West Bengal News Live : সুরক্ষার দাবিতে পুজোর মুখে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

RG Kar Case Update : গণ কনভেনশন থেকে 'পাড়ায় পাড়ায়' কর্মসূচির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা।  

ABP Ananda Last Updated: 28 Sep 2024 11:27 PM
West Bengal News: সুরক্ষার দাবিতে পুজোর মুখে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

সুরক্ষার দাবিতে পুজোর মুখে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। 'সোমবার কী হয় সুপ্রিম কোর্টে, সুরক্ষা নিয়ে কী জানায় রাজ্য সরকার?' রাজ্য সরকারের অবস্থানের দিকে তাকিয়ে সোমবার বিকেল পর্যন্ত সময়সীমা। 

WB News Update: সোমবার থেকে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

সরকারকে ডেডলাইন দিয়ে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি। সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের ডেডলাইন। সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা। 

Calcutta Medical College News: এবার কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ তুলল ছাত্র ইউনিয়ন

রোগী কল্যাণ সমিতির সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ। সেন্ট্রাল ল্যাবের এক কর্মী, জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অধ্যক্ষের কাছে নালিশ। অধ্যক্ষের কাছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ। 


 

Calcutta Medical College: এবার কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ তুলল ছাত্র ইউনিয়ন

আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতা মেডিক্যাল কলেজ। কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ ছাত্র ইউনিয়নের। সিসিইউ, সেন্ট্রাল ল্যাব, হাসপাতালের বেড নিয়ে অনিয়মের অভিযোগ। দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের কাছে ছাত্র সংগঠনের অভিযোগ। 

West Bengal News: ফের চিকিৎসকদের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

ফের চিকিৎসকদের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। বহরমপুর মেডিক্যালের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা হুমায়ুন কবীরের। 

WB News Update: ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি মালদার মানিকচকে

মালদার মানিকচকে ত্রাণ বিলি নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি। মন্ত্রী ফিরতেই ত্রাণ নিয়ে হুলস্থূল।

West Bengal News: বোলপুরে তৃণমূলের জেলা অফিসে অনুব্রত-কাজল বৈঠক

অবশেষে অনুব্রত-সাক্ষাতে কাজল শেখ। বোলপুরে তৃণমূলের জেলা অফিসে অনুব্রত-কাজল বৈঠক। অনুব্রত বাড়ি ফেরার ৫ দিনের মাথায় সাক্ষাৎ বীরভূমের জেলা সভাধিপতির। 

WB News Update: রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে বলা হয়েছে,  রেশন দুর্নীতিতে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নুরের মাধ্যমে। আর্থিক লেনদেন হয়েছে তৎকালীন খাদ্য় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও।

RG Kar News Update: সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রতিবেশীদেরও ভুরি ভুরি অভিযোগ

সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রতিবেশীদেরও ভুরি ভুরি অভিযোগ। 'নিয়ম ভেঙে উঁচু করে দিয়েছিলেন কমন ওয়াল। পুলিশ-আদালতে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশকে সঙ্গে নিয়েই নিয়ম ভেঙে দেওয়াল তুলেছিলেন সন্দীপ ঘোষ। প্রতিবেশীদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ', অভিযোগ বেলেঘাটায় সন্দীপ ঘোষের প্রতিবেশীর। গতকালই বেআইনি নির্মাণের অভিযোগে সন্দীপ ঘোষের বাড়িতে নোটিস দেয় কলকাতা পুরসভা। 

WB News Live: আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার-শুনানি, নেওয়া হচ্ছে বয়ান

আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার-শুনানি। নেওয়া হচ্ছে অভিযুক্ত ও অভিযোগকারীদের বয়ান। আজ ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্জন বাগচী, চয়ন ভট্টাচার্য, সৌরভ মাজি, সাবির আহমেদদের। শুনানি চলাকালীন ফের উত্তেজনা, উঠল স্লোগান। 

RG Kar News: পুজোর মুখেও আর জি কর-কাণ্ডে অব্যাহত প্রতিবাদ

পুজোর মুখেও আর জি কর-কাণ্ডে অব্যাহত প্রতিবাদ। ফের বিচার চেয়ে পথে নামলেন বিভিন্ন কলেজের প্রাক্তনীরা। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। 

West Bengal News: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। পূর্ব বর্ধমানের আউশগ্রামে শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ার। আদিবাসী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম শেখ রহমতুল্লাহ। এর আগেও ওই মহিলাকে উত্যক্ত করার অভিযোগ ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। 

WB News Live: আর জি কর-কাণ্ডে প্রতিবাদের জের, অভিনেত্রীকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ

আর জি কর-কাণ্ডে প্রতিবাদের জের, অভিনেত্রীকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ। অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ। সাইবার সেলে অভিযোগ অভিনেত্রী রূপা ভট্টাচার্যর। ইমেলে মুখ্যমন্ত্রীকেও অভিযোগ করা হয়েছে, দাবি অভিনেত্রীর। 

RG Kar News: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে ফের পথ দখলের ডাক

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে ফের পথ দখলের ডাক। রাত দখল, ভোর দখল, মশাল মিছিলের পর ফের পথ দখলের ডাক। ১ অক্টোবর, মঙ্গলবার: বিকেল ৫টায় ৫৫টি সংগঠনের মিছিল। ২ অক্টোবর, মহালয়ার দিন, দুপুর ১টায় মহামিছিলের ডাক। 

WB News Live : সাগর দত্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, চলছে কলেজ কাউন্সিলের বৈঠক

সাগর দত্ত হাসপাতালে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এই নিয়ে চলছে কলেজ কাউন্সিলের বৈঠক ।

Kolkata News : কার্যত চিকিৎসা না পেয়ে মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি, মৃত রঞ্জনা সাউয়ের মায়ের

কার্যত চিকিৎসা না পেয়ে মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি, মৃত রঞ্জনা সাউয়ের মায়ের।

WB News Live : পুজোর মুখে  শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন

পুজোর মুখে  শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই ২৫টি দোকান। সর্বস্বান্ত ব্যবসায়ীরা। আগুন নেভাতে নামল বিএসএফ। ক্ষতিগ্রস্তদের সঙ্গে বৈঠকের আশ্বাস মেয়রের। 

WB News Live : বন্যাদুর্গতদের ত্রাণ বিলি নিয়ে পাঁশকুড়ায় ধুন্ধুমার

বন্যাদুর্গতদের ত্রাণ বিলি নিয়ে পাঁশকুড়ায় ধুন্ধুমার। তৃণমূলের উপপ্রধানের সঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্যের হাতাহাতি। ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ। 

Sagore Datta Hospital : 'আর জি কর কাণ্ডের ৫০ দিন পরেও বদলায়নি ছবি'

নিরাপত্তার আশ্বাসই সার। কামারহাটির সাগর দত্ত মেডিক্যালে রোগীমৃ্ত্যুতে তুলকালাম। পুলিশের সামনেই ফিমেল মেডিসিন ওয়ার্ডে তাণ্ডব। নিগৃহীত মহিলা চিকিৎসক, নার্সরা। 

RG Kar Case : আবারও অনুদান ফেরানোর ঘোষণা আরেক পুজো কমিটির

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের পুজো-অনুদান নেবে না বলে ঘোষণা করল হুগলির বৈদ্যবাটির আরও একটি পুজো কমিটি। সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পর এবার বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মিলনী। পুজোর বয়স ৮৮ বছর। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান নেবে না বলে জানিয়ে শ্রীরামপুরের মহকুমা শাসক ও শ্রীরামপুর থানায় চিঠি দিয়েছে পুজো কমিটি। 

Silliguri News : পুজোর মুখে বিধান মার্কেটে আগুন

পুজোর মুখে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন। সকাল সাড়ে ১০টা নাগাদ একটি দোকানে আগুন লাগে। দাউদাউ করে জ্বলে যায় গোটা দোকান। আগুন নেভানোর লড়াই চালাচ্ছে দমকল। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের

WB Flood Update : দুর্ভোগ বাড়ছে ঘাটালবাসীর, জলমগ্ন ঘাটাল পুরসভার ৬টি ওয়ার্ড

দফায় দফায় বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে ঘাটালবাসীর। ইতিমধ্যেই জলমগ্ন ঘাটাল পুরসভার ৬টি ওয়ার্ড। ১, ২, ৫, ৭, ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডে ঢুকেছে শিলাবতী ও ঝুমি নদীর জল। প্লাবিত রাস্তাঘাট, একাধিক স্কুল ও খেলার মাঠ। জলমগ্ন সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়, শুকচন্দ্রপুর জুনিয়র হাই স্কুল, শুকচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়। 

Weather Update : বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে স্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি চলছে। কলকাতা-সহ কয়েকটি জেলায় কখনও-সখনও দু’-এক পশলা বৃষ্টিও হচ্ছে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত। 

WB News : কামারহাটির সাগর দত্ত মেডিক্যালে রোগীমৃত্যুর অভিযোগে তাণ্ডব

নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের আশ্বাসই সার। কামারহাটির সাগর দত্ত মেডিক্যালে রোগীমৃত্যুর অভিযোগে তাণ্ডব। জুনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ উঠল মৃত রোগিণীর আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। হামলার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে গতকাল রাত থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাতে হাসপাতালে যান কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার-সহ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা। এই ঘটনায় ৩ জন ইন্টার্ন, ৩ জন জুনিয়র ডাক্তার, একজন হাউসস্টাফ, একজন নার্স ও এক পুলিশ কর্মী আহত হন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

RG Kar News : তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, সাসপেন্ড TMCP-র রাজন্যা হালদার, প্রান্তিক চক্রবর্তী

তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, দলের রোষে টিএমসিপির ২ হেভিওয়েট। আর জি কর-কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম, সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক । আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে তিলোত্তমাদের নিয়ে শর্ট ফিল্ম। যাদবপুর-ডায়মন্ড হারবার TMCP-র সহ সভানেত্রী রাজন্যা হালদার সাসপেন্ড। সাসপেন্ড রাজন্যার স্বামী TMCP-র রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী

WB News Live : জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে সিপির নোটিসে বিতর্কের মধ্যেই মহামিছিলের ডাক

জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে সিপির নোটিসে বিতর্কের মধ্যেই মহামিছিলের ডাক। মহালয়ার দিন কলেজ স্কোয়ারে শুরু, শেষ ধর্মতলায়।

WB News Live : হাসপাতালে বসবে নিহত চিকিৎসকের মূর্তি

এবিপি আনন্দের যুক্তি-তক্কো অনুষ্ঠানে আর জি কর মেডিক্য়ালে নির্যাতিতার মূর্তি স্থাপনের দাবি। গণকনভেনশনে স্বাগত জানালেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে বসবে নিহত চিকিৎসকের মূর্তি।

WB News Live : মহালয়ায় জুনিয়র চিকিৎসকদের মহামিছিল

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে মহালয়ায় জুনিয়র চিকিৎসকদের মহামিছিল। ধর্মতলায় মহাসমাবেশ। সোমবার ফের সুপ্রিম কোর্টে শুনানি, রবিতে পাড়ায় পাড়ায় জমায়েতের ডাক। 

WB News Live : হাসপাতালেই আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা

হাসপাতালেই আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা! খবর পেয়েই সাগর দত্ত মেডিক্যালে আর জি করের জুনিয়র ডাক্তাররা।

WB News Live : গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের উপর হামলা

সুরক্ষার আশ্বাসই সার! গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা। প্রতিবাদে কর্মবিরতির ডাক।

প্রেক্ষাপট

কলকাতা :  আর জি কর-কাণ্ডের প্রতিবাদে টানা ৪২ দিন কর্মবিরতির পর কাজে যোগ দিলেও, আন্দোলনের ঝাঁঝ যে এতটুকু কমেনি, তা স্পষ্ট করে দিলেন জুনিয়র চিকিৎসকরা। পুজোর আবহেই প্রতিবাদকে এবার অন্য় মাত্রা দিতে চলেছেন তাঁরা। বুধবার অর্থাৎ মহালয়ার দিন মহামিছিলের' ডাক দিল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট প্রথমে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল হবে তারপর ধর্মতলায় হবে মহাসমাবেশ। 


'থ্রেট কালচারে'র অভিযোগে শুক্রবার অভিযুক্ত ও অভিযোগকারী-সহ ১৩ জনের বয়ান রেকর্ড করল আর জি কর মেডিক্যাল কলেজের বিশেষ তদন্ত কমিটি। পাশাপাশি এদিনই গণ কনভেনশন থেকে 'পাড়ায় পাড়ায়' কর্মসূচির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা।  


নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে ব্যবসায়ী, সরকারি আধিকারিক ও সাধারণ মানুষের থেকে তোলা আদায় করছেন ফিরহাদ হাকিমের OSD। নাম নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসের এক কর্মী। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.