West Bengal News Live : জামিন পেলেন কুন্তল ঘোষ, সাময়িক স্বস্তি 'কালীঘাটের কাকু'রও
নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতাতেও প্রতিবাদ ।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজও প্রতিবাদ। কলকাতায় ইসকনের সদর দফতরের সামনে প্রতিবাদ জানালেন ভক্তরা
। কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানালেন ইসকনের ভক্তরা। বাংলাদেশের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রত্যন্ত গ্রামেও চলছে আক্রমণ, এবিপি আনন্দকে জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস
বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস সহ ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। বিএফআইইউ-এর শাখা দেশের সেন্ট্রাল ব্যাঙ্কের নির্দেশে ফ্রিজ করা হল অ্যাকাউন্ট। আগামী ৩০ দিন এই অ্য়াকাউন্টগুলি থেকে কোনও লেনদেন করা যাবে না, খবর ডেইলি স্টার সূত্রে
আদালতে সাময়িক স্বস্তি সুজয়কৃষ্ণ ভদ্রের। সিবিআই এই মামলায় কিছু করবে না, মৌখিক নির্দেশে জানালেন বিচারপতি জয়মাল্য বাগচী
গতকাল বঙ্গীয় হিনদু জাগরণ মঞ্চের বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযানের পর আজ বাড়ানো হল কমিশনের সামনের নিরাপত্তা। গতকাল বেকবাগানে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারীদের।
শো কজের জবাব দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই জবাব দিলেন হুমায়ুন কবীর। বিধানসভার মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দেন হুমায়ুন।
নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এবার CBI-এর করা মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন তিনি। এর আগে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ED-র করা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। এবার CBI-এর মামলাতেও জামিন পাওয়ায় জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের।
আত্মহত্য়ার ঘটনা কমাতে এবার অভিনব উদ্য়োগ মেট্রো রেল কর্তৃপক্ষের। গিরীশ পার্ক, কালীঘাট- সহ একাধিক মেট্রো স্টেশনে লাগানো হল বিশেষ ফ্লেক্স। যেখানে মানুষের মধ্য়ে আত্মহত্য়ার প্রবণতা কমাতে বিভিন্ন বার্তা ফ্লেক্স আাকরে দেখা যাবে।
প্রয়াত হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচি। বয়স হয়েছিল ৮০ বছর। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছেন। সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর অধিকর্তা ছিলেন। কলকাতা ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজেরও কর্ণধার ছিলেন।
আবাস-সমীক্ষার কাজ শুরু হতেই জেলায় জেলায় বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আশা কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন বঞ্চিতরা। গ্রামবাসীদের অভিযোগ, যাদের মাটির বাড়ি, তালিকায় তাদের নাম ওঠেনি। কিন্তু যাদের মাথার ওপরে পাকা ছাদ আগে থেকেই রয়েছে, সরকারি প্রকল্পে বাড়ি পাওয়ার ক্ষেত্রে নাম উঠেছে তাঁদেরই!
নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় ইসকনের সন্ন্যাসীদের কীর্তন।
যে ধর্মের উপরই অত্যাচার হোক না কেন, কখনই মেনে নিতে পারি না। কেন্দ্রের সিদ্ধান্তর সঙ্গে একমত রাজ্য। বাংলাদেশ নিয়ে আমাদের কথা বলার এক্তিয়ার নেই। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।
২০২৫ সালে দিল্লি দখল করতে প্রতীক জৈনের নেতৃত্বাধীন আইপ্যাকের সঙ্গে চুক্তি আপের। বাংলায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থার সঙ্গেই চুক্তি কেজরিওয়ালের দলের।
প্রেক্ষাপট
- ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এ রাজ্যেও। বৃহস্পতিবার, কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। ভাঙা হল ব্যারিকেড। রাষ্ট্রপতির কাছেও প্রতিনিধি দল যাবে বলে জানিয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণ সংগঠন।
- শুক্রবারই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ। তবে তার অভিমুখ হবে তামিলনাড়ু উপকূল। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও শীতের পথে কাঁটা হতে পারে ঘূর্ণিঝড় ফেনজল। নভেম্বরের শেষ কটা দিন তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে বৃষ্টির হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
- মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, বাজারে টাস্ক ফোর্সের অভিযানের পরেও আলুর দামে লাগাম টানা যাচ্ছে না। মানিকতলায় খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম ৩৮-৪০ টাকা। জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩২-৩৪ টাকায়। বিক্রেতারা স্বীকার করছেন, আলুর দাম সামান্য কমেছে। চড়া দামে লোকসান হচ্ছে খুচরো ব্যবসায়ীদের। অন্যদিকে, ক্রেতারা বাধ্য হয়েই আলু কিনছেন। তাও পরিমাণে অল্প, ক্রেতার সংখ্যাও হাতে গোনা।
- ৬ মাসে ৫ জনকে খুন। ১৯ নভেম্বর কাটিহার এক্সপ্রেসে বালির তবলা বাদককে খুনের পর ২৪ নভেম্বর সেকেন্দরাবাদে পঞ্চম খুন করে রাহুল ওরফে ভোলু। ধৃত সিরিয়াল কিলারকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি করল পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -