West Bengal News Live : মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার
গরুপাচার মামলায় জেলমুক্তির পরেও বিপাকে কেষ্ট। কল্যাণীতে বাজি-বিস্ফোরণ, মৃত্যু ৪! আর জি কর-কাণ্ডে ফের ধাক্কা রাজ্যের।
১০ দিনের সফরে রাজ্য সফরে আসা RSS প্রধানের মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার। নিউটাউনের অতিথিশালায় গিয়ে দেখা।
দিল্লিতে পদ্মঝড়ে উড়ল আপের ঝাড়ু। উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। রাজ্য দখলের ডাক। ফেসবুকে খোঁচা। একাধিক জায়গায় সেলিব্রেশন।
নদিয়ার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় বেআইনি বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল।
বিদায় বেলায় শীতের কামড়। কলকাতায় দু’দিনে ৭ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬। রাজ্যজুড়ে সপ্তাহান্তে শীতের আমেজ। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে। ফের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা। পারদের এই ওঠানামার মধ্যেই আগামী সপ্তাহে শুরু হবে শীতের বিদায় পর্ব।
টেকনিসিয়ান-ডিরেক্টর সংঘাতে অরূপ-ইন্দ্রনীলের দৌত্য, ২দিন পরে স্টুডিওপাড়ায় কাটছে জট। সোমবার থেকেই ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা।
টেকনিসিয়ান-ডিরেক্টর সংঘাতে অরূপ-ইন্দ্রনীলের দৌত্য, ২দিন পরে স্টুডিওপাড়ায় কাটছে জট। সোমবার থেকেই ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা।
গরুপাচার মামলায় জেলমুক্তির পরেও বিপাকে কেষ্ট। প্রায় ২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের ৩৬টি অ্যাকাউন্টও এজেন্সির হেফাজতে।
বারুদের স্তূপে বাংলা। বীরভূমের পাড়ুইয়ে রাস্তার ধারে মিলল ড্রামভর্তি বোমা। গতকাল ডাঙাপাড়া গ্রামে রাস্তার ধারে প্লাস্টিকের ড্রামের মধ্যে বোমা দেখতে পান স্থানীয়রা। এলাকায় আতঙ্ক ছড়ায়। পাড়ুই থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা এভাবে রাস্তার ধারে বোমা রেখে গেল, খতিয়ে দেখছে পাড়ুই থানার পুলিশ।
শিয়ালদার পর বড়বাজার। ফের কলকাতায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-গুলি। বড়বাজার থেকে উত্তরপ্রদেশের তিন বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয়েছে 7 MM ও 9 MM পিস্তল ও ১৭ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয়েছে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার থানার পুলিশকে সঙ্গে ওঁৎ পেতে ছিল কলকাতা পুলিশের STF. উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
রবিবার নিহত চিকিৎসকের জন্মদিন। আর জি কর মেডিক্যালে আসতে স্বাস্থ্য সচিবকে নাগরিক সমাজের আমন্ত্রণ। আমন্ত্রণ পুলিশ-সিবিআই আধিকারিকদেরও।
এগরা, চম্পাহাটি, দত্তপুকুরের পর এবার কল্যাণী। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৪ মহিলার মৃত্যু। একজন গুরুতর আহত। গ্রেফতার মালিক।
গরুপাচার মামলায় জেলমুক্তির পরেও বিপাকে কেষ্ট। প্রায় ২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের ৩৬টি অ্যাকাউন্টও এজেন্সির হেফাজতে।
প্রেক্ষাপট
ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ( Kalyani Blast )। এবার কল্যাণীর রথতলায়, বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে অন্তত ৪ জনের মৃত্যু হল। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও একজন। প্রশ্ন উঠছে, এরকম জায়গায় কারখানা তৈরি হল কী করে? এতদিন চললই বা কী করে? কোথায় ছিল প্রশাসনের নজরদারি? স্থানীয় বাসিন্দাদের কেউ বলছেন, ঘরে ঘরে বাজি তৈরি হয়। কেউ বলছেন, যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে চকোলেট বোমা তৈরি হত। তাহলে কি কল্যাণীর রথতলা আদতে বারুদের স্তূপে বসে আছে? বাজি কারখানায় বিস্ফোরণের পর এই প্রশ্নটাই এখন জোরালো হয়ে উঠেছে।উল্লেখ্য, ২০২৩ সালে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর, বেআইনি বাজির রমরমা রুখতে ক্লাস্টার তৈরির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। দু বছর হতে চলল, কিন্তু এখনও বাজির ক্লাস্টার নিয়ে সেইসব সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। কল্যাণীর ঘটনার পর এ নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
বাংলাদেশের ইউনূস সরকারের ( Bangladesh Yunus Govt ) রোষে একের পর এক মুক্তমনা! অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর, এবার আরেক অভিনেত্রী সোহানা সাবা,দু'জনকেই বৃহস্পতিবার ধরে নিয়ে যায় পুলিশ! সারা রাত আটক করে রাখার পর, শুক্রবার সন্ধেয় তাঁদের ছাড়া হয়। ২ জনের বিরুদ্ধেই দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলেছে বাংলাদেশের পুলিশ-প্রশাসন।
২০২৬ এর বিধানসভা ভোটের আগে, সোমবার শেষ পূর্ণাঙ্গ বাজেট ( Budget 2025 )। অধিবেশন শুরু হবে রাজ্য়পালের ভাষণ দিয়ে। বুধবার, পেশ হবে রাজ্য় বাজেট। অধ্য়ক্ষ জানিয়েছেন, মঙ্গলবার, বিধানসভায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নিয়ে শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে
আদালতে ধোপেই টিকল না রাজ্য সরকারের করা মামলা। আরজি কর কাণ্ডে ( R G Kar Case ) সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকার হাইকোর্টে যে মামলা করেছিল, তা খারিজ করে দিল দুই বিচারপতির ডিভিশন বে়ঞ্চ। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্য সরকারের নেই। CBI-এর মামলা গ্রহণ করে জানিয়ে দিল হাইকোর্ট। অন্যদিকে আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট পড়ে দেখার সুযোগ পাবেন অভিযুক্তরা। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অভিযুক্তদের প্রতিনিধিরা চাইলে সিবিআই দফতরে গিয়ে নথি যাচাই করতে পারবেন। নির্দেশ দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। ফলে, আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা কিছুটা বাড়ল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -