West Bengal Live: ইউনূস সরকারের বিস্ফোরক রিপোর্ট, সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, মানল বাংলাদেশ সরকার

WB News Live Update: দিনের সব খবর এক ঝলকে -

Advertisement

ABP Ananda Last Updated: 11 Dec 2024 10:33 PM

প্রেক্ষাপট

জামিনের শুনানি এগিয়ে আনতে আর্জি চিন্ময়কৃষ্ণ দাসের, আবেদন নাকচ আদালতেরঅবসরকালীন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত নির্দেশ দিয়েছে, খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রেচিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন আইনজীবী...More

West Bengal Live: গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জের

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জের। আজ আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, আপ ও ডাউন বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি, যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার-অরুণাচল এক্সপ্রেস, গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস, কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেসের। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.