West Bengal News LIVE Updates: 'বাংলাকে অসম্মান করবেন না', লন্ডন সফরের আগে সাংবাদিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News Updates: রাজ্য থেকে জেলা, সব খবরের আপডেট
লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর। 'বাংলায় কুচক্রীরা দাঙ্গা লাগায়। '৫ সদস্যের টাস্ক ফোর্স গঠন করলাম'। 'টাস্ক ফোর্সে থাকবেন বিবেক কুমার, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ ভার্মা। থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস'।
হাওড়া পুরসভা এলাকায় আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে ফাটল। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকায় পানীয় জল পরিষেবা ব্যাহত। পরিষেবা ব্যাহত হওয়ায় ভুক্তভোগী সাধারণ মানুষ
চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিঙে বদলি। দার্জিলিঙের টিবি হাসপাতালের সুপার পদে চিকিৎসককে বদলি। বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি CMOH টু পদে কর্মরত ছিলেন সুবর্ণ গোস্বামী। আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদে পরিচিত মুখ ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া ঋজু রেখে লড়াই চলবে, প্রতিক্রিয়া চিকিৎসকের। রুটিন বদলি, প্রতিক্রিয়া স্বাস্থ্য দফতরের।
ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য SSKM হাসপাতালকে চিঠি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, হাসপাতাল থেকে ফেরার পর, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পা ফুলেছে, সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না তিনি। কী কারণে পা ফুলেছে, তা জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে চিঠি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের। SSKM হাসপাতালকে চিঠি দিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের পর এবার সাক্ষ্য দিলেন আরও এক আত্মীয়। ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালতে এই সাক্ষ্যগ্রহণ পর্ব চলে। নিয়োগ দুর্নীতি মামলায় ED-র তদন্তে উঠে আসে পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রয়াত স্ত্রীর নামে পিংলায় স্কুল তৈরির কথা। ED সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারীর নামে স্কুলের জমি কেনা হয়। প্রাক্তন মন্ত্রীর ওই আত্মীয়ই এবার ED-র বিশেষ আদালতে সাক্ষ্য দিলেন
বারুইপুরে শুভেন্দুর ওপর হামলা, প্রতিবাদে জিটি রোড অবরোধ। চুঁচুড়ায় রবীন্দ্রনগরে জিটি রোড অবরোধ-বিক্ষোভ বিজেপির। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ চলছে। ঘটনাস্থলে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। গতকাল তৃণমূল-বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা। শুভেন্দু অধিকারীকে গো-ব্য়াক, চোর স্লোগান দেওয়া হয়।
বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগ, হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর, সোমবার শুনানির সম্ভাবনা। বারুইপুরের ঘটনার প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি। হলদিয়ায় মিছিল করতে চেয়ে আদালতে আর্জি বিজেপির। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, আগামীকাল শুনানির সম্ভাবনা। গতকাল তৃণমূল-বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা। শুভেন্দু অধিকারীকে গো-ব্য়াক, চোর স্লোগান দেওয়া হয়। পাল্টা জয় শ্রী রাম স্লোগান বিজেপির নেতা-কর্মীদের।
বারুইপুরের ঘটনার প্রতিবাদে উত্তপ্ত বিধানসভা। বিধানসভার ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কদের। অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজ ফের বিক্ষোভ।
জেল থেকেই 'সক্রিয়' শাহজাহান, সন্দেশখালিতে ফের হুমকি? দমদম জেলে বন্দি থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ন্যাজাট থানায় অভিযোগ দায়ের রবীন মণ্ডল নামে সরবেড়িয়ার বাসিন্দার। জমি সংক্রান্ত ব্যাপারে জেল থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ
বিধানসভা ভোটের আগে মালদার চাঁচলে তৃণমূলে গৃহযুদ্ধ! দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার তাঁরই বিধানসভা এলাকার তৃণমূলের দুই ব্লক সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। দলীয় সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছেমতো দল চালানো অভইযোগ বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলকে বদনাম করার চেষ্টা করছেন দুই ব্লক সভাপতি, পাল্টা অভিযোগ বিধায়কের।তৃণমূলের ভাগ-বাঁটোয়ারার লড়াই, কটাক্ষ করেছে বিজেপি।
তমলুকে শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না, নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শান্তিপূর্ণভাবে করতে হবে মিছিল, দেড়ঘণ্টা সময় বেঁধে দিয়ে বিজেপির উদ্দেশে নির্দেশ দিল আদালত।
গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল দু’জনের দেহ। গতকাল রাতে বছর ৪৫-এর তরুণ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী আশার দেহ বিছানায় পড়েছিল। বছর ৩৫-এর মহিলার গলায় ফাঁসের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে। ঘটনার সময় কেউ বাড়িতে ছিল না। প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরেও দম্পতির আচরণে কোনও অস্বাভাবিকতা দেখেননি। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
আর্থিক তছরুপের অভিযোগে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের আটকে রাখলেন অভিভাবকরা। বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের মগরা হাইস্কুলের ঘটনা। অভিভাবকদের অভিযোগ, ২০১৯ সালে স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৫৪ লক্ষেরও বেশি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু ৫ বছরের বেশি কেটে গেলেও কোনও কাজই হয়নি। হিসেবও দিতে পারেননি প্রধান শিক্ষক। এই পরিস্থিতিতে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ও যুব তৃণমূলের বাঁকুড়া ২ নম্বর ব্লকের সভাপতি ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিভাবকদের আশঙ্কা। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁর শারীরিক অসুস্থতার কারণেই এই দেরি। স্কুল পরিচালন সমিতির সভাপতি ও যুব তৃণমূল নেতা উল্টে বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়েছেন। কাটমানি নয়, লুঠ-মানি হয়েছে, কটাক্ষ বিজেপির। তদন্ত চলছে, জানিয়েছেন জেলার স্কুল পরিদর্শক।
রাজ্যসভায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব তৃণমূল, পাল্টা আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। CBI-ED-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদ সাকেত গোখলের। পাল্টা বাংলায় বিজেপির ওপর সন্ত্রাসের অভিযোগে সরব অমিত শাহ। 'বাংলায় যেখানে বিজেপি জিতেছে সেখানেই সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। আদালতের সুষ্ঠু নির্বাচনের নির্দেশের পরও বাংলায় সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। বাংলায় বেছে বেছে বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে', রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ অমিত শাহের। 'আপনারা আম্বেদকরকে অপমান করেছেন'। ২৬-র ভোটে বিজেপিকে বহিষ্কার করবে বাংলার মানুষ, পাল্টা আক্রমণ তৃণমূল সাংসদ সাকেত গোখলের। কারও দয়ায় সংসদে আসিনি, জিতে এসেছি, পাল্টা জবাব অমিত শাহের
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিজেপি নেতা অরুণ হাজরাকে সমন পাঠানোর নির্দেশ দিল CBI-এর বিশেষ আদালত। এক মাসের মধ্যে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চার্জশিটে দাবি করে, এজেন্ট নিয়োগ করে চাকরি বিক্রির নামে ৭৮ কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন অরুণ হাজরা। যার সিংহভাগটা দেওয়া হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে।
প্রেক্ষাপট
ই-মেল পাঠিয়ে বলা হচ্ছে আমরা খারাপ। সেই মেল আমাদের হাতেও পৌঁছেছে। চক্রান্ত চলছে। দেশ-বাংলাকে অসম্মান করবেন না। লন্ডন সফরের আগে সাংবাদিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -