কলকাতা: বিধানসভায় ICDS প্রকল্প নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন নারী ও শিশুকল্য়াণমন্ত্রী শশী পাঁজা। তাঁর দাবি, ICDS প্রকল্প, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রকল্প। কিন্তু প্রতি বছর সেই বাবদ অনুদান কমিয়ে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যে পরিমাণ অর্থ কেন্দ্রের দেওয়া উচিত, তা দেওয়া হচ্ছে না রাজ্যকে। (ICDS Scheme) এমনকি বিরোধীরা এ নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন বলে অভিযোগ করলেন শশী।


১০০ দিনের কাজ থেকে আবাস যোজনায় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চিত করার অভিযোগে আগে থেকেই সরব রাজ্য। এবার ICDS প্রকল্পের টাকাও না দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। সেই নিয়ে শুক্রবার সরব হন রাজ্য।  কোন কোন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে না,  তার একটি তালিকাও পেশ করেন তিনি। পাল্টা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি প্রশ্ন তোলেন, তৃণমূল সরকার পুজোর সময় ক্লাবগুলিকে যদি টাকা দিতে পারে, তাহলে ICDS প্রকল্পে কেন্দ্রীয় সরকার সাহায্য করে না বলে, চিৎকার কেন? (Shashi Panja)


শশী জানিয়েছেন, শুক্রবার বিধানসভায় এ নিয়ে সরব হলে বিরোধীরা বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি। উল্টে ICDS চালানো উচিত কি না, প্রশ্ন তুলছেন বিরোধীরা। শশী বলেন, "অশোক লাহিড়ি বলছেন, 'নিজেরা চালান না! কেন্দ্রের কাছে কেন টাকা চাইছেন'?" কিন্তু শশীর বক্তব্য, "ICDS প্রকল্প রাজ্য এবং কেন্দ্র, দুই পক্ষের অনুদানে চলে। সেখানে কেন্দ্র তাদের প্রদত্ত টাকার অংশ কমিয়ে দিচ্ছে। শিক্ষিত মানুষ হয়েও বুঝতে চাইছেন না যে ICDS প্রকল্পের সঙ্গে প্রসূতি, অন্তঃসত্ত্বা, ছয় মাস থেকে ছয় বছরের শিশুর স্বাস্থ্যের প্রশ্ন জড়িয়ে রয়েছে। ICDS নিয়ে কেন্দ্র বাংলাকে অবহেলা, অবজ্ঞারক দৃষ্টিতে দেখছে।"


আরও পড়ুন: West Burdwan: দিনভর প্রবল বর্ষণ, জলমগ্ন এলাকা, অন্ডাল বিমানবন্দরে বাতিল ৪টি উড়ান


ICDS প্রকল্পের টাকা নিয়ে বঞ্চনার যে অভিযোগ তুলছে রাজ্য, সেই নিয়ে বিজেপি বিধায়ক অশোকের বক্তব্য, "অনেকগুলি কেন্দ্রীয় অনুদান ভিত্তিক প্রকল্প রয়েছে। কিছু প্রকল্প এই সরকার নেয়নি। মুখ্যমন্ত্রী তো দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে টাকা দিচ্ছেন? অন্য জায়গায় যখন টাকা খরচ করতে পারেন, এটায় কেন পারছেন না? এর জন্য কেন্দ্রের কাছে চাকা চাইতে হচ্ছে কেন?" ফলে বিষয়টি নিয়ে নতুন তরজা শুরু হয়েছে। 


কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এমনিতেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব রাজ্য। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা বাবদ প্রাপ্য টাকা গত তিন বছর ধরে কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ। সেই নিয়ে দিল্লিতেও আন্দোলন করেছিলেন তৃণমূলের সাংসদরা। তাঁদের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় হারের পর থেকেই গত তিন বছর ধরে টাকা আটকে রেখেছে কেন্দ্র। অন্য দিকে, কেন্দ্রের দাবি, যে টাকা দেওয়া হয়েছে, তার সদ্ব্যবহার হয়নি। সম্প্রতি অর্থমন্ত্রকের তরফে ১০০ দিনের কাজ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়, তাতে বাংলাকে যে টাকা দেওয়া হয়নি, তার উল্লেখ রয়েছে।