West Bengal News Live : রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে, যাদবপুরকাণ্ডে কড়া বার্তা আদালতের

যাদবপুরকাণ্ডে এবার আসরে এবিভিপি। সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি। দিনভর নজর বাংলার সব খবরে।

ABP Ananda Last Updated: 05 Mar 2025 03:05 PM

প্রেক্ষাপট

আজকে যে খবরে সারাদিন নজর :যাদবপুরকাণ্ড : দিলীপ ঘোষের পর এবার আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ। ফের যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি। যা নিয়ে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছে এসএফআই। ...More

Jadavpur Update : মন্ত্রীকে বাঁচাতে কেন ব্যর্থ পুলিশ, তদন্ত করে দেখা দরকার, মন্তব্য সৌগতর

যাদবপুরকাণ্ডে মন্ত্রীকে বাঁচাতে কেন ব্যর্থ পুলিশ, তদন্ত করে দেখা দরকার, মন্তব্য সৌগতর।