West Bengal News :কাশ্মীরে জঙ্গি হামলা, বাংলার ৩ জন-সহ ২৬ জনের মৃত্যু

বিতান কাজ করতেন ফ্লোরিডায় তথ্যপ্রযুক্তি সংস্থায়। ৮ মার্চ দেশে ফেরেন। তারপর স্ত্রী ও সাড়ে ৩ বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন বিতান। 

ABP Ananda Last Updated: 23 Apr 2025 03:46 PM

প্রেক্ষাপট

ভূস্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটক বিতান অধিকারীর। নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান কাজ করতেন ফ্লোরিডায় তথ্যপ্রযুক্তি সংস্থায়। ৮ মার্চ দেশে ফেরেন। তারপর স্ত্রী ও...More

WB News Live : ভূস্বর্গে আটকে কলকাতার মানিকতলার ২৬ জন

অসংখ্য বাঙালি পর্যটক বর্তমানে আটকে পড়েছেন ভূস্বর্গে! তাদের মধ্যেই অন্যতম কলকাতার মানিকতলার বাসিন্দা ২৬ জনের একটি পর্যটক দল!