কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলের হীরাপুরে জলের রিজার্ভার মেরামতির কাজ করতে গিয়ে মৃত্যু হল ২ জনের। সকালে হীরাপুরের ইসমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, একটি বাড়িতে জলের রিজার্ভার মেরামতির কাজে এসে রাজমিস্ত্রি ও শ্রমিকের মৃত্যু হয়েছে। রিজার্ভারে নামতেই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তুলতে রিজার্ভারের ভিতরে নামেন রাজমিস্ত্রিও। দু’জনে না ওঠায় হীরাপুর থানায় খবর যায়।

পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। বিষাক্ত গ্যাসে মৃত্যু কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে দুর্গাপুরে রিজার্ভার সংস্কারের কাজে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দু'জন শ্রমিক। বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল পুলিশ। 

এর আগে এমনই একটি ঘটনা ঘটেছিল কলকাতাতে। কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন KMDA-র ৩ শ্রমিক। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান। দীর্ঘক্ষণ তিনি উঠছেন না দেখে বাকি ২ জন তাঁর খোঁজে হাইড্রেনে নামেনসকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।