West Bengal News Live : পার্ক স্ট্রিটের হোটেলের বক্স খাট থেকে যুবকের দেহ উদ্ধার

খবর সংগ্রহের সময় নজিরবিহীনভাবে পুলিশি নিগ্রহের শিকার হলেন এবিপি আনন্দর আলিপুরদুয়ারের সাংবাদিক অরিন্দম সেন।

Advertisement

ABP Ananda Last Updated: 24 Oct 2025 03:01 PM

প্রেক্ষাপট

কালীপুজোর মণ্ডপে বক্স বাজানো নিয়ে বিবাদের জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ৩২ বছর বয়সি নিহত সনাতন নস্কর সোনারপুর থানার কুস্টিয়া এলাকার বাসিন্দা। খুনের অভিযোগে প্রতিবেশী ও তাঁর স্ত্রীকে...More

WB News Live : হাইকোর্টে রক্ষাকবচ-মামলায় আপাতত স্বস্তি অর্জুন সিংহর

হাইকোর্টে রক্ষাকবচ-মামলায় আপাতত স্বস্তি অর্জুন সিংহর। ৬ সপ্তাহের মধ্যে গ্রেফতার করা যাবে না। নিতে পারবেন আগাম জামিন।

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.