West Bengal News Live: অসুস্থ রেখা পাত্র, ভর্তি কল্যাণী এইমসে

Loksabha Election 2024 : সব জেলার সব খবর এই লিঙ্কে

ABP Ananda Last Updated: 27 Mar 2024 10:36 PM

প্রেক্ষাপট

বসিরহাটে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা নিয়ে চর্চার মাঝেই, রেখা পাত্রকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্বোধন করলেন শক্তিস্বরূপা বলে। কুর্নিশ জানালেন তাঁর লড়াইকে। এরই পাশাপাশি,  সদ্য ভোটের ময়দানে...More

West Bengal Live Updates: ভক্ত, দীক্ষিত সহ অগণিত সাধারণ মানুষের চোখের জলে চিরবিদায় জানানো হল স্বামী স্মরণানন্দকে

ভক্ত, দীক্ষিত সহ অগণিত সাধারণ মানুষের চোখের জলে চিরবিদায় জানানো হল স্বামী স্মরণানন্দকে। মঙ্গলবার রাতে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ-র। বয়স হয়েছিল ৯৪ বছর। ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন স্বামী স্মরণানন্দ।