কলকাতা: চলতি সপ্তাহেই ডেঙ্গি (Dengue) সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ নবান্নের (Nabanna)। গ্রামাঞ্চলেও ডেঙ্গি ছড়িয়ে পড়তে পারে তেমনটাই আশঙ্কা প্রকাশ মুখ্য সচিবের। ডেঙ্গি নিয়ে বিভিন্ন জেলার গুলির সঙ্গে বৈঠকে পাঁচ দফা নির্দেশ নবান্নের।


ডেঙ্গি নিয়ে নির্দেশিকা জারি: ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ নবান্নে ৪টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের। সূত্রের খবর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কথা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সেই বৈঠকে এদিন বলা হয়, বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়। পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের।


কী বলা হয়েছে নির্দেশিকায়? 


নবান্নের তরফে বলা হয়েছে, পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গু সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ। পঞ্চায়েত গুলি গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে। 


অপ্রতিরোধ্য় গতিতে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। খোদ স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৮১। শুধু কলকাতা নয়, উদ্বেগ বাড়াচ্ছে বহু জেলার পরিসংখ্য়ান। মোট আক্রান্তের মধ্য়ে, উত্তরবঙ্গের ৮ জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ২০টি জেলা ও স্বাস্থ্য জেলা মিলিয়ে সংখ্যাটা ৩৪ হাজার ৯০৫। রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনায়, সেখানে ডেঙ্গিতে আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। সংখ্য়াটা ৪ হাজার ৪২৭। তৃতীয়স্থানে থাকা মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৬ জন। নদিয়াতে ৪ হাজার ২৩৩ ও হুগলিতে ৩ হাজার ৮৩ জন আক্রান্ত হয়েছেন।


উদ্বেগের একই ছবি ধরা পড়েছে জঙ্গলমহলের জেলাগুলিতেও। ঝাড়গ্রামে ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৩৬৩ জন। ৯১৫ জন পশ্চিম মেদিনীপুরে ও ৩৬৯ জন বীরভূমে আক্রান্ত হয়েছেন। উত্তরবঙ্গে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মালদায়। ১ হাজার ৩৩৭। গত সপ্তাহে এই সংখ্যাটা ছিল ১৮৭। প্রশাসন সূত্রে খবর, ইংরেজবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের পাশাপাশি কালিয়াচকের ৩ নম্বর ব্লক ও রতুয়াতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে।  দক্ষিণ দিনাজপুরে ৪৬৩ ও জলপাইগুড়িতে ৩৬৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।


আরও পড়ুন: North 24 Parganas Weather: কবে হাওয়া বদল? দিনভর ভিজবে উত্তর ২৪ পরগনা?