West Bengal Live Blog: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম
District News Live: রাজ্যের কোথায় কী ঘটছে? সব খবর দেখে নিন এক ঝলকে
ABP Ananda Last Updated: 05 Feb 2025 03:55 PM
প্রেক্ষাপট
কলকাতা: কোথাও হস্তক্ষেপ করতে হল হাইকোর্টকে। কোথাও গেটের বাইরে পুলিশ এবং RAF-এর পাহারা। ভিতরে বাণী-বন্দনা, বাইরে বনদুক হাতে পুলিশ। বাঙালির আবেগের সরস্বতী পুজোয় এবার এমনই বেনজির সব ছবি দেখা গেল...More
কলকাতা: কোথাও হস্তক্ষেপ করতে হল হাইকোর্টকে। কোথাও গেটের বাইরে পুলিশ এবং RAF-এর পাহারা। ভিতরে বাণী-বন্দনা, বাইরে বনদুক হাতে পুলিশ। বাঙালির আবেগের সরস্বতী পুজোয় এবার এমনই বেনজির সব ছবি দেখা গেল কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তে। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ! পুলিশের পাহারা! RAF-এর টহল! পশ্চিমবঙ্গে এই ছবিগুলো সাধারণত দেখা যায় ভোটের সময়। কিন্তু, এবার নজিরবিহীনভাবে তা দেখা গেল, বাঙালির আবেগের সরস্বতী পুজোয়! বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় নয়। কলকাতা থেকে জেলার একের পর এক জায়গায়। এরাজ্য়ে সভা-সমাবেশের অনুমতি পেতে, বিরোধীদের বারবারই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়।কিন্তু, এবার খাস কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, সরস্বতী পুজো করার জন্য় কলকাতা হাইকোর্টে যেতে হল শেষ অবধি বেনজিরভাবে বিদ্য়ার দেবীর আরধনা হল আদালতের নির্দেশে, পুলিশ দাঁড় করিয়ে! এতদিন কলেজে কলেজে প্রতিযোগিতা চলত, কাদের পুজো নজর কাড়বে। কিন্তু, এবার পুজোর আয়োজন নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের আইন এবং ডে বিভাগের লড়াই গড়াল হুমকি-শাসানিতে! তা-ও যে সে হুমকি নয়, উঠল ধর্ষণের হুমকির অভিযোগ! এতদিন সরস্বতী পুজোতে সকুলের দরজা সবার জন্য় খুলে যেত। নদিয়ার হরিণঘাটায় প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর, সেখানে পুজো করতে হল কোলাপসিল গেট বন্ধ করে। বাইরে বিশাল পুলিশবাহিনীর সঙ্গে নামাতে হল RAF-ও।নন্দীগ্রামে পুজোর সংকল্প কে করবে, তা নিয়ে লড়াই কাদের? তৃণমূল ছাত্র পরিষদ এবং RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদের। একটাই পুজো। দুজন পুরোহিত! বাধ্য় হয়ে, সেখানেও কলেজে সরস্বতী পুজোর সময়, গেটে সেই পুলিশ পাহারা! শিলিগুড়ি কলেজে আবার পুজোর আহ্বায়কদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। এখানেও অশান্তি রুখতে সরস্বতী পুজোর দিন কলেজ চত্বরে মোতায়েন করতে হয় সশস্ত্র পুলিশ।সরস্বতী মানেই শ্বেতশুভ্র বসন। যাতে নিহিত শান্তির বাণী। কিন্তু, সেই সরস্বতী পুজোতেই এবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গবাসী। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ! পুলিশের পাহারা! RAF-এর টহল! পশ্চিমবঙ্গে এই ছবিগুলো সাধারণত দেখা যায় ভোটের সময়। কিন্তু, এবার নজিরবিহীনভাবে তা দেখা গেল, বাঙালির আবেগের সরস্বতী পুজোয়! বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় নয়। কলকাতা থেকে জেলার একের পর এক জায়গায়। এরাজ্য়ে সভা-সমাবেশের অনুমতি পেতে, বিরোধীদের বারবারই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়।কিন্তু, এবার খাস কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, সরস্বতী পুজো করার জন্য় কলকাতা হাইকোর্টে যেতে হল শেষ অবধি বেনজিরভাবে বিদ্য়ার দেবীর আরধনা হল আদালতের নির্দেশে, পুলিশ দাঁড় করিয়ে! এতদিন কলেজে কলেজে প্রতিযোগিতা চলত, কাদের পুজো নজর কাড়বে। কিনতু, এবার পুজোর আয়োজন নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের আইন এবং ডে বিভাগের লড়াই গড়াল হুমকি-শাসানিতে! তা-ও যে সে হুমকি নয়, উঠল ধর্ষণের হুমকির অভিযোগ! এতদিন সরস্বতী পুজোতে সকুলের দরজা সবার জন্য় খুলে যেত। কিন্তু নদিয়ার হরিণঘাটায় প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর, সেখানে পুজো করতে হল কোলাপসিল গেট বন্ধ করে। বাইরে বিশাল পুলিশবাহিনীর সঙ্গে নামাতে হল RAF-ও। নন্দীগ্রামে তৃণমূল ছাত্র পরিষদ এবং RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদের। সরস্বতী মানেই শ্বেতশুভ্র বসন। যাতে নিহিত শান্তির বাণী। কিনতু, সেই সরস্বতী পুজোতেই এবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গবাসী। আরও পড়ুন: Raj Chakraborty: সব সিরিয়ালের শ্যুটিং বন্ধের আশঙ্কা ! রাজ চক্রবর্তী বললেন, 'ছোট ছোট বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে না যাওয়াই ভাল..'
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Mamata Banerjee: আজ থেকে শুরু ২দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
আজ থেকে শুরু ২দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আমন্ত্রিত ৪০টি দেশের প্রতিনিধি। হাজির মুকেশ অম্বানি। এলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা, বললেন সৌরভ