WB News Live Update: 'পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাকে আনা ভুল হয়েছিল', বার্তা বিজেপি নেতা তথাগত রায়ের
West Bengal News Live Update: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুনষ
ABP Ananda Last Updated: 08 Nov 2025 10:10 PM
প্রেক্ষাপট
কলকাতা : কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির মণ্ডল সম্পাদককে মারধরের অভিযোগ। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের বলরামপুর চৌপতি এলাকায়। আক্রান্ত বিজেপি...More
কলকাতা : কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির মণ্ডল সম্পাদককে মারধরের অভিযোগ। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের বলরামপুর চৌপতি এলাকায়। আক্রান্ত বিজেপি নেতার নাম অক্ষয় দাস। বিজেপির মিছিল থেকে ফিরে আসার পর হামলার অভিযোগ। আক্রান্ত বিজেপি নেতা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির BLA! তোলপাড় জগদ্দল। চাঞ্চল্যকর অভিযোগ জগদ্দলের আতপুরের ১২৪ নম্বর বুথে। বিজেপির BLA হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস। নিখিল দাস কাজ করছেন তৃণমূলের ক্য়াম্প অফিসে। 'আগে বিজেপি করতাম, কয়েক বছর তৃণমূলের সঙ্গে যুক্ত। বিজেপি আমাকে BLA মনোনীত করেছে, সেটা জানি না', চাঞ্চল্যকর দাবি ১২৪ নম্বর বুথের BJP-র BLA নিখিল দাসের। বিজেপির লোক নেই তাই তৃণমূল কর্মীদেরই BLA করতে হচ্ছে, কটাক্ষ তৃণমূলের। ভয় দেখিয়ে বিজেপি কর্মীকে তৃণমূল বলে পরিচয় দেওয়া হচ্ছে, পাল্টা তোপ বিজেপির। মুর্শিদাবাদের বেলডাঙায় একইদিনে দুই জায়গায় উদ্ধার বিপুল পরিমাণ সকেট বোমা। কাপাসডাঙ্গা পঞ্চায়েতের নৌপুকুরিয়া ঘোষপাড়ায় বোমা উদ্ধার। ৬ টি ব্যাগ ও ১ টি জার থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বোমা। মির্জাপুর ১ নম্বর পঞ্চায়েতের নতুন পাড়াতেও উদ্ধার হয়েছে দুটি জার ভর্তি বোমা। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বোমা? উত্তর খুঁজছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে লাভপুরে খুন, গ্রেফতার তৃণমূল উপপ্রধান। গ্রেফতার চৌহাট্টা মহোদরী ১ পঞ্চায়েতের উপপ্রধান পটল মল্লিক। ১৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের, আগেই গ্রেফতার ৩। বুধবার লাভপুরে তৃণমূলের সঙ্গেই তৃণমূলের সংঘর্ষ। জমিতে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ। গতকাল সিউড়ি হাসপাতালে তৃণমূল কর্মী আব্দুর রহমানের মৃত্যু। অভিজিৎ সিংহ ও আব্দুল মান্নানের গোষ্ঠীর সংঘর্ষ। অভিজিৎ সিংহ লাভপুরের তৃণমূল বিধায়ক, আব্দুল মান্নান তৃণমূল জেলা সহ সভাপতি। পটল মল্লিক আব্দুল মান্নানের অনুগামী, দাবি নিহতের পরিবারের। দত্তাবাদে ব্যবসায়ীকে অপরহরণ-খুনে গ্রেফতার ২ BDO ঘনিষ্ঠ! ধৃতদের রাজু ঢালি কলকাতায় BDO-র গাড়ির চালক, দাবি পুলিশ সূত্রে। ধৃত তুফান থাপা BDO-ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদার: পুলিশ সূত্র। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ ধৃতদের, দাবি পুলিশের। গত ২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ। অপহরণ এবং খুনের ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মণের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Live News Update: 'পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাকে আনা ভুল হয়েছিল', বার্তা বিজেপি নেতা তথাগত রায়ের
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে কার্যত সমর্থন তথাগত রায়ের। 'ভিনরাজ্যের নেতাদের দিয়ে চলবে না, সাধারণভাবে এটা ঠিক'। হিন্দি বলয়ের মানুষের ভাবনাচিন্তার সঙ্গে পশ্চিমবঙ্গের ভাবনা অন্যরকম'। 'হিন্দি বলয়ের মানুষ যেভাবে জাত বিচার করেন, পশ্চিমবঙ্গে তা হয় না'। 'পশ্চিমবঙ্গে মানুষ জাতপাত দেখে ভোট দেয় না'। 'পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাকে আনা ভুল হয়েছিল'। '২০২১-এ আমাদের ক্ষমতায় আসার কথা ছিল, আমরা ভুলের মাশুল দিয়েছি'। বার্তা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের।