সনৎ ঝা, উমেশ তামাং, দার্জিলিং : একটানা ভারী বৃষ্টিতে বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে ( National Highway ) শ্বেতিঝোরার কাছে নেমেছে ধস। আর তার জেরে বন্ধ যান চলাচল। এখনও রাস্তা পরিষ্কার না হওয়ায় যানবাহনের রুট বদল করা হচ্ছে । গতকাল শ্বেতিঝোরার রাস্তা ভেঙে তিস্তা নদীতে পড়ে যায় একটি গাড়ি।
ঘুরপথে চলছে গাড়ি
সিকিমের ( Sikkim ) সঙ্গে সড়কপথে যোগাযোগ স্বাভাবিক রাখতে ঘোরানো হচ্ছো গাড়ির রুট। কার্শিয়ং হয়ে ঘুরপথে ছোট গাড়িগুলি চলাচল করছে। ভারী যানবাহন গরুবাথান হয়ে, কালিম্পং ধরে সিকিম যাচ্ছে। এর ফলে পর্যটকদের ভোগান্তি বেড়েছে। ঘুরপথে যাতায়াতে পণ্য়বাহী গাড়িগুলির সময় বেশি লাগায় দাম বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও রবিবার থেকেই শ্বেতিঝোরায় যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর।
একটানা বৃষ্টি উত্তরবঙ্গে
গত সপ্তাহ থেকে একটানা বৃষ্টি হয়েই চলেছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিনও রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম। এরই মধ্যে রবিবার দার্জিলিংয়ে নামল ধস নামে, তার জেরে ভেঙে যায় জাতীয় সড়ক, বিরাট গর্ত তৈরি হয়। শ্বেতিঝোরার ধসে ভোগান্তের শেষ নেই পর্যটক ও স্থানীয়দের। রবিবার , রাস্তা ভেঙে তিস্তা নদীতে পড়ে যায় একটি গাড়ি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বুধবার থেকে হাওয়া বদল হবে। মালদা এবং দুই দিনাজপুরে আগামী ২৪ ঘন্টায় বছর বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে এবং ফিরবে অস্বস্তি।
আপাতত, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, উত্তর আন্দামান সাগরে আগামী শুক্রবার একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Storm) তৈরি হবে । এই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে। আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা হুগলির উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন :
ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ?