West Bengal News Live: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! রয়্যাল বেঙ্গল-আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা
ABP Ananda News Live: জেলা থেকে খবর, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর সকলের আগে জানতে দেখুন এবিপি আনন্দ ও চোখ রাখুন এবিপি লাইভে।
কলকাতায় রাস্তায় উধাও বাস, মুখ্যমন্ত্রীর ধমকের পরে ফিরল হুঁশ। নজরদারি নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র ভর্ৎসনার পরেই রাস্তায় পরিবহণমন্ত্রী। অফিসযাত্রীদের ভোগান্তির কথা তুলে পরিবহণমন্ত্রীকে তীব্র ভর্ৎসনা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে সাইলেন্ট ডিপার্টমেন্ট বলে তিরস্কার মুখ্যমন্ত্রীর।
জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! রয়্যাল বেঙ্গল-আতঙ্কে ভয়ে কাঁটা দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ। মৈপীঠ কোস্টাল থানার শ্রীকান্ত পল্লিতে বাঘের ভয়। বাঁধ সংলগ্ন এলাকায় বাঘের ছাপ দেখার দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে বন দফতর ও পুলিশ। ঝাড়গ্রাম ও পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমানা এলাকাতেও বাঘের ভয়। ঝাড়খণ্ডের বালিডির জঙ্গলে মিলেছে বাঘের পায়ের ছাপ।
পুরুলিয়ার বাঘমুণ্ডি ও বলরামপুরে সতর্ক থাকতে বলা হয়েছে গ্রামবাসীদের। বাঘের হদিশ পেতে জঙ্গলে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা।
বাংলাদেশের যুদ্ধ জিগিরের মধ্যেই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের আদানপ্রদান। কাকদ্বীপ মহকুমায় ফিরলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। দেশে ফিরে আসা মৎস্যজীবীদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। সবার হাতে ১০ হাজার টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
'ওড়িশা থেকে ফের বাঘ ঢুকেছে এ রাজ্যে। এবার ওরা রেসকিউ করে নিয়ে যাক, আমরা পারব না। ওড়িশা সরকারকে বলব, আপনাদের টিম নিয়ে এসে বাঘ উদ্ধার করে নিয়ে যান। এই তো পাঁচদিন ধরে কত কষ্ট করে ওখান থেকে পালিয়ে আসা বাঘিনী ধরলাম, আর অমনি ওরা ফেরত নিয়ে চলে গেল,' মন্তব্য মুখ্যমন্ত্রীর।
ফের মৈপীঠে বাঘের আতঙ্ক। মৈপীঠ কোস্টাল থানার শ্রীকান্ত পল্লিতে বাঘের ভয়। বাঁধ সংলগ্ন এলাকায় বাঘের ছাপ দেখার দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে বন দফতর ও পুলিশ।
'কুম্ভ মেলায় কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দেয়। গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র কোনও টাকা দেয় না। গঙ্গাসাগরের দিকে তাকিয়েও দেখে না কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিলেও সেতু তৈরি হয়নি। মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি করছে রাজ্য সরকার। টেন্ডার হয়ে গিয়েছে, দেড় হাজার কোটি টাকা লাগবে। '২ থেকে ৩ বছরের মধ্যে সেতু তৈরি হয়ে যাবে,' কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর।
খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে হেফাজতে পেল বেঙ্গল STF। ৭ দিনের হেফাজত মঞ্জুর বহরমপুর আদালতের
বাংলায় কোথায় কোথায় ছড়িয়ে ABT-র জাল? তারিকুলকে জেরা করে জানতে চায় বেঙ্গল STF। বহরমপুর জেলে তারিকুলের সঙ্গে আলাপ ধৃত ABT জঙ্গি আব্বাসের। তারিকুলের থেকে জেলেই সন্ত্রাসের পাঠ নিয়েছিল আব্বাস, খবর সূত্রের। জেল থেকে বেরোনোর পরও তারিকুলের সঙ্গে দেখা করতে গেছিল আব্বাস আলি।
এবার কলকাতাতেও হিউম্যান মেটানিউমো ভাইরাস আক্রান্তের হদিশ। কলকাতায় HMPV-তে আক্রান্ত ৬ মাসের শিশু। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এখন সুস্থ ওই শিশু। এই নিয়ে ভারতে ৪ HMPV আক্রান্তের খোঁজ।
ফের মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তীসগঢ়। ছত্তীসগঢ়ের বিজাপুরে জওয়ানদের গাড়িতে ল্যান্ড মাইন বিস্ফোরণ। মাওবাদী হামলায় ৮ জওয়ান-সহ ৯ জনের মৃত্যু। মাওবাদী দমন অভিযান থেকে ফেরার পথে হামলা।
চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরুর ৩ ও ৮ মাসের দুই শিশু
বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটিই প্রথম HMPV সংক্রমণ। সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও। সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু। ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ।ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বেরনো এর উপসর্গ। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।
ফের দিল্লি থেকে জালে ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। একটি হোটেল থেকেই পাকড়াও ৭ বাংলাদেশি। এই ৯ জনের প্রত্যেকের কাছে ছিল ট্যুরিস্ট ভিসা। অবৈধ নথির সাহায্যে পরিচয়পত্র তৈরি করে এরা ভারতে থাকত বলে খবর। ৯ অনুপ্রবেশকারী বাংলাদেশিই বাংলা এবং ত্রিপুরার পথে এ দেশে ঢোকে বলে খবর। এই নিয়ে মোট ১৪ জন অনুপ্রবেশকারী বাংলাদেশিক পাকড়াও করল দিল্লি পুলিশ।
প্রেক্ষাপট
কলকাতা: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। ফের দিল্লি থেকে জালে ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। একটি হোটেল থেকেই পাকড়াও ৭। প্রত্যেকের কাছে ছিল ট্যুরিস্ট ভিসা, জাল নথিতে তৈরি পরিচয়পত্র, খবর পুলিশ সূত্রে। দিল্লিতে পাকড়াও ৯ বাংলাদেশি।
২। ঘাঁটি গেড়ে বসে থাকুন সীমান্তে। বাড়াতে হবে স্লিপার সেলের সংখ্যা। ধৃত এবিটি জঙ্গিদের কাছে আসত এমনই নির্দেশ। বাজেয়াপ্ত করা মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য। জঙ্গিদের ফোনে বিস্ফোরক তথ্য।
৩। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় কার্যকলাপ বাড়ানোর নির্দেশ এসেছিল শীর্ষ স্তর থেকে। দক্ষিণ ভারতে নতুন করে লোক পাঠানোও শুরু করেছিল জঙ্গিরা। তাই কেরল গিয়েছিল শাদ রাডি, খবর সূত্রের। দক্ষিণ ভারতেও যাচ্ছিল জঙ্গিরা !
৪। বাংলায় কোথায় ABT-র জাল? খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে ৭ দিনের হেফাজতে চাইল বেঙ্গল STF. বহরমপুর কোর্টে পৌঁছল অসম এসটিএফ-ও। ৭ দিন হেফাজতের আর্জি
৫। বাংলাদেশ থেকে ফিরলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। ওপারে অত্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর।
৬। মালদার তৃণমূল নেতা খুন। পাঁচদিনের মাথাতেও অধরা মাস্টারমাইন্ড, রহস্য মোটিভ নিয়েও। ফের বিস্ফোরক মৃতের স্ত্রী।
৭। কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা। মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকার মাদক। গ্রেফতার মাদক পাচারকারী।
৮। চিনের পর ভারতেও মিলল HMPV-র সংক্রমণ। আক্রান্ত ব্যাঙ্গালোরের ৩ ও ৮ মাসের ২ শিশু। এক শিশু ভর্তি ব্যাপটিস্ট হাসপাতালে। ২ মাসের শিশু সংক্রমিত আমদাবাদেও। ভারতেও HMPV-র সংক্রমণ।
৯। জাল নথি দিয়ে পাসপোর্ট, এখন কে কোথায় লুকিয়ে? এবিপি আনন্দর অন্তর্তদন্তে পাসপোর্ট-চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য! পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতে সক্রিয় স্লিপার সেল, ছড়িয়ে পড়েছে ছদ্মবেশী জঙ্গিরা? কট্টরপন্থীদের পথেই যুদ্ধজিগির বাংলাদেশ সরকারের, সেনা মহড়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -