West Bengal Live Blog: পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব
West Bengal Live Update: রাজ্য থেকে দেশ, সমস্ত খবর জেনে নিন এক ঝলকে
ABP Ananda Last Updated: 27 Feb 2025 02:34 PM
প্রেক্ষাপট
কলকাতা: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায়, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কে এই অভিষেক ব্য়ানার্জি? সিবিআই-এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। এনিয়ে কুণাল ঘোষ কোনও মন্তব্য করতে না চাইলেও,...More
কলকাতা: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায়, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কে এই অভিষেক ব্য়ানার্জি? সিবিআই-এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। এনিয়ে কুণাল ঘোষ কোনও মন্তব্য করতে না চাইলেও, তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, এটা অভিষেককে কালিমালিপ্ত করতে অমিত শাহর প্ল্যান। CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ-রাজনীতি। সম্প্রতি, প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে CBI...এই চার্জশিটের ১২ নম্বর পাতায় একটি অডিও ক্লিপের কথোপকথনের বিস্ফোরক দাবি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, কথোপকথন থেকে এও সামনে এসেছে, বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্র বলছেন, যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে, তার জন্য অভিষেক ব্যানার্জি ১৫ কোটি টাকা চেয়েছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, ED-র পাশাপাশি তদন্ত করছে CBI-ও। এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের ১৩ নম্বর পাতায় CBI-এর তরফে দাবি করা হয়েছে, কথোপকথন থেকে এটাও জানা গেছে যে, এক ব্য়ক্তিকে হুগলির বলাগড়ে পছন্দের পোস্টিং পাইয়ে দিতে জেলার তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যানকে ফোন করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তদন্তে উঠে আসে, অবিলম্বে প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার জন্য হুগলির তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে ED গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তবে, CBI-এর মামলায় তিনি সুপ্রিমকোর্টের রক্ষাকবচে আছেন। সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্যর নামের সঙ্গে উল্লিখিত অভিষেক ব্যানার্জি কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন, কে এই অভিষেক ব্যানার্জি? CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে কুণাল ঘোষ কোনও মন্তব্য করতে না চাইলেও, তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, এটা অভিষেককে কালিমালিপ্ত করতে অমিত শাহর প্ল্যান। কে এই অভিষেক ব্য়ানার্জি তা নিয়ে জল্পনার মধ্য়েই, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে দাবি করেছেন, আমার মক্কেল (অভিষেক ব্য়ানার্জি) ED এবং CBI-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করার পরও তারা ভিত্তিহীন অভিযোগ করছে। কোনও তথ্য় প্রমাণ না মেলায় ED আমার মক্কেলের (অভিষেক ব্য়ানার্জি) বিরুদ্ধে কোনও চার্জশিট দাখিল করেনি। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে যে দাবি করা হয়েছে, তার উদ্দেশ্য় আমার মক্কেলকে (অভিষেক ব্য়ানার্জি) হেনস্থা করা ছাড়া আর কিছুই নয়। CBI তাদের দাবির স্বপক্ষে কোনও নথি পেশ করতে পারেনি। এটা আমার মক্কেলকে ফের একবার বেআইনিভাবে টার্গেট করার চেষ্টা।...অভিষেক ব্য়ানার্জি সত্য এবং ন্যায়ের পথে চলবেন। তিনি কোনও ভিত্তিহীন অভিযোগে ভীত নন। সব ষড়যন্ত্র ফাঁস করে সততা রক্ষা এবং ন্যায়বিচারের জন্য নিরলস ভাবে লড়াই চালিয়ে যাবেন অভিষেক ব্য়ানার্জি। এদিকে, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও বলা হয়েছে, তদন্ত করতে গিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র এবং কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা পাওয়া যায়। সেই কণ্ঠস্বর এবং অভিযুক্ত তিন জনের কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এখনও আসেনি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Mamata Banerjee: 'অনলাইনে একটা এজেন্সি তালিকায় গণ্ডগোল করেছে', বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়
'ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। অনলাইনে একটা এজেন্সি তালিকায় গণ্ডগোল করেছে। এজেন্সি খুলে ডেটা অপারেটরদের কাছে গিয়েছে এরা, ফিল্ড সার্ভে করেনি। রাজ্যের ভোটারদের এপিক নম্বরে যোগ করেছে হরিয়ানার ভোটারদের নাম। রাজ্যে ভোট হবে, ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা! বাংলায় আরেকটা জাগরণ হবে, করবেন আপনারা। বহিরাগতদের বাংলা দখল করতে দেওয়া চলবে না', বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।