West Bengal Live Blog: আগামীকাল সকাল ১০.৩০-এ SSC মামলার রায়দান, ২৬ হাজার চাকরিপ্রাপকের কী ভবিষ্যৎ?

West Bengal News Live Update: জেলা থেকে রাজ্য, সব খবর জেনে নিন এক ক্লিকে

ABP Ananda Last Updated: 03 Apr 2025 12:11 AM

প্রেক্ষাপট

কলকাতা: ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার, হাইকোর্টর অনুমতি পেয়েই মিছিলে শুভেন্দু। পুলিশের আপত্তি খারিজ, বিরোধী দলনেতার মিছিলে হাইকোর্টের অনুমতি। রুট বদলে মুরলীধর সেন লেন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলে অনুমতি। সন্ধে...More

Ram Navami Update: রামনবমী নিয়ে ক্রমশই চড়ছে পারদ

রামনবমী নিয়ে ক্রমশই চড়ছে পারদ। বিজেপির পাল্টা আসরে নামছে তৃণমূলও। রবিবার, কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ির পাশাপাশি আসানসোলেও বিরাট রামশোভাযাত্রা করার পরিকল্পনা করেছে শাসক শিবির। জলপাইগুড়িতেও রাম কারও একার সম্পত্তি নয় এই শিরোনামে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করা হচ্ছে তৃণমূলের তরফে। শান্তিপুরে শতাব্দী রঘুনাথ জিউ মন্দির সংস্কারের জন্য উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস।