কলকাতা: কোথায় গেলেন মুকুল রায়? এই জল্পনার মধ্যেই অনুপম হাজরার ইঙ্গিতপূর্ণ পোস্ট। ফেসবুক পোস্টে বিজেপি নেতা শুধু লেখেন, প্রত্যাবর্তন। কী বলতে চেয়েছেন অনুপম হাজরা? তা নিয়ে ফের তৈরি হয়েছে রহস্য। 


কোথায় গেলেন মুকুল রায়? আচমকা 'ভ্যানিশ' মুকুল, দেখা মিলল দিল্লিতে। পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য রাজনীতিতে মুকুলের দিল্লি-যাত্রায় জল্পনা। হঠাৎ কেন পরিবারের কাউকে না জানিয়ে দিল্লিতে মুকুল রায়? ফের কি দলবদলের পথে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক? তৃণমূল ছেড়ে কি আবার বিজেপির ঘরে ফিরবেন মুকুল? তুঙ্গে জল্পনা। এবিষয়ে বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, 'অপেক্ষা করুন, সমস্ত কিছু পরিষ্কার হবে। ভারতীয় রাজনীতি বড়ই বিচিত্র, কোনও কিছুই অসম্ভব নয়।'


আচমকা 'ভ্যানিশ' মুকুল রায় (Mukul Roy)? কোথায় গেলেন কৃষ্ণনগরের (Krishnanagar) বিধায়ক (MLA)? ঘনীভূত হয় রহস্য। এরই মধ্যে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) মুকুল রায়ের ছবি ভাইরাল (Viral)। সন্ধ্যার বিমানে ২ সঙ্গীকে নিয়ে দিল্লিযাত্রা মুকুলের। মুকুল-পুত্র শুভ্রাংশু রায় দাবি করেন, সল্টলেকের বাড়ি থেকে তাঁর বাবাকে নিয়ে যান ২ জন। তারপর থেকেই আর মুকুল রায়ের কোনও খোঁজ মিলছে না। 


মুকুল রায়ের দিল্লি যাওয়া নিয়ে শুভ্রাংশু রায় বলেন, 'মুকুল রায়ের মানসিক পরিস্থিতি ঠিক নয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এই মুহূর্তে কিছু বলতে পারবেন না। কাল কোনও এজেন্সি একটি ছেলের মাধ্যমে বাবার হাতে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে'। বাবার দিল্লিযাত্রার পিছনে বড় কোনও টাকার খেলা হয়েছে। আমাকে না জানিয়েই ২ সঙ্গীকে নিয়ে দিল্লি গেছেন বাবা। মেডিক্যাল রিপোর্ট বলছে, বাবা সুস্থ নয়। কাল মুখ্যমন্ত্রী নিজে ২ বার বাবার খবর নিয়েছেন। একজন সুস্থ মানুষের বিজেপিতে যোগদান আর অসুস্থ মানুষের বিজেপিতে যোগদানে পার্থক্য আছে। কাল কোনও এজেন্সি একটি ছেলের মাধ্যমে বাবার হাতে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে'।


এদিকে ভাইরাল ভিডিওতে মুকুলকে বলতে শোনা যায়, 'দিল্লিতে দরকার আছে, আসতে পারব না? অসুস্থতা নয়, এমনই এসেছি। আমি তো এখানের এমএলএ, এমপি, না আসার তো কোনও কারণ নেই। কোনও বিশেষ কারণে আসিনি। দিল্লিতে আসলে ডাক্তার তো দেখাতেই হয়। হঠাত করে নয়, দিল্লিতে আমি মাঝে মধ্যেই আসি। এবার আসতে একটু দেরি হল এই যা। যে ক'দিন দরকার হব সে ক'দিন থাকব।' 


আরও পড়ুন: Kolkata News: হাঁসফাঁস গরমের মধ্যেই লোডশেডিং শহরের নানা প্রান্তে, নাজেহাল স্থানীয়রা