West Bengal News Live : ‘মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শিক্ষা দুর্নীতি প্রভাব ফেলবে না’ বললেন সৌগত

গ্রুপ C ও D-র সরকারি ভাতা নিয়ে প্রশ্ন তুলে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে আজ ফের জোড়া মামলার শুনানি।

ABP Ananda Last Updated: 10 Jun 2025 03:34 PM

প্রেক্ষাপট

কলকাতা : সোমবার হাইকোর্টে একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। এর আগে SSC-র চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ C-ত চাকরিহারাদের জন্য মাসে...More

WB News Live : ‘মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শিক্ষা দুর্নীতি প্রভাব ফেলবে না’, বললেন সৌগত

 


চারদিকে যখন দুর্নীতির পাহাড়, চাকরিহারা শিক্ষকরা রাস্তায় দিন কাটাচ্ছেন, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, তার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সৌগত রায়। বললেন,‘মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শিক্ষা দুর্নীতি প্রভাব ফেলবে না’। সৌগতর মতে,  মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, তারা প্রত্যক্ষভাবে উপকৃত। এখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি, বড় ইমপ্যাক্ট হবে না এবং সবাই এটা দেখছে এবং বুঝছেও।