West Bengal News Update: নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ!
Kolkata News Update : ৪ মাস পর আজ ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি। সরকারপক্ষ থেকে সরকারি কর্মচারী, সবার নজর সর্বোচ্চ আদালতে। আরও খবর।
ইসলামপুরে তৃণমূল নেতা খুনের ২ দিন পার, এখনও গ্রেফতার শূন্য! পুলিশে অনাস্থা, সিবিআই তদন্ত চায় নিহত তৃণমূল নেতার পরিবার। ঘটনাস্থলের সিসি ফুটেজ হাতে থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহত তৃণমূল নেতার পরিবার।
নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ! অভিযুক্ত সাদ্দামের খাটের নীচে সুড়ঙ্গ, ঢুকলেই খাল দিয়ে পগারপার! মাতলা নদীর সংযোগকারী খালে তৈরি ডিঙি, সেই পথেই উধাও! কুলতলিতে প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে হদিশ মিলল সুড়ঙ্গের! অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলা, গুলিও চলার অভিযোগ। হামলার অভিযোগে ২ মহিলা গ্রেফতার, মূল অভিযুক্ত সাদ্দামের ঘরে তালা। খাট সরালেই সুড়ঙ্গ, প্রায় ৪০ ফুট এগোলেই খাল, সেই পথেই উধাও!
রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। ভোট মিটতেই ডিজিপি পদে বহাল রাজীব কুমার। লোকসভা ভোটের আগে রাজীবকে ডিজিপি পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। রাজীব কুমারের জায়গায় ডিজিপি হন সঞ্জয় মুখোপাধ্যায়। দমকলের ডিজি পদেই ফেরানো হল সঞ্জয় মুখোপাধ্যায়কে।
রবিবার দুর্ঘটনার পরেও সোমবার দিনভর ঝুঁকির পারাপার চলল খড়দায় লেভেল ক্রসিংয়ে। মানুষ, সাইকেল, গাড়ি সবই পার হল। তবে কি দুর্ঘটনার পরেও সতর্ক হতে নারাজ স্থানীয় বাসিন্দারা? অন্যদিকে দুর্ঘটনার পরে একটি FIR দায়ের করেছে রেল।
পিএইচডি-র ভর্তি প্রক্রিয়ায় জটিলতা কাটতে চলেছে মাও নেতার। জেল থেকে এসে ভর্তি প্রক্রিয়ায় কাউন্সেলিংয়ে অংশ নিলেন অর্ণব দাম। ইতিহাসের পিএইচডিতে ভর্তিতে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের। বর্ধমান জেল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আনা হল অর্ণব দামকে। মৌখিক আশ্বাস মেলার পরেই খুলছে জট, দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। হুগলি জেল থেকে গতকালই কাউন্সেলিংয়ের জন্য বর্ধমান আনা হয় অর্ণবকে।
এবার থেকে আর প্রোমোটার-সমাজবিরোধীদের সঙ্গে কারও সম্পর্ক নয়। জয়ন্ত কাণ্ডে ভুল কবুল, কামারহাটিতে অভিনব সিদ্ধান্ত ঘোষণা সৌগতর। প্রোমোটার ও সমাজবিরোধীদের সঙ্গে যোগ থাকলে শোকজ, পরে বরখাস্ত। প্রোমোটার-সমাজবিরোধীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কড়া বার্তা সৌগতর। অতীতে কোনও কিছু ভুল হলে সংশোধনের বার্তা তৃণমূল সাংসদের। যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করে নেব, আগামীতে হবে না, বললেন সৌগত রায়। মুখ বন্ধে নেতা-কর্মীদের ফরমান, কামারহাটি নিয়ে এবার বলবেন শুধু সৌগত। দলের বিরুদ্ধে কেউ কামারহাটি নিয়ে বাইরে কিছু বলবেন না। অন্য কেউ বিবৃতি দিলে, তা দলবিরোধী বলে গণ্য হবে, হুঁশিয়ারি সৌগত রায়ের।
নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ ! অভিযুক্ত সাদ্দামের খাটের নীচে সুড়ঙ্গ, ঢুকলেই খাল দিয়ে পগারপার! মাতলা নদীর সংযোগকারী খালে তৈরি ডিঙি, সেই পথেই উধাও! কুলতলিতে প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে হদিশ মিলল সুড়ঙ্গের ! অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলা, গুলিও চলার অভিযোগ। হামলার অভিযোগে ২ মহিলা গ্রেফতার, মূল অভিযুক্ত সাদ্দামের ঘরে তালা। খাট সরালেই সুড়ঙ্গ, প্রায় ৪০ ফুট এগোলেই খাল, সেই পথেই উধাও !
মহম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি। ইসলামপুরে এসপি অফিসের সামনে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার। চোপড়ায় তৃণমূল কর্মী জেসিবি-র ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন মহম্মদ সেলিম। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলা প্রত্যাহারের দাবিতে এসপি অফিস অভিযান বামেদের।
ইসলামপুরে তৃণমূল নেতা খুনের ২ দিন পার, এখনও গ্রেফতার শূন্য! পুলিশে অনাস্থা, সিবিআই তদন্ত চায় নিহত তৃণমূল নেতার পরিবার। ঘটনাস্থলের সিসি ফুটেজ হাতে থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহত তৃণমূল নেতার পরিবার।
বাড়ি থেকে গাড়ি-ভোট মিটতেই বাড়ছে ঋণের বোঝা? সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়ে লেন্ডিং রেট বাড়াল এসবিআই। ৫-১০ বেসিস পয়েন্ট লেন্ডিং রেট বাড়াল এসবিআই। আজ থেকেই স্টেট ব্যাঙ্কের নতুন লেন্ডিং রেট কার্যকর।
উত্তর ২৪ পরগনার খড়দায় বন্ধ লেভেল ক্রসিংয়ের ওপর ট্রেন ও গাড়ির সংঘর্ষ। লাইনের ওপর দাঁড়িয়ে থাকা চারচাকার একটি গাড়িকে ধাক্কা মারল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রবিবার রাত ৮.৫০ নাগাদ, খড়দায় লেভেল ক্রসিংয়ের গেট পড়ার সময় প্রচন্ড গতিতে দুটি চারচাকার গাড়ি ট্রেন লাইনের ওপর এসে পড়ে। সেই সময় গেট পুরোপুরি পড়ে যাওয়ায় লাইনের ওপরেই আটকে পড়ে গাড়ি দুটি। এদিক, সিগন্যাল সবুজ হয়ে যাওয়ায় ততক্ষণে খড়দার ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা দুটি গাড়ির একটিকে। তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয় এক চালককে। দুর্ঘটনার দায় গাড়ির চালকের ওপরই চাপিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
কোনও ম্যাজিক দিয়ে নির্বাচনে জেতা যাবে না। ইডি-সিবিআই দিয়ে জেতা যাবে না। কাউকে জেলে পাঠিয়েও জেতা যাবে না। ভোটে জিততে হলে সংগঠন জরুরি। শ্রীরামপুরের সভায় সুকান্ত মজুমদারের ভিডিও পোস্ট কল্যাণের। 'বিলম্বিত বোধোদয়', বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের।
নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ! অভিযুক্ত সাদ্দামের খাটের নীচে সুড়ঙ্গ, ঢুকলেই খাল দিয়ে পগারপার! মাতলা নদীর সংযোগকারী খালে তৈরি ডিঙি, সেই পথেই উধাও! কুলতলিতে প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে হদিশ মিলল সুড়ঙ্গের! অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলা, গুলিও চলার অভিযোগ। হামলার অভিযোগে ২ মহিলা গ্রেফতার। মূল অভিযুক্ত সাদ্দামের ঘরে তালা, খাট সরালেই সুড়ঙ্গ, ৫০ ফুট এগোলেই খাল, সেই পথেই উধাও!
প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে যাওয়ায় 'আক্রান্ত' পুলিশ। পুলিশকে মারধর, গুলি চালানোর অভিযোগ, ছাড়িয়ে নেওয়া হয় অভিযুক্তকেও। উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। নকল সোনা বিক্রি করে প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ। 'পুলিশ কর্মীদের ঘিরে ধরে অভিযুক্তের পরিবারের বিক্ষোভ'। মারধর করে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। মূল অভিযুক্ত পলাতক, দুই মহিলাকে আটক করেছে কুলতলি থানার পুলিশ।
ভিতরে পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিং, বাইরে তৃণমূলের 'বোমাবাজি'! খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে 'বোমা', লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। পঞ্চায়েত সমিতির রাশ নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ। দলেরই একাংশের হাতে 'নিগৃহীত' পঞ্চায়েত সমিতির সদস্য।
রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। ভোট মিটতেই ডিজিপি পদে বহাল রাজীব কুমার। লোকসভা ভোটের আগে রাজীবকে ডিজিপি পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। রাজীব কুমারের জায়গায় ডিজিপি হন সঞ্জয় মুখোপাধ্যায়। দমকলের ডিজি পদেই ফেরানো হল সঞ্জয় মুখোপাধ্যায়কে।
আড়িয়াদহর প্রাসাদোপম বাড়ি কার? আজব দাবি কামারহাটির পুরপ্রধানের! অন্যের জমিতে বাড়ি করেছেন তৃণমূল কর্মী জয়ন্ত? 'দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির জমিতে তৈরি হয়েছে'। কে বাড়ি তৈরি করেছে জানে না পুরসভা, দাবি গোপাল সাহার। 'যাঁর জমি, তিনি কোনও অভিযোগ করেননি'। স্থানীয়রাও কোনও খবর দেয়নি, দাবি কামারহাটির পুরপ্রধানের। কিছু না জেনেই বাড়ির প্ল্যান পাশ করল পুরসভা? উঠছে প্রশ্ন।
সুপ্রিম কোর্টে ফের DA মামলার শুনানি স্থগিত। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদের। 'DA-র অপেক্ষায় হাজার হাজার সরকারি কর্মচারী'। DA মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ৪ মাস পর মামলা উঠেও, ফের শুনানি স্থগিত। কবে DA মামলার ফের শুনানি? এখনও জানায়নি সুপ্রিম কোর্ট। দীর্ঘ শুনানির জন্য নতুন করে তারিখ ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।
জয়ন্তকাণ্ডের পর বৈঠকে সৌগত রায় ও মদন মিত্র। 'দলের বিরুদ্ধে কেউ বাইরে কিছু বলবেন না'। 'অতীতে কোনও কিছু ভুল হলে সংশোধন করা হবে', বললেন সৌগত রায়। 'যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করে নেব, আগামীতে হবে না', বললেন সৌগত রায়। 'গোপাল বলেছে, আমিও বলছি, জয়ন্ত সিংহ এতবড় বাড়ি করেছে, আমরা জানি না'। 'আগে যখন মারধর করেছিল, তখন গ্রেফতার হয়েছিল, দেড়মাস কাস্টডিতে ছিল জয়ন্ত'। 'পুলিশ যথেষ্ট কড়া ধারা দিয়েছিল জয়ন্তর বিরুদ্ধে'। 'পুলিশকে বলেছি জয়ন্তকে কঠোরতম শাস্তির জন্য কড়া ধারা দিতে', বললেন সৌগত রায়। 'তৃণমূল কংগ্রেস কোনও বড় প্রোমোটারের সঙ্গে সম্পর্ক রাখবে না', বললেন সৌগত রায়।
অতীন ঘোষ ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল ওরফে রানার নতুন 'কীর্তি'। প্রোমোটিংয়ের কাজে বাধা পাওয়ায় টবিন রোডের বাসিন্দা দেবব্রত পালকে 'হুমকি'
পেশায় ওই ব্যক্তিও প্রোমোটার। দেবব্রত পালকে রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থা, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ রানার বিরুদ্ধে। প্রোমোটারের দাবি, বরানগর পুরসভার কাউন্সিলর রামকৃষ্ণ পাল তাঁকে পুলিশের কাছে যেতে নিষেধ করেন। বিষয়টি অন্যদিকে মোড় নেবে বলে প্রোমোটারকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। প্রোমোটার মিথ্যা অভিযোগ করছেন, দাবি তৃণমূল কাউন্সিলর রামকৃষ্ণ পালের।
সুপ্রিম কোর্টে ফের DA মামলার শুনানি স্থগিত। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদের। DA-র অপেক্ষায় হাজার হাজার সরকারি কর্মচারী। DA মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ৪ মাস পর মামলা উঠেও, ফের শুনানি স্থগিত। কবে DA মামলার ফের শুনানি? এখনও জানায়নি সুপ্রিম কোর্ট।
ভোট কম পাওয়ায় জল বন্ধ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে এলে রামপুরহাটে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির তুমুল বচসা। বিডিও-র ঘরে ঢুকতে বাধা দিলে পুলিশকে হুমকি দেন বলেও অভিযোগ।
উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূলপ্রার্থীর শপথ ঘিরেও কি সংঘাত?
'জয়ী ৪ প্রার্থীর শপথের জন্য রাজ্যপালকে চিঠি দিল তৃণমূলের পরিষদীয় দল'
কবে শপথ বাক্য পাঠ করানো হবে, সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল, জানিয়েছেন স্পিকার
মহম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি। ইসলামপুরে এসপি অফিসের সামনে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার
দিনহাটার পর মাথাভাঙা, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি আরও এক শাসক-নেতার। লোকসভা ভোটে মাথাভাঙায় পিছিয়ে তৃণমূল।
ভোট না পাওয়ায় বিরোধীদের লক্ষ্মীর ভাণ্ডার সহ সরকারি সুবিধা বন্ধের হুঁশিয়ারি। হুঁশিয়ারি মাথাভাঙার শহর তৃণমূলের সভাপতির
ফের আক্রান্ত পুলিশ। প্রতারণায় অভিযুক্তকে ধরতে গেলে কুলতলিতে পুলিশকে ঘিরে ধরে মারধর, গুলি চালানোর অভিযোগ। আটক ২।
আজও কলকাতার বিভিন্ন বাজারে হানা দিচ্ছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। নিউ মার্কেট ও যদুবাবুর বাজারে চলল অভিযান।
টাস্ক ফোর্সের সদস্যরা জানিয়েছেন, কিছু কিছু জায়গায় সবজির দাম যথেষ্ট চড়া। সেক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি, হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।
অতীন ঘোষ ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল ওরফে রানার নতুন 'কীর্তি'। প্রোমোটিংয়ের কাজে বাধা পাওয়ায় টবিন রোডের বাসিন্দা দেবব্রত পালকে 'হুমকি'। পেশায় ওই ব্যক্তিও প্রোমোটার । দেবব্রত পালকে রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থা, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ রানার বিরুদ্ধে
দলীয় কর্মীদের একাংশের ক্ষোভের মুখে বিজেপি রাজ্য সভাপতি। গতকাল হুগলির পাণ্ডুয়ায় কর্মী সম্মেলনে ক্ষোভ প্রকাশ।
'তৃণমূলের দালালরা দলে ঢুকে বিজেপিকে শেষ করে দিচ্ছে'। অভিযোগ তুলে সুকান্ত মজুমদারের সামনে ক্ষোভ বিজেপি কর্মীদের। মণ্ডল সভাপতিদের একাংশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। দলীয় কর্মীদের ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি জেলা নেতৃত্ব।
কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদারের কাছে দলের মণ্ডল সভাপতিদের বিরুদ্ধে সরাসরি নালিশ জানালেন বিজেপি কর্মীরা।
বিক্ষুব্ধরা অভিযোগ তুললেন, তৃণমূলের দালালরা দলে ঢুকে বিজেপিকে শেষ করে দিচ্ছে। হুগলির পাণ্ডুয়ায় বিজেপি রাজ্য
সভাপতির সামনেই প্রকাশ্যে এল দলীয় কোন্দল। আমাকে না জানিয়ে রাজ্য সভাপতিকে বলে কী হবে, উনি তো আমাকেই জিজ্ঞাসা করবেন, দলীয় কর্মীদের একাংশের ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি।
মধ্যমগ্রামের রোহান্ডা গ্রামে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় ISF-এর পঞ্চায়েত সদস্যার যোগদান ঘিরে উত্তেজনা ছড়াল। শাসকদলের সভায় হাজিরই ছিলেন না ISF পঞ্চায়েত সদস্যা। যোগদানের জন্য মঞ্চে নাম ঘোষণা করে অস্বস্তিতে পড়লেন বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। ISF পঞ্চায়েত সদস্যার বদলে তাঁর স্বামী কেন সভায় হাজির? দলীয় কর্মীদের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান তৃণমূল নেতা। শাসকদলের সাফাই, একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে দলবদলের কোনও কর্মসূচি ছিল না। আইএসএফ নেতৃত্বের পাল্টা দাবি, উল্টে তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্য তাদের দলে যোগ দিতে চান।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে যাওয়ায় কমবে বৃষ্টি। বাড়বে গরম, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ ও কাল কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, বুধবার থেকে বৃষ্টি কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। অন্যদিকে, আজ উল্টোরথের দিন দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই। কাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে।
সবজির অগ্নিমূল্য ঠেকাতে সকাল সকাল বহরমপুরে বাজারে হানা দিল রাজ্য সরকারের টাস্ক ফোর্স। সঙ্গে ছিলেন বহরমপুরের মহকুমা শাসক ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরাও ছিলেন। এদিন বহরমপুরের বিভিন্ন বাজারে হানা দিয়ে সবজির দাম ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে যাচাই করেন টাস্ক ফোর্সের সদস্যরা। মূল্যবৃদ্ধি আটকাতে সরকারের তরফে এই অভিযান চলবে বলে জানানো হয়েছে।
মুর্শিদাবাদে কর্মরত নার্সকে চড় মারার অভিযোগ সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজি বেগমের বিরুদ্ধে। রোগীকে ইঞ্জেকশন দেওয়া নিয়ে বচসা সালার গ্রামীণ হাসপাতালে। বচসার সময় চাকরি কেড়ে নেওয়ার হুমকি ও চড় মারার অভিযোগ। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কাছে ক্ষমা চান ভরতপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি।
সমবায় সমিতির নির্বাচন ঘিরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তুমুল উত্তেজনা। বহিরাগতদের এনে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সমবায় মঞ্চ বাঁচাও কমিটির সদস্যদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। মাথা ফাটল সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক কর্মীর।
পারিবারিক বিবাদ নিয়ে ফের নীতি পুলিশির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জে ৫ বিজেপি কর্মীর পরিবারকে সামাজিক বয়কটের ডাক। বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি শতাধিক তৃণমূল নেতা-কর্মীর। সামাজিক বয়কট তুলতে হলে পার্টি অফিসে গিয়ে কথা বলতে হবে। হুমকি তৃণমূল কর্মীদের একাংশের। দাবি গেরুয়া শিবিরের।
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা 'গণতন্ত্র হত্যা দিবস' পালনের সিদ্ধান্ত বিজেপির। রাজভবনের সামনে ধর্না শেষে ঘোষণা শুভেনদুর। দেশে গণতন্ত্র শেষ করেছে বিজেপি, পাল্টা ফিরহাদ।
আড়িয়াদহে অন্যের জমিতে জয়ন্তর অট্টালিকা? জমি মালিকের নাম পেলেও এখনও নাগালে পায়নি কামারহাটি পুরসভা। নোটিস পাঠানোর প্রস্তুতি। শাসক-যোগ বলেই অনীহা, আক্রমণে সিপিএম।
বিজেপিকে ভোট দেওয়ায় এবার লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে নাম কাটার হুঁশিয়ারি দিনহাটার তৃণমূল নেতার। কারও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের।
৪ মাস পর আজ ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি। সরকারপক্ষ থেকে সরকারি কর্মচারী, সবার নজর সর্বোচ্চ আদালতে।
প্রেক্ষাপট
- ৪ মাস পর আজ ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি। সরকারপক্ষ থেকে সরকারি কর্মচারী, সবার নজর সর্বোচ্চ আদালতে।
- ২১ জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি 'শহিদ দিবসে'র পাল্টা, ওই দিনই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি। রাজ্যের সব থানায় দেওয়া হবে ডেপুটেশন। রাজভবনের সামনে ধর্না শেষে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। রাষ্ট্রপতি শাসন নয়, এবার মণিপুরের মতো বাংলাতেও উপদ্রুত এলাকা আইন কার্যকরের দাবি তুললেন বিরোধী দলনেতা। রবিবার হাইকোর্টের অনুমতিতে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। সেখানেই সজল ঘোষ থেকে কৌস্তভ বাগচীর মুখে শোনা গেল বদলার হুঁশিয়ারি। যদিও, উল্টো সুর শোনা গেছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গলায়। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
- অধিকারীর গড়ে এবার দলের নেতা কর্মীদের একাংশকে নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের এই বৈঠকে ছিলেন না বর্তমান জেলা সভাপতি ও বিধায়ক তাপসী মণ্ডল বা জেলার কোনও বিধায়ক। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন বৈঠকে সামিল বিজেপি কর্মীরা।
- তৃণমূল কর্মী জয়ন্ত সিংহ থেকে আড়িয়াদহের ত্রাস জায়ান্ট! তৃণমূল কর্মী তাজমুল ইসলাম থেকে জেসিবি! এই বাহুবলী তালিকায় এবার নবতম সংযোজন কাশীপুরে প্রোমোটারকে মারধরের ঘটনায় জেলবন্দি অভিজিৎ মণ্ডল ওরফে রানা। কিন্তু কীভাবে বাহুবলীদের এই উত্থান? কীভাবে এত সাহস পাচ্ছে তারা? বিরোধীদের অভিযোগ, নেপথ্য়ে রয়েছে শাসক দলের প্রশ্রয়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -