West Bengal Live Blog: আগামীকাল সকাল ১০.৩০-এ SSC মামলার রায়দান, ২৬ হাজার চাকরিপ্রাপকের কী ভবিষ্যৎ?
West Bengal News Live Update: জেলা থেকে রাজ্য, সব খবর জেনে নিন এক ক্লিকে
ABP Ananda Last Updated: 03 Apr 2025 12:11 AM
প্রেক্ষাপট
কলকাতা: ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার, হাইকোর্টর অনুমতি পেয়েই মিছিলে শুভেন্দু। পুলিশের আপত্তি খারিজ, বিরোধী দলনেতার মিছিলে হাইকোর্টের অনুমতি। রুট বদলে মুরলীধর সেন লেন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলে অনুমতি। সন্ধে...More
কলকাতা: ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার, হাইকোর্টর অনুমতি পেয়েই মিছিলে শুভেন্দু। পুলিশের আপত্তি খারিজ, বিরোধী দলনেতার মিছিলে হাইকোর্টের অনুমতি। রুট বদলে মুরলীধর সেন লেন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলে অনুমতি। সন্ধে ৬টা পর্যন্ত বিজেপির যুব মোর্চার মিছিলে হাইকোর্টের অনুমতি। 'বাংলার গণতন্ত্র রক্ষায় আরও একবার ত্রাতার ভূমিকায় হাইকোর্ট'। হাইকোর্টের নির্দেশ মেনেই বিকেল ৪টার পরে কর্মসূচি: শুভেন্দু। 'অনেকে হিন্দিতে কথা বললেও এরাজ্যে তারা মনেপ্রাণে বাঙালি'। 'তৃণমূলের টার্গেট হাওড়া, আসানসোল, খড়গপুর, কলকাতা বন্দর এলাকা'। 'বেছে বেছে হিন্দিভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে'। 'বাংলাদেশ সীমান্তে নমশূদ্র ভোটার আছে, তাদেরও নাম কাটার পরিকল্পনা চলছে'। 'কৃষ্ণনগরে তৃণমূল নেতার হিন্দু ভোটারের নাম কাটার জন্য অভিযোগ করেছে'। 'জেলা প্রশাসনও তড়িঘড়ি মেয়ের নামও ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে'।আমরা এসব মানি না, মুরলীধর সেন লেনের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর । 'হিন্দুদের একটা ভোটারেরও নাম কাটলে লড়াই করবে বিজেপি'। 'একজনও বাঙালি শরণার্থী হিন্দুর নাম কাটলে আমরা লড়াই করব'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেনি নির্বাচন কমিশন, এজন্য ধন্যবাদ'। 'মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল'। 'রামনবমীতে শক্তি দেখাবেন তো? হিন্দুদের শক্তি দেখাবেন তো?', বিজেপির যুব মোর্চার মিছিল থেকে বিরোধী দলনেতার হুঙ্কার। রবিবার রামনবমীতে রাস্তায় নামবেন দেড় কোটি হিন্দু, হুঙ্কার শুভেন্দুর। ভোটার লিস্ট নিয়ে বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। পরিবর্তিত রুটে মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের। মুরলীধর সেন লেনের বিজেপি দফতর থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মিছিলের পর ১০ জনের প্রতিনিধিদল কমিশনে যাবে দাবিপত্র জমা দিতে। বিকাল চারটে থেকে সন্ধে ৬ টা পর্যন্ত মিছিলের অনুমতি। এক হাজার সমর্থক নিয়ে মিছিলের অনুমতি। পুলিশি অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি।অন্যদিকে, রবিবার রামনবমী নিয়ে চড়ছে পারদ, পথে নামলেন সিপি । চিৎপুরে রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখলেন মনোজ বর্মা। অন্যদিকে, মোথাবাড়িকাণ্ডের প্রতিবাদে পথে কংগ্রেস। কলেজ স্কোয়ার থেকে মিছিল কংগ্রেসের।হাইকোর্টে সাময়িক স্বস্তিতে অর্জুন সিংহ। বাড়িতে বোমাবাজি সংক্রান্ত মামলায় স্বস্তিতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। 'আগামীকাল মামলার শুনানির আগে পর্যন্ত বিজেপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না'। প্রাক্তন সাংসদের দায়ের করা মামলায় মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। এই মামলাতেই, গতকাল অর্জুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Ram Navami Update: রামনবমী নিয়ে ক্রমশই চড়ছে পারদ
রামনবমী নিয়ে ক্রমশই চড়ছে পারদ। বিজেপির পাল্টা আসরে নামছে তৃণমূলও। রবিবার, কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ির পাশাপাশি আসানসোলেও বিরাট রামশোভাযাত্রা করার পরিকল্পনা করেছে শাসক শিবির। জলপাইগুড়িতেও রাম কারও একার সম্পত্তি নয় এই শিরোনামে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করা হচ্ছে তৃণমূলের তরফে। শান্তিপুরে শতাব্দী রঘুনাথ জিউ মন্দির সংস্কারের জন্য উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস।