ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যজুড়ে দুর্যোগের ঘটঘটা। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির রেশ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু পর্যন্ত রাজ্যে চলতে পারে দুর্ভোগ। এই অবস্থায় সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ২৮ মার্চ অবধি বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল (Leave Cancel of Electicity Department Workers) হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এমনিতেই উচ্চমাধ্যমিকের মধ্যেই ঝড়বৃষ্টির দাপটে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। যারপর এক ডাকে অভিষেকে ফোন করে, মিলল সমাধান। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানিয়েছেন, সমস্যা জেনেই তাঁর সঙ্গে কথা বলেন অভিষেক। দ্রুত শুরু হয় বিদ্যুৎ ফেরানোর কাজ।


দুর্যোগের দোসর লোডশেডিং


উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা ! দোসর লোডশে়ডিং ! সমস্যায় অতিষ্ঠ হয়ে উত্তরবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ফোন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নম্বরে। আর তাতেই মিলল চটজলদি সমাধান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) খবর পেতেই, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয়ে ওঠে বিদ্যুৎ দফতর। 


ইতিমধ্যেই ২৮ মার্চ পর্যন্ত বিদ্যুৎ দফতরের কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। পড়ুয়াদের অসুবিধার কথা জানার পরে, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে ট্যাগ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ট্যুইটে লেখেন, এক ডাকে অভিষেকে, জরুরি ফোন পেয়েছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের বহু জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে, ইতিমধ্যেই বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আমি কথা বলেছি। ট্যুইটের দ্বিতীয় অংশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, বিদ্যুৎ ফেরাতে যুদ্ধকালীন তৎপরতায় ২৫০-৩০০ লোক কাজে নেমে পড়েছেন। ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান হবে। এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে যেভাবে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে, তা দেখে গর্ব অনুভব করছি।


খোলা হয়েছে কন্ট্রোল রুম


বৃহস্পতিবার সব জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন বিদ্যুৎ মন্ত্রী। ঠিক হয়েছে, কন্ট্রোল রুম (Control Room) দুটির নম্বর হল 8900793503 এবং 8900793504। আপৎকালীন পরিস্থিতির জন্য জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তৈরি থাকতে বলা হয়েছে।


আরও পড়ুন- বাম আমলে নিয়োগ পাওয়া শিক্ষক ! পরীক্ষার্থীদের শুভেচ্ছা পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল