West Bengal News LIVE: দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট

West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস

ABP Ananda Last Updated: 09 Sep 2025 09:11 PM

প্রেক্ষাপট

কলকাতা : ছাত্র-যুবদের বিক্ষোভে জ্বলছে নেপাল। গতকাল এক ভারতীয় ট্রাক চালক গুলিবিদ্ধ হন। ট্রাক ফেলে এপারে পালিয়ে এসেছেন অন্য চালকরা। শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ৩ দিন ধরে বন্ধ ভারত-নেপাল সীমান্ত। ওপারে কাঁকরভিটা,...More

West Bengal News Live Update: দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট

চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট । কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ মেট্রো ভবনে দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে কাটল জট। এমনই খবর সূত্রের। রাজ্য প্রশাসন, পুলিশ, কলকাতা পুরসভা এবং বিধাননগর কমিশনারেট এবং RVNL-এর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার ট্রাফিক ব্লক করে করা হবে মধ্যরাতে। ১৩ সেপ্টেম্বর এই কাজের ট্রায়াল সম্পন্ন করা হবে।