West Bengal News Live : মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা

আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা। এখনও ধরা পড়ল না কুলতলির বাঘ, বাড়ছে আতঙ্ক। এবিপি আনন্দে মুখ খুললেন বাংলাদেশ ফেরত মৎস্যজীবীরা।

ABP Ananda Last Updated: 08 Jan 2025 01:48 PM
Mamata Banerjee : সন্তোষ ট্রফি জয়ীদের পুলিশে চাকরি: মুখ্যমন্ত্রী

'ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে স্কিল ডেভেলপমেন্ট, সবক্ষেত্রেই বাংলা শীর্ষে' ছাত্র-সপ্তাহ শেষে বললেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন সন্তোষ ট্রফি জয়ীদের পুলিশে চাকরি দেওয়া কথা। 

WB News Live : জঙ্গি কার্যকলাপের জন্য এলেই ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিতে হবে, ছিল তারিকুলের নির্দেশ !

জঙ্গি কার্যকলাপের জন্য যারা বাংলাদেশ থেকে আসবে, তাদের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিতে হবে, এমনই নির্দেশ ছিল তারিকুল ইসলামের। বেঙ্গল STF সূত্রে খবর, জেরায় অসহযোগিতা করছে JMB জঙ্গি তারিকুল। তার নির্দেশেই টাকা তোলা শুরু করে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি আব্বাস আলি। ABT-র জন্য আব্বাস একেক জনের কাছ থেকে বছরে সাড়ে ৪ হাজার টাকা করে তুলেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তারিকুলের কাছ থেকে যেমন জাল আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া গেছে, শাদ রাডির কাছেও মিলেছে জাল ভারতীয় পরিচয়পত্র। IED বানাতে পারদর্শী তারিকুল অস্ত্র ও বিস্ফোরকের বিষয়েও আব্বাসকে কোনও নির্দেশ দিয়েছিল কি না, জানার চেষ্টা করছে বেঙ্গল STF.

WB News Live : দুলাল সরকার খুনে তৃণমূল নেতা-সহ গ্রেফতার ২

মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা
তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ
দুলাল সরকার খুনে তৃণমূল নেতা-সহ গ্রেফতার ২

WB News : বন দফতরের দাবি, ফাঁদে পা না দিয়েই জঙ্গলে ফিরে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার

অবশেষে বনে ফিরল বাঘ? বন দফতরের দাবি, ফাঁদে পা না দিয়েই জঙ্গলে ফিরে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। মাকড়ি নদী সাঁতরে মৈপীঠের আজমলমারির জঙ্গলে ফিরে গেছে বাঘ। নদীর পাড়ে মিলেছে পায়ের ছাপ। তা দেখে বন দফতরের দাবি, জঙ্গলেই ফিরে গেছে রয়্যাল বেঙ্গল। গতকাল টোপ দিয়ে খাঁচা পেতেও বাগে আনা যায়নি বাঘকে। যদিও বন দফতর এই দাবি করলেও, বাঘের আতঙ্ক কাটছে না মৈপীঠের বৈকুণ্ঠপুর, কিশোরীমোহনপুরের বাসিন্দাদের। 

WB News Live : মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা

মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। দুলাল সরকার খুনে তৃণমূল নেতা-সহ গ্রেফতার আরও ২। 

WB News Live : কোচবিহারের মেখলিগঞ্জে আটক ৬ বাংলাদেশি

সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই ফের অনুপ্রবেশ। কোচবিহারের মেখলিগঞ্জে আটক ৬ বাংলাদেশি। 
মেখলিগঞ্জের ভোটবাড়িতে ৬ বাংলাদেশিকে আটক করল BSF

WB News Live : দিনেদুপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়তে হল BSF-জওয়ানদের

ত্রিপুরার উনকোটিতে বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনেদুপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়তে হল BSF-জওয়ানদের। আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করা হল। ভাইরাল হয়েছে সেই ভিডিও। পরে, আরও বিএসএফ জওয়ান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। 

WB News Update : মালদার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদ

গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূল নেতা খুন? স্ক্যানারে আরেক নেতা। মালদার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদ

Bangla News Live : কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ল না বাংলাদেশ, গলায় বুট, লাঠি দিয়ে বেধড়ক মার! 

কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ল না বাংলাদেশ!
চোরাচালানকারী, অনুপ্রবেশকারীদের আড়াল, হিন্দু মৎস্যজীবীদের মার!
ভারতীয়-হিন্দু শুনেই পিছমোড়া করে মৎস্যজীবীদের মার!
মুখে কাপড় গুঁজে, গলায় বুট, লাঠি দিয়ে বেধড়ক মার! 

WB News Live : সীমান্তে বাংলাদেশের উস্কানি, সুযোগ বুঝে জাল নোটের রমরমা কারবার

সীমান্তে বাংলাদেশের উস্কানি। সুযোগ বুঝে জাল নোটের রমরমা কারবার। মালদার বৈষ্ণবনগরে পুলিশের অভিযানে উদ্ধার হল ২০ লক্ষ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর, জেলবন্দি এক দুষ্কৃতীকে জেরা করে বৈষ্ণবনগরের কুম্ভীরা এলাকায় জাল নোটের কারবারের হদিশ মেলে। উদ্ধার হওয়া জাল নোটগুলি ২০০ ও ৫০০ টাকার।

WB News Live : সীমান্তে বাংলাদেশের উস্কানি, সুযোগ বুঝে জাল নোটের রমরমা কারবার

সীমান্তে বাংলাদেশের উস্কানি। সুযোগ বুঝে জাল নোটের রমরমা কারবার। মালদার বৈষ্ণবনগরে পুলিশের অভিযানে উদ্ধার হল ২০ লক্ষ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর, জেলবন্দি এক দুষ্কৃতীকে জেরা করে বৈষ্ণবনগরের কুম্ভীরা এলাকায় জাল নোটের কারবারের হদিশ মেলে। উদ্ধার হওয়া জাল নোটগুলি ২০০ ও ৫০০ টাকার।

প্রেক্ষাপট


  • এক দিনে বাংলার তিন মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। SSC, DA এবং OBC সার্টিফিকেট মামলা পিছিয়ে গেল। ১৫ জানুয়ারি দুপুরে SSC মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে। ডিএ মামলার শুনানি হবে মার্চে। আর, OBC সার্টিফিকেট মামলার শুনানি হবে ২৮ এবং ২৯ জানুয়ারি। 

  • বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে মুখ খোলায় প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছি। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জ গঠনের সময় এমনই দাবি করে বিচারকের ধমক খেলেন কুন্তল ঘোষ। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্য়ায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায় বিচারককে বলেন, সরকারের সঙ্গে যুক্ত ছিলাম না। কোনও অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত নন। 

  • মানিক ভট্টাচার্যর মেডিক্য়াল বিল জমা দেওয়াকে কেন্দ্র করে বিধানসভায় তৈরি হল জটিলতা। বিলের তারিখ খতিয়ে দেখার সময় ধরা পড়ে, যে সময়ের বিল জমা দিয়েছেন, সেই সময় তিনি জেলে ছিলেন। প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠান বিধানসভার অধ্যক্ষ।  যদিও এ প্রসঙ্গে কিছু বলতে চাননি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। 

  • পুরনো বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদের ভগবানগোলা। দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ গড়াল ধুন্ধুমার পরিস্থিতিতে। গুরুতর আহত হয়েছেন দু'পক্ষের ১০ জন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.