West Bengal News Live : নীতি আয়োগের বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী
News LIVE : বৃহস্পতিবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। তারপরই রাজ্যে আসবেন অমিত শাহ।
ABP Ananda Last Updated: 24 May 2025 10:57 PM
প্রেক্ষাপট
রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদিবছর খানেক বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে, বৃহস্পতিবার রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক সভা করবেন তিনি। নরেন্দ্র মোদি ফিরলে,...More
রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদিবছর খানেক বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে, বৃহস্পতিবার রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক সভা করবেন তিনি। নরেন্দ্র মোদি ফিরলে, একত্রিশে মে, দুদিনের সফরে রাজ্য়ে আসবেন অমিত শাহ। ১ জুন, সকালে বাংলাদেশ সীমান্তে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহর। এদিকে প্রস্তুতি শুরু করেছে তৃণমূলও। ২৬-এর ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্য়েই জেলা সভাপতি পদে সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। প্রধানমন্ত্রীকে কুর্নিশ শাহর কোথাও তিরঙ্গা যাত্রা, কোথাও যুদ্ধবিমানের পাইলটের পোশাক পরা প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কাটআউট। এমনকী রেলের টিকিটেও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের বার্তা। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সামনে রেখে গোটা দেশজুড়ে প্রচারে নেমেছে বিজেপি। আর আজ অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে, ছত্রে ছত্রে এর কৃতিত্ব প্রধানমন্ত্রীকে দিলেন অমিত শাহ। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, ভোটের বাক্সে ফায়দা তুলতে এবার কি সেনাবাহিনীর বীরগাথাকে কাজে লাগানো হবে?রাজ্য়জুড়ে মিছিল তৃণমূলেরইতিমধ্য়ে তৃণমূলও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, জাতীয়তাবাদের প্রশ্নে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বিজেপিকে। অপারেশন সিঁদুর-এর পরেই, সেনাবাহিনীর শৌর্যকে সম্মান জানিয়ে রাজ্য়জুড়ে মিছিল করেছে তৃণমূল। কাশ্মীরের পাশাপাশি, ভারতের তরফে, বিভিন্ন দেশ ঘুরছে যে সব প্রতিনিধি দল, সেখানেও প্রতিনিধি পাঠিয়েছে রাজ্য়ের শাসক দল। তৃণমূলের প্রতিনিধিদল জম্মুকাশ্মীরের বিভিন্ন অংশ পরিদর্শনেও গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এরই অঙ্গ হিসেবে, ঘটনার পরপরই, পহেলগাঁও হামলায় নিহতদের পরিবার, জম্মুতে জঙ্গি নিকেশ অভিযানে গিয়ে নিহত সেনার প্য়ারা কম্য়ান্ডো ঝণ্টু আলি শেখের পরিজনদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল ও রাজ্য় সরকার।সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না? কেন প্রধানমন্ত্রী নিজে গোটা বিষয়টার ব্য়াখ্য়া করছেন না প্রধানমন্ত্রী? পহেলগাঁওকাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করা নিয়ে দেশজুড়ে জোরালো প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। এবার একই দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধী দলনেতার প্রশ্ন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকেন না মুখ্যমন্ত্রী? সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে এদিন পোস্টের শেষে মমতা বন্দ্য়োপাধ্য়ায় লিখেছেন, 'আমি বিশ্বাস করি, সাম্প্রতিক সংঘাত ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানার অধিকার অন্য কারও আগে সর্বাগ্রে রয়েছে এই দেশের জনগণের।" তৃণমূলনেত্রীর এই পোস্টকে শেয়ার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস, তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে বিজেপি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
News Live : মেদিনীপুরে হাড়হিম করা ছবি!
মেদিনীপুরে হাড়হিম করা ছবি! দাউ দাউ করে জ্বলছে গোটা শরীর, তার মধ্যেই দৌড় ব্যবসায়ীর। ভরদুপুরে লটারি ব্যবসায়ীর গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। মেদিনীপুর সদর ব্লকের কেরানিচটি এলাকার ঘটনা। আক্রান্ত ব্যবসায়ী সুরজিৎ সাউ মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন