West Bengal News Live : অনশন, মহামিছিল, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন

দানার প্রভাবে কলকাতার কী অবস্থা ? স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতি চেয়ে ফের মুখ্যসচিবকে জুনিয়র ডাক্তারদের ইমেল। স্বাস্থ্য-স্বরাষ্ট্র সহ ৫ দফতরে ১০০ জনের নিয়োগে ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার।

ABP Ananda Last Updated: 26 Oct 2024 02:53 PM

প্রেক্ষাপট

কলকাতা : দানার ল্যান্ডফলের পরি লাগাতার দুর্যোগ। কলকাতায় থইথই জল। এর মধ্যেই ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটল শুক্রবার। ওখানে বিদ্যুতের সব লাইন মাটির নীচে। আলোকসজ্জার জন্য বাড়ির মিটার...More

West Bengal News LIVE Updates: SSC-র গ্রুপ C ও গ্রুপ D দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

SSC-র গ্রুপ C ও গ্রুপ D দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED। 'প্রসন্ন রায়, তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থার নামে হোটেল-রিসর্ট ও সম্পত্তির বাজারমূল্য ১৬৩ কোটির বেশি', এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, জানিয়েছে ED। SSC-র গ্রুপ C ও গ্রুপ D দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৫৪৪ কোটি ৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED।