি-ফ্ল্যাট কিনতে সাহায্য করার মূল ব্যক্তি আমন্ত্রণ পাবেন, মূল ব্যক্তি সম্ভবত খুব তাড়াতাড়িই আমন্ত্রণ পাবেন’। ট্যুইট করে কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরার।

প্রেক্ষাপট

টালিগঞ্জের পুনরাবৃত্তি বেলঘরিয়ায় (Belgharia)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল  কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি। তারপর থেকে নাটকীয় মোড় নিতে শুরু করে ঘটনাক্রম!


ফ্ল্যাট না টাকার খনি? ফ্ল্যাট না ‘মিনি ব্যাঙ্ক’? পার্থ ঘনিষ্ঠ অর্পিতা যেন ‘ক্যাশ কুইন’ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে থাকা টাকার পাহাড়, সবার চোখ কপালে তুলে দিয়েছে! যেদিকে চোখ যায়, শুধু টাকা আর টাকা! রাশি রাশি টাকা। কাঁড়ি কাঁড়ি টাকা।  কোটি কোটি টাকা!


দেখতে দেখতে অনেকে বিস্ময়ে বলছেন, এটা বাস্তব, না সিনেমা চলছে!! এমন দৃশ্য তো এতদিন সিনেমাতেই দেখা যেত! কিন্তু, এটা বাস্তব। টালিগঞ্জের আবাসনে টাকা...বেলঘরিয়ার আবাসনে টাকা। দু’দিনে মাত্র দু’টো ফ্ল্যাটে তল্লাশি! তাতেই উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা। আর এই ছবি দেখে করদাতা, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, আরও কারা কারা এরকম বেআইনি কোটি কোটি টাকার পাহাড়ে বসে রয়েছে? 


এরকম আরও কত টাকা, কোন কোন গোপন আস্তানায় লুকনো রয়েছে? বুধবার সকালে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই। সবার নজর ঘুরে গেছিল সেদিকে। 


তারপর থেকেই পরিস্থিতি নাটকীয় মোড় নিতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় আবাসন। প্রথমে ফ্ল্যাটের দরজার লক খুলতে এক চাবিওয়ালাকে ডাকা হয়। শেষমেশ লক না খোলায়, ভাঙা হয় দরজা। কিছুক্ষণ পর একে একে ফ্ল্যাটে আনা হয় চারটি অত্যাধুনিক টাকা গোনার মেশিন। 


ইডি সূত্রে দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের একটি ঘুরে ঢুকে দেখা যায়, সেখানে একাধিক ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোব খুলতেই দেখা যায়, ভিতরে থরে থরে সাজানো দু’হাজার এবং পাঁচশো টাকার নোটের বান্ডিল। টাকা গোনার জন্য আনা হয় চারটি অত্যাধুনিক মেশিন এবং কয়েকজন কর্মীকে বেলঘরিয়ায় পাঠানো হয়।


সন্ধে থেকে শুরু হয় টাকা গোনা।  কিন্তু, ইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতর এত টাকা ছিল, যে গুনতে গুনতে রাত কাবাড় হয়ে যায়! শেষে ট্রাক ভর্তি করে ট্রাঙ্ক এনে, তাতে করে টাকা নিয়ে যাওয়া হয়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.