West Bengal News LIVE Updates: মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
Waqf Bill, West Bengal News: মু্র্শিদাবাদ মেডিক্যালে আরও এক কিশোরের মৃত্যু
প্রেক্ষাপট
মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। রণক্ষেত্র মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ স্পেশাল বেঞ্চের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দুর। ...More
ওয়াকফ-প্রতিবাদে তপ্ত মুর্শিদাবাদ। ধুলিয়ানে শপিং মলে তাণ্ডব, অবাধে লুঠপাট। একের পর এক শপিং মলে ভাঙচুর, লুঠ
ওয়াকঅফ প্রতিবাদে জ্বলছে মুর্শিদাবাদ, সামশেরগঞ্জে পৌঁছলেন DGP। সামশেরগঞ্জে পৌঁছলেন DGP রাজীব কুমার। সামশেরগঞ্জ থানায় পুলিশ ও বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক রাজীব কুমারের
বাংলাকে অশান্ত করার চেষ্টা, মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তি নিয়ে বার্তা অভিষেকের। 'রাজনৈতিকভাবে উন্নয়নের মোকাবিলা করতে না পেরে বাংলাকে অশান্ত করার চেষ্টা। কেউ কেউ চায়, বাংলায় আগুন জ্বলুক', শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে মানুষকে সজাগ থাকতে হবে, বার্তা অভিষেকের
শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বৈঠকের পরেও অনশন কর্মসূচি অব্যাহত। SSC দফতরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ জন চাকরিহারা শিক্ষক। দাবি না মেটা পর্যন্ত অনশন চলবে বলেই জানিয়েছেন তাঁরা।
আমতলায় ওয়াকফ-বিক্ষোভে গ্রেফতার ৩। 'পুলিশের ওপর হামলার ঘটনা কাম্য নয়, কড়া ব্যবস্থা নেওয়া হবে। একটি সংগঠন বিক্ষোভ সমাবেশ করে, প্রচুর জমায়েত হয়েছিল। অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা, বারুইপুর পুলিশের একটি জিপ যাওয়ার সময় বচসা', বচসা থেকে গাড়ি ভাঙচুর, ৩ জন গ্রেফতার, বাকিদের খোঁজ চলছে, জানাল পুলিশ।
ওয়াকফ-অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। সামশেরগঞ্জে বাড়ি থেকে বের করে, কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে। প্রাণ গেল, সুতিতে গুলিবিদ্ধ কিশোরের। গুলিবিদ্ধ আরও ২ কিশোর সহ ৩ জন। সুতি-সামশেরগঞ্জে পুলিশের রুটমার্চ, BSF-এর টহল, তা সত্ত্বেও জায়গায় জায়গায় অশান্তি, হিংসার ঘটনা। দোকানে ভাঙচুর, লুঠপাট করে আগুন ধরিয়ে দেওয়া হল। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। সুতি-সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় গ্রেফতারির সংখ্য়া শতাধিক।
মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। রণক্ষেত্র মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ স্পেশাল বেঞ্চের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দুর। 'এধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী', মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য হাইকোর্টের। 'রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী বলছেন অশান্তি ছড়িয়ে দেওয়া হবে। BSF-কে ডাকা হয়েছিল, কিন্তু DM তাদের কাজ করতে দিচ্ছেন না', হাইকোর্টের স্পেশাল বেঞ্চে অভিযোগ বিরোধী দলনেতার আইনজীবীর।
ওয়াকফ-অশান্তি নিয়ে মমতার সংযত বার্তাকে কটাক্ষ শুভেন্দুর। 'নূন্যতম লজ্জা থাকলে পদত্যাগ করুন। রাজ্যে অরাজকতার আগুন জ্বেলে দিয়ে রাজনীতির রুটি সেঁকছেন আপনি। উস্কানি আপনি দিয়েছেন তাই দায় আপনার। এখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে বিপাকে পড়ে আবেদন জানাচ্ছেন'।
'আমরা যদি রাজ্যকে সাহায্য করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিই?' কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকারের কাছে জানতে চাইলেন বিচারপতি। 'ভোট পরবর্তী সন্ত্রাস-সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল এই আদালত। নির্দিষ্ট সময়ের জন্য এই নির্দেশ দিলে রাজ্যের সুবিধা হবে', কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় মন্তব্য বিচারপতি সৌমেন সেনের
ওয়াকফ-অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদে, সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। 'সব ধর্মের সবার কাছে আবেদন, আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না।প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। মনে রাখবেন, এই আইন কিন্তু আমরা করিনি। উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে। আমরা ওয়াকফ আইনকে সমর্থন করি না। এ রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না। যাঁরা উস্কানি দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। কিছু রাজনৈতিক দল ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না, শান্তি-সম্প্রীতি বজায় রাখুন, বার্তা মুখ্যমন্ত্রীর।
ওয়াকফ-বিক্ষোভের নামে তাণ্ডব, মৃত্যু! বিজেপির উস্কানিতেই কিছু মীরজাফর এই ঘটনা ঘটাচ্ছে, মন্তব্য ফিরহাদ হাকিমের।
কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে শুভেন্দু, কিছুক্ষণের মধ্যেই শুনানি। ওয়াকফ-বিক্ষোভে অশান্তি, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে শুভেন্দু । বিকেল ৪.৩০: বসছে হাইকোর্টের ২ বিচারপতির স্পেশাল বেঞ্চ । বিচারপতি সৌমেন সেন, বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুনানি । রাজ্যের একাধিক জায়গায় অশান্তি, সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর দাবি। কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা
ওয়াকফ-বিক্ষোভের নামে তাণ্ডব, মৃত্যু! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টের শুভেন্দু অধিকারী। আজই ২ বিচারপতির স্পেশাল বেঞ্চে শুনানি।
ওয়াকফ-অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। ৩ জনের মৃত্যু। সামশেরগঞ্জে বাড়িতেই বাবা-ছেলেকে কুপিয়ে খুন। সুতিতে গুলিতে প্রাণ গেল কিশোরের।