West Bengal Live: ইউনূস সরকারের বিস্ফোরক রিপোর্ট, সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, মানল বাংলাদেশ সরকার
WB News Live Update: দিনের সব খবর এক ঝলকে -
ইউনূস সরকারের প্রেস সচিবের দেওয়া সাম্প্রতিক তথ্যে বড় চমক। সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, মানল বাংলাদেশ সরকার। এই সব ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, ৮৮টি মামলা দায়ের হয়েছে।
ভর সন্ধেয় দুর্গাপুরে ন্যাপথলিন কারখানায় বিধ্বংসী আগুন। দুর্গাপুরের নিউ টাউনশিপ কারখানায় আগুন, ৩ শ্রমিক আহত।
ফের প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা। TRAI ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (IVR) কলের মাধ্যমে অভিযোগকারিণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ইলেকট্রনিক ডেটা অ্যানালিসিস করে টাওয়ার লোকেশন মিলিয়ে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের ২ বাসিন্দাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। ধৃত ধনজি জগন্নাথ শিন্দে ও বিনোদ কোনদিবা পাওয়ারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি মোবাইল ফোন ও প্রি-অ্যাক্টিভেটেড সিম। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখা হচ্ছে।
মমতাকে বাংলাদেশি কট্টরপন্থীদের কটাক্ষ, পাল্টা হুঙ্কার তৃণমূল নেতার। ১৫ মিনিটের জন্য সীমান্ত খুলে দিলেই দেখে নেওয়ার হুঁশিয়ারি। মমতাকে কটাক্ষ করায় বিএনপি নেতাকে হুঁশিয়ারি মালদার তৃণমূল নেতার।
একের পর এক জঙ্গি জেলমুক্ত, জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে! চট্টগ্রাম আদালতে জামিনের শুনানি এগিয়ে আসার আর্জি খারিজ। বিনা বিচারে ২ জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে! কট্টরপন্থী আইনজীবীদের খুনের হুমকি অগ্রাহ্য করে আদালতে সওয়াল। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে সওয়াল আইনজীবী রবীন্দ্র ঘোষের। মিথ্যা মামলায় গ্রেফতার সন্ন্যাসী, কোর্টে সওয়াল আইনজীবীর।
বিদ্রোহ ভুলে সুর নরম সুখেন্দুর, কড়া অবস্থানে অনড় দল? 'ভুল বুঝতে পেরে নেত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন' 'ভুল বুঝতে পেরেছেন সুখেন্দু, কিন্তু দল সিদ্ধান্তে অনড়'। দলে ক্রমশ কোণঠাসা সুখেন্দুশেখরকে নিয়ে দাবি কুণালের।
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ।
ইসকনের ভক্ত হওয়াটাই যেন বাংলাদেশে অপরাধ! বাংলাদেশে অত্যাচারের ভয়ে পালিয়ে এল এক নাবালিকা। বাংলাদেশের পঞ্চগড় জেলায় বসবাসকারী নাবালিকার পরিবার। ইসকনের ভক্ত হওয়ায় পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা। বাবা-মা অসুস্থ, তবু প্রাণভয়ে পালাতে হয়েছে নাবালিকাকে। সীমান্ত পেরিয়ে জলপাইগুড়ির বেলাকোবায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পলাতক নাবালিকা। সীমান্ত পেরিয়ে আসার আগেই বিএসএফের হাতে আটক নাবালিকা। নাবালিকার ভারতীয় আত্মীয়কে ডেকে এনে জিজ্ঞাসাবাদ পুলিশের। জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। আজ নাবালিকাকে আদালতে পেশ করা হবে।
প্রেক্ষাপট
জামিনের শুনানি এগিয়ে আনতে আর্জি চিন্ময়কৃষ্ণ দাসের, আবেদন নাকচ আদালতের
অবসরকালীন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত নির্দেশ দিয়েছে, খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে
চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ
পরিবার ইসকনের ভক্ত হওয়ায় হুমকি। প্রাণভয়ে ঘরে অসুস্থ মা-বাবাকে ফেলে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এ দেশে নাবালিকা। আটক করে হোমে পাঠাল পুলিশ।
সীমান্ত পেরিয়ে ভারতে আত্মীয়র বাড়ি আসার পথে বিএসএফের হাতে আটক কিশোরী। ভয়ঙ্কর অত্যাচার চলছে, বাঁচান, আর্তি আত্মীয়দের।
পরিকল্পনা করে হিন্দুশূন্য করা হচ্ছে বাংলাদেশকে, অভিযোগ কার্তিক মহারাজের।
বাংলাদেশে ভারত-বিদ্বেষ অব্যাহত। আগরতলা অভিযানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ৩টি সংগঠন। বাড়তি সতর্কতা আখাউড়া সীমান্তে। নজরদারিতে রাজ্য পুলিশ, BSF ও CRPF.
সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা, মানল বাংলাদেশ সরকার। ধৃত ৭০, ৮৮টি মামলা দায়ের। তথ্য শুধুই অক্টোবর পর্যন্ত, জানালেন প্রেস সচিব। কোথায নভেম্বর জুড়ে হিংসার তথ্য? মিলবে কবে?
নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মী। প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা, অভিযোগ শুভেন্দুর। নন্দীগ্রাম থানায় ডেপুটেশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -