কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে মমমতাকে শুভেচ্ছা জানান তিনি। তৃণমূলনেত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামননা করেন। অন্য রাজনীতিকরাও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। (Mamata Banerjee Birthday)
খাতায়কলমে ৫ জানুয়ারি জন্মদিন মমতার। সেই উপলক্ষে রবিবার তাঁকে শুভেচ্ছা জানান মোদি। তিনি লেখেন, 'জন্মদিনে পশ্চিবমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে শুভেচ্ছা জানাই। ওঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি'। (NMarendra Modi)
রাজনৈতিক মতাদর্শের নিরিখে তৃণমূল যদিও বিজেপি-র বিরোধী। তবে সৌজন্যবশত বরাবরই জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানান মোদি। আবার মমতাও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেন না। এমনকি জন্মদিনে মমতা তাঁকে কুর্তা পাঠান বলে মোদি নিজেই জানিয়েছিলেন সকলকে। মোদির জন্মদিনে মমতা ফুল-মিষ্টিও পাঠান।
তবে খাতায় কলমে ৫ জানুয়ারির উল্লেখ পাওয়া গেলেও, মমতার জন্মদিন কবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মমতা নিজেই 'একান্তে' বইয়ে লিখেছিলেন, তাঁর জন্মদিন দুর্গাপুজোর সময়। বইয়ে মমতা লেখেন, 'মা'র কথানুযায়ী দুর্গাপুজার মহাষ্টমীর দিন সব্ধিপুজোর সময় আমার জন্ম। তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পরই নাকি বৃষ্টি থেমে যায়। তাই মাঝে মাঝে ভাবি আমার বেশির ভাগ কর্মসূচিতেই অন্য অনেকের সঙ্গে বৃষ্টিও থাকে আমার সঙ্গী। এখন তো ধরেই নিই যে একফোঁটা হলেও বৃষ্টি পড়বেই'।
মোদির পাশাপাশি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেত্রী সুপ্রিয়া সুলেও মমতাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সুপ্রিয়া লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। সুস্থ থাকুন'।
রাজ্যের মন্ত্রী মলয় ঘটক লেখেন, 'রোল মডেলকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনি আমার কাছে অনুপ্রেরণা, আলোর দিশারী'। কংগ্রেসের প্রফুল্ল পটেলও জন্মদিনের শুভেচ্ছা জানান মমতাকে। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জিকে জন্মদিনের শুভেচ্ছা। উনি সুস্থ থাকুন, ভাল থাকুন, আরও শক্তি পান'।