West Bengal News LIVE : রাজকোটে পশ্চিমবঙ্গের ১৯ শিশুকে আটকে রেখে জোর করে কাজ করানোর অভিযোগ

WB News Live Blog Update: আজকের জেলার, শহরের, রাজ্য়ের ও অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ খবর জানুক এক ক্লিকেই - - - -

ABP Ananda Last Updated: 07 Jun 2025 03:10 PM

প্রেক্ষাপট

১। উপনির্বাচনের আগে কেষ্টর কুকথাকে হাতিয়ার করে পথে নামছে বিজেপি। ১৬ জুন শুভেনদুর নেতৃত্বে কালীগঞ্জে নারী সম্মান যাত্রা। ৯ জুন বোলপুরে মিছিলের ডাক। হাতিয়ার কেষ্ট, পথে বিজেপি১এ। অনুব্রতকে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া...More

WB News Live: ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ পাইয়ে দেওয়ার নামে নির্যাতন সোদপুরের তরুণীকে

ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ পাইয়ে দেওয়ার নামে নির্যাতন! 'সোদপুরের তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্টের বদলে পানশালায় নাচের প্রস্তাব'। রাজি না হওয়ায় তরুণীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ। 'হাওড়ায় বাড়িতে আটকে রেখে তরুণীকে দিনের পর দিন অত্যাচার, সোশাল সাইটে ডোমজুড়ের আরিয়ান খানের সঙ্গে আলাপ তরুণীর।


২০২৪, ডিসেম্বর: তরুণীকে কাজের প্রস্তাব ডোমজুড়ের আরিয়ান খানের'
'আরিয়ানের ডোমজুড়ের বাড়িতে তরুণীকে আটকে রেখে অত্যাচার'
'পানশালায় নাচের প্রস্তাবে রাজি না হওয়ায় অত্যাচার আরিয়ান ও তাঁর মায়ের'
'বাড়িতে আটকে রেখে নির্যাতন, কেটে নেওয়া হয় চুল'
তরুণীকে সিগারেটের ছ্যাঁকা, কাটারির কোপ, অভিযোগ নির্যাতিতার মায়ের
গতকাল ডোমজুড় থেকে পালিয়ে খড়দায় নিজের বাড়িতে ফেরেন তরুণী
খড়দা থানায় অভিযোগ দায়ের তরুণীর পরিবারের