West Bengal News Live : মঞ্চ খোলা নিয়ে সংঘাতের মধ্যেই এবার সেনা বনাম পুলিশ, কলকাতার রাস্তায় উত্তেজনা তুঙ্গে

‘প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশেই একাজ করেছে সেনা’, আক্রমণে তৃণমূলনেত্রী।‘সেনার অপমান, বিজেপিও পথে নামবে’, হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

ABP Ananda Last Updated: 02 Sep 2025 03:36 PM

প্রেক্ষাপট

SSC-র প্রকাশিত 'দাগি'দের তালিকায় সামনে এসেছে একাধিক তৃণমূল নেতার ঘরের লোকের নাম! কারও মেয়ে, কারও বউমা, কারও স্বামী। যা নিয়ে আক্রমণ শানিয়ে, বিজেপি বলছে, তৃণমূল কংগ্রেসের আমলে কোনও পরীক্ষা দুর্নীতিমুক্ত...More

WB News Live : বিধানভবনে তাণ্ডব, এখনও অধরা মূল অভিযুক্ত রাকেশ সিংহ, কংগ্রেসের বিক্ষোভ

বিধানসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ। বিধানভবনে তাণ্ডব, এখনও অধরা মূল অভিযুক্ত রাকেশ সিংহ। প্রতিবাদে বিধানসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ। পার্ক সার্কাসেও কংগ্রেসের বিক্ষোভ