West Bengal News Live : অনশন, মহামিছিল, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন

দানার প্রভাবে কলকাতার কী অবস্থা ? স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতি চেয়ে ফের মুখ্যসচিবকে জুনিয়র ডাক্তারদের ইমেল। স্বাস্থ্য-স্বরাষ্ট্র সহ ৫ দফতরে ১০০ জনের নিয়োগে ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার।

ABP Ananda Last Updated: 26 Oct 2024 02:53 PM
West Bengal News LIVE Updates: SSC-র গ্রুপ C ও গ্রুপ D দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

SSC-র গ্রুপ C ও গ্রুপ D দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED। 'প্রসন্ন রায়, তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থার নামে হোটেল-রিসর্ট ও সম্পত্তির বাজারমূল্য ১৬৩ কোটির বেশি', এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, জানিয়েছে ED। SSC-র গ্রুপ C ও গ্রুপ D দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৫৪৪ কোটি ৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED। 

WB News LIVE Updates: অনশন, মহামিছিল, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন

অনশন, মহামিছিল, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন। দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের ডাক। গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আজ নির্যাতিতা চিকিৎসকের নিজের কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজেও গণ কনভেনশনের ডাক দেওয়া হয়। প্রথমে অনুমতি দিলেও, ঘূর্ণিঝড়ের কারণ দেখিয়ে অধ্যক্ষ সেই কর্মসূচি বাতিল করায়, শুরু হয়েছে বিতর্ক। এই আবহেই আজ আর জি কর মেডিক্যালে গণ কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা

West Bengal News LIVE Updates: বেলেঘাটায় বন্ধ কারখানায় আগুন

বেলেঘাটায় বন্ধ কারখানায় আগুন। রবারের গ্লাভস তৈরি হত এই কারখানায়। ঋণ মেটাতে না পারায় এই কারখানা আগেই অধিগ্রহণ করেছে ব্যাঙ্ক। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় দেখা যায় আতঙ্ক। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় খানিকক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। 

WB News LIVE Updates: দানা-র প্রবল বৃষ্টির জেরে কৃষিকাজে ক্ষতি

দানা-র প্রবল বৃষ্টির জেরে কৃষিকাজে ক্ষতি। নষ্ট হয়ে গেছে বিঘের পর বিঘে ধান। ভেঙে নষ্ট হয়ে গেছে সবজির মাচা। চরম উৎকণ্ঠায় বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বহু কৃষক। নিম্নচাপের আগে ধান কেটে রাখলেও হঠাৎ বৃষ্টি আসায় ঘরে তোলা যায়নি। তিনদিন ধরে জলের তলায় থাকা পাকা ধানে অঙ্কুর বেরোতে শুরু করেছে। কীভাবে মহাজনের টাকা শোধ করা হবে সেই চিন্তায় কৃষকরা। বিষ্ণুপুরের উপরশোল এলাকায় বেশ কিছু সবজির মাচা ভেঙেছে ঝড়ে। ফসল নষ্ট হওয়ায় উদ্বেগে নন্দীগ্রামের কৃষকরাও। 

West Bengal News LIVE Updates: পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

ঘূর্ণিঝড় ‘দানা’র জের। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হলদি নদীর পাড়ে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের খড়িবেড়িয়া, মহম্মদপুর, দীনবন্ধুপুর, জেলেমারা, দুর্গাপুর, গাংরা এলাকায় সবজি চাষ একমাত্র জীবিকা। শীতকালীন সবজি বাজারে নিয়ে যাওয়ার আগে মাঠেই ফসল নষ্টের আশঙ্কা। বৃষ্টির কারণে খেতে জল জমে রয়েছে। ফসল নষ্ট হলে বাজারে জোগান কমলে দাম বাড়বে, জানিয়েছেন কৃষকরা।

WB News LIVE Updates: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সদ্যোজাত বদলের অভিযোগ উঠল

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সদ্যোজাত বদলের অভিযোগ উঠল।হাসপাতালে বিক্ষোভ দেখালেন প্রসূতির আত্মীয়-পরিজনেরা। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে পুত্রসন্তানের জন্ম দেন ফাঁসিদেওয়ার বাসিন্দা ওই মহিলা। সদ্যোজাতকে দেখে বাড়ি ফিরলে, ফোন করে জানানো হয়, কন্যাসন্তান হয়েছে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত নার্সের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ তোলে প্রসূতির পরিবার। তাদের দাবি, মৌখিকভাবে ভুল স্বীকার করে নেন ওই নার্স। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় প্রসূতির পরিবার। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

West Bengal News LIVE Updates: ২২ বছরের তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ উঠল বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে

ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২২ বছরের তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ উঠল বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোনও রক্ষণাবেক্ষণ হয় না, এই অভিযোগে বিল্ডিংয়ের কেয়ারটেকার রাহুল জাভেরিকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। একই অভিযোগ বহুতলের আবাসিকদের। অভিযোগ অস্বীকার করে ঘটনার দায় এড়িয়েছেন কেয়ারটেকার। এই ঘটনায় ভবানীপুর থানায় বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। 

WB News Live : ডুমুরজলায় জমা জলে পড়ে গিয়ে মৃত্যু সাফাই কর্মীর

হাওড়ার ডুমুরজলায় জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে হাওড়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীর। মৃত গৌতম চট্টোপাধ্যায়ের বাড়ি ডুমুরজলারই তাঁতিপাড়ায়। গতকাল রাস্তায় কোমর সমান জল ছিল। ১২ ঘণ্টা পরেও এখনও হাঁটু সমান জল জমে রয়েছে। 

WB News Live : তিলজলা রোডে এখনও হাঁটুসমান জল

বৃষ্টি থামার পরদিনও কলকাতার একাংশে জল থইথই।  তিলজলা রোডে এখনও হাঁটুসমান জল

WB News Live : ২৪ ঘণ্টা পরেও কৈখালির রাস্তা যেন নদী

ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে গতকাল তুমুল বৃষ্টি। ২৪ ঘণ্টা পরেও কৈখালির রাস্তা যেন নদী। VIP রোডের ধারে সার্ভিস রোডে আজও এক হাঁটু জল। কলকাতা বিমানবন্দরে ঢোকার রাস্তায় ব্রিজের নীচেও জল জমে রয়েছে। সেই জল ঠেলেই চলছে যাতায়াত। 

WB News Live: ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে বাংলায়

ঘূর্ণিঝড় ‘দানা’ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। উত্তর ওড়িশা থেকে এগোচ্ছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের দিকে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে বাংলায়। 

WB News Update : আজ দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের ডাক

অনশন, মহামিছিল, মহাসমাবেশ, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন। আজ দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের ডাক। দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

WB News Live : VIP রোডের ধারে সার্ভিস রোডে আজও এক হাঁটু জল

ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে গতকাল তুমুল বৃষ্টি। ২৪ ঘণ্টা পরেও কৈখালির রাস্তা যেন নদী। VIP রোডের ধারে সার্ভিস রোডে আজও এক হাঁটু জল।

WB News Live : হাওড়ায় রাস্তায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু

হাওড়ায় রাস্তায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু। ডুমুরজলায় বাড়ি ফেরার সময় রাস্তায় জমা জলে পড়ে মৃত্যু। জমা জলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু, অনুমান স্থানীয়দের । কী কারণে মৃত্যু, খোঁজ নেওয়া হচ্ছে, দাবি পুরসভার প্রশাসকের

WB News Live : বাড়ির উঠোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বাড়ির উঠোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দশম শ্রেণির ছাত্র শুভজিৎ দাসের
উঠোনে পড়ে থাকা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর

Cyclone Dana Live : ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতা ও জেলায় ৩ জনের মৃত্যুর খবর 

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতা ও জেলায় ৩ জনের মৃত্যুর খবর 
দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগের বলি পাথরপ্রতিমার ১৬ বছরের কিশোর

প্রেক্ষাপট

কলকাতা : দানার ল্যান্ডফলের পরি লাগাতার দুর্যোগ। কলকাতায় থইথই জল। এর মধ্যেই ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটল শুক্রবার। ওখানে বিদ্যুতের সব লাইন মাটির নীচে। আলোকসজ্জার জন্য বাড়ির মিটার থেকে এক গ্রাহকের টানা তারে দুর্ঘটনা, দাবি CESC-র।এদিকে শনিবারও বৃষ্টির পরিমাণ কমলেও কলকাতা জুড়ে জলযন্ত্রণা। ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পেলেও বাংলায় প্রবল বৃষ্টি চলল শুক্রবার দিনভর । দিঘা, বকখালিতে ভাঙল মাটির বাড়ি, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি। দুর্যোগে পাথরপ্রতিমা-হাওড়ায় ২জনের মৃত্যুর ঘটনা ঘটল। ঝড়ের হাত থেকে রেহাই পেলেও ভাসছে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । আজ থেকে কলকাতায় দুর্যোগ কাটার সম্ভাবনা আছে যদিও। বিপর্যয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা করে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.