West Bengal News Live: অসুস্থ রেখা পাত্র, ভর্তি কল্যাণী এইমসে
Loksabha Election 2024 : সব জেলার সব খবর এই লিঙ্কে
ভক্ত, দীক্ষিত সহ অগণিত সাধারণ মানুষের চোখের জলে চিরবিদায় জানানো হল স্বামী স্মরণানন্দকে। মঙ্গলবার রাতে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ-র। বয়স হয়েছিল ৯৪ বছর। ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন স্বামী স্মরণানন্দ।
অসুস্থ রেখা পাত্র, ভর্তি কল্যাণী এইমসে। সন্দেশখালিতে সভা করার সময় অসুস্থ রেখা পাত্র। কল্যাণী এইমসে ভর্তি বসিরহাটের বিজেপি প্রার্থী।
বারাসাতের বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ অব্যাহত। সোশাল মিডিয়ায় দলীয় নেতা, কর্মীদের একাংশ সরব হওয়ার পর, স্বপন মজুমদারের বিরোধিতা করে পোস্টার দেখা গেল বিজেপির নির্বাচনী কার্যালয় ও জেলা পার্টি অফিসে। দলীয় প্রার্থীকে নিয়ে অসন্তোষ গোপন করেননি বারাসাতের আগের বারের পরাজিত বিজেপি প্রার্থী। কটাক্ষ করেছে তৃণমূল।
কৃষ্ণনগরে 'গদ্দার' আক্রমণের পাল্টা হাতিয়ার রাম? বিরোধীদের 'গদ্দার' আক্রমণের জবাবে মোদির হাতিয়ার 'রাম'। 'সিরাজের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটিশদের সঙ্গে ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র', ব্রিটিশদের সঙ্গে হাত মেলানোয় গদ্দার বলে প্রচার।
কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী যাতে প্রচার করতে না পারেন, সেজন্য হয়রান করতেই মহুয়া মৈত্রকে তলব করেছে ইডি। আক্রমণে সুখেন্দুশেখর রায়।
ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ কংগ্রেসের। ইউসুফের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের। ২০১১-র বিশ্বকাপ জয়ের ছবি ভোটের প্রচারে ব্যবহারের অভিযোগ। বহরমপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের।
গার্ডেনরিচকাণ্ডের প্রতিবাদে বামেদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বেআইনি নির্মাণের প্রতিবাদে কলকাতা পুরসভায় বামেদের বিক্ষোভ। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বামেদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বামেদের।
সাগরদিঘিতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, তৃণমূল প্রার্থীকে দেখতেই বিক্ষোভ স্থানীয়দের। এতদিন সাংসদ হয়েও কেন রাস্তা ভাল করেননি, প্রশ্ন তুলে বিক্ষোভ স্থানীয়দের।
মেদিনীপুরে জুন মালিয়ার প্রচারে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর, প্রার্থীর গাড়িতে ওঠায় বিক্ষোভ। জুন মালিয়ার গাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলেরই একাংশের। নির্দল কাউন্সিলর অর্পিতা রায় নায়েক তৃণমূলে যোগ দেওয়ায় ক্ষোভ। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা।
ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ কমিশনের। গতকাল ডেবরায় বিডিও অফিসে গিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। ঘাটালের বিজেপি প্রার্থীকে শোকজ করল কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে হিরণ চট্টোপাধ্যায়ের জবাব তলব।
দলের পর এবার দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ কমিশনের।
ঢাকুরিয়া স্টেশনের কাছে ঝুপড়িতে আগুন, বিপর্যস্ত ট্রেন চলাচল। দুপুর ১টা থেকে বেশ কিছুক্ষণ শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল বিপর্যস্ত। আগুনে পুড়ে ছাই ঢাকুরিয়া রেললাইন সংলগ্ন বেশ কয়েকটি ঝুপড়ি। স্টোভ ফেটেই পরপর ঝুপড়িতে আগুন, আশঙ্কা স্থানীয়দের। দমকলের বিরুদ্ধেও বেশ কিছুক্ষণ পরে আসার অভিযোগ। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ২ ঘণ্টা শিয়ালদা দক্ষিণ ট্রেন চলাচল বিপর্যস্ত।
কলকাতা বিমানবন্দরে দুই বিমানের ডানায় ধাক্কা। রানওয়ের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা। ভাঙল একটি বিমানের ডানার অংশ। পাইলটের গাফিলতি কি না, খতিয়ে দেখছে ডিজিসিএ।
এবার মহুয়া মৈত্রকে তলব ইডির। কাল দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, খবর সূত্রের। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। গতকালই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। কাল শিল্পপতি দর্শন হিরানন্দানিকেও তলব করেছে ইডি।
বাংলার পুলিশকে এবার বিজেপি শাসিত রাজ্যে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এবার দুই বিজেপি শাসিত রাজ্যে ভোট-পাহারায় যাচ্ছে বাংলার পুলিশ। দুর্গাপুর থেকে মধ্যপ্রদেশে যাচ্ছে ৫ কোম্পানি সশস্ত্র পুলিশ। ১০ কোম্পানি পুলিশ যাচ্ছে ছত্তীসগঢ়ে। ১ এপ্রিল থেকে ছত্তীসগঢ়ে কাজ শুরু করবে রাজ্য পুলিশ। ৮ এপ্রিল থেকে মধ্যপ্রদেশের কাজে যোগ দেওয়ার নির্দেশ।
সল্টলেকে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধার। শৌচাগার থেকে উদ্ধার সত্তরোর্ধ্ব মন্দিরা মিত্রর রক্তাক্ত দেহ। ডাইনিং রুমে স্বামী যদুনাথ মিত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার।
বাংলার প্রতারিতদের ইডির বাজেয়াপ্ত ৩ হাজার কোটি ফেরাতে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। নতুন সরকার গঠনের পরই ব্যবস্থা। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোনে বললেন প্রধানমন্ত্রী।
ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ কমিশনের।
গতকাল ডেবরায় বিডিও অফিসে গিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ।
ঘাটালের বিজেপি প্রার্থীকে শোকজ করল কমিশন।
২৪ ঘণ্টার মধ্যে হিরণ চট্টোপাধ্যায়ের জবাব তলব ।
মহিষাদলে প্রচার শুরু করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মন্দিরে পুজো দিয়ে মাজারেও গেলেন বিজেপিতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি।
মেদিনীপুরে জুন মালিয়ার প্রচারে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর, প্রার্থীর গাড়িতে ওঠায় বিক্ষোভ
। জুন মালিয়ার গাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলেরই একাংশের। নির্দল কাউন্সিলর অর্পিতা রায় নায়েক তৃণমূলে যোগ দেওয়ায় ক্ষোভ
বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা।
বসিরহাটের রেখার পর কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রীর। 'বাংলায় পরিবর্তন হবেই, দুর্নীতি স্বমূলে উৎখাত করবে বিজেপি, বললেন মোদি।
ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই অন্তত ১০টি ঝুপড়ি। আগুনের জেরে ব্যাহত শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল।
এবার মহুয়া মৈত্রকে তলব ইডির। কাল দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, খবর সূত্রের। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই।
বারাসাতের পর দমদম, বরানগরের প্রার্থী নিয়েও অসন্তোষ। শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীদের মানব না' লিখে ডানলপে পোস্টার। তৃণমূলের চক্রান্ত, প্রতিক্রিয়া বিজেপির।
ভোটের মুখে নারদকাণ্ডে ফের তৎপর সিবিআই
প্রাক্তন নারদ কর্তা ম্যাথ্যু স্যামুয়েলকে তলব করল সিবিআই
৪ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ
নারদকাণ্ডে নতুন কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের, সিবিআই সূত্রে খবর
সেই সব নতুন তথ্যের ভিত্তিতে ম্যাথ্যুকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, খবর সূত্রের
বারাসাতের প্রার্থী স্বপন মজুমদারকে নিয়ে অস্বস্তি বাড়ছে বিজেপিতে। ড্রাগ মাফিয়া বলে তৃণমূলের সুরেই নির্বাচনী অফিসের গায়ে পড়ল পোস্টার। ক্ষুব্ধ দলেরই একাংশ।
দলের শোকজের পর দুঃখপ্রকাশ করেও সুর চড়ালেন দিলীপ ঘোষ। 'কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে যখন অপমান করা হয়, তৃণমূল চুপ থাকে কেন?', প্রশ্ন তুললেন দিলীপ।
সল্টলেকে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধার।
শৌচাগার থেকে উদ্ধার সত্তরোর্ধ্ব মন্দিরা মিত্রর রক্তাক্ত দেহ।
ডাইনিং রুমে স্বামী যদুনাথ মিত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার ।
স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন চিকিৎসক স্বামী, অনুমান পুলিশের।
ঘর থেকে উদ্ধার একটি নোট, খবর পুলিশ সূত্রের।
পাহাড়ে প্রার্থী নিয়ে আজও সরব কার্শিয়ঙের বিজেপি বিধায়ক। নির্দল হয়ে ভোটে লড়ার সিদ্ধান্তে অনড় বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিঙে রাজু বিস্তাকে প্রার্থী করায় ক্ষোভ বিষ্ণুপ্রসাদের। নির্দল হয়ে দাঁড়ান, কত ভোট পাবেন দেখব, পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর।
বসিরহাটে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা নিয়ে চর্চার মাঝেই, রেখা পাত্রকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্বোধন করলেন শক্তিস্বরূপা বলে। কুর্নিশ জানালেন তাঁর লড়াইকে।
মমতা-অভিষকেকে বেলাগাম আক্রমণ। ফের দিলীপ-বচনে বিতর্ক। বিধি ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ চেয়ে কমিশনে তৃণমূল। ডিএমের রিপোর্ট তলব কমিশনের।
দিলীপের মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূল। দুর্গাপুরে ধিক্কার মিছিল। বর্ধমানে গো ব্যাক স্লোগান।
মমতাকে কুরুচিকর ভাষায় আক্রমণ, দিলীপ-বচনে ক্ষুব্ধ বিজেপি। তীব্র নিন্দা করে দ্রুত জবাব তলব। এই ধরনের মন্তব্য দলের পরম্পরা বিরোধী বলে কড়া বার্তা।
প্রেক্ষাপট
বসিরহাটে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা নিয়ে চর্চার মাঝেই, রেখা পাত্রকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্বোধন করলেন শক্তিস্বরূপা বলে। কুর্নিশ জানালেন তাঁর লড়াইকে। এরই পাশাপাশি, সদ্য ভোটের ময়দানে নামা রেখা পাত্রকে প্রচারের রূপরেখাও ঠিক করে দিলেন মোদি। অন্যদিকে, অসুস্থতা কাটিয়ে এবার প্রচারে নামছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করবেন তিনি। এদিকে, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বোলপুরের বাড়িতে তল্লাশি-অভিযানের পর এবার মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে তলব ইডি-র। আজ যাবেন প্রতিনিধি, জানালেন মন্ত্রী। সব জেলার সব খবর এই লিঙ্কে।
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষের জীবনাবসান। আজ সকাল ৭টা থেকে রাত ৮ পর্যন্ত শেষ শ্রদ্ধা জানানো যাবে বেলুড় মঠে। শোকবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -