West Bengal Live: ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল, তৈরি করছিল স্লিপার সেল?

West Bengal Live Update: এক ক্লিকেই দেখে নিন রাজ্য়ের সব খবরের এক ঝলক--

ABP Ananda Last Updated: 22 Dec 2024 06:39 PM
West Bengal Live: বাংলা কি সেফ প্যাসেজ? উঠছে প্রশ্ন

আনসারুল্লা বাংলা থেকে তেহরিক উল মুজাহিদিন। এ রাজ্য থেকে কেন ধরা পড়ছে একের পর এক সন্দেহভাজন জঙ্গি? বাংলা কি সেফ প্যাসেজ? উঠছে প্রশ্ন।

West Bengal Live Update: জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্ত রক্ষার দায়িত্ব BSF-এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়। শুধু জঙ্গি কেন, কোনও অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

West Bengal Live: ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। কোচবিহারের তুফানগঞ্জের মাদক কারবারির বাড়িতে পুলিশের হানা। উদ্ধার প্রচুর ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকা। মাদক কারবারি হামিদুল হক-সহ বাড়ির সদস্যরা পলাতক।

West Bengal Live Update: বাংলার ভোটার লিস্টে জঙ্গির নাম, অবিলম্বে তালিকা সংশোধনের দাবি অমিত মালব্যর

বাংলার ভোটার লিস্টে জঙ্গির নাম, অবিলম্বে তালিকা সংশোধনের দাবি অমিত মালব্যর। 'মুর্শিদাবাদের ২ বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম রয়েছে মহম্মদ শাদ রাডির' ধৃত জঙ্গি তৃণমূলের ভোটার ছিল, দাবি বিজেপি নেতার অমিত মালব্যর। 

West Bengal Live: পৌষমেলার উদ্বোধনে প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা

ঐতিহ্যবাহী পৌষমেলার মঞ্চে অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা। ২৬ ডিসেম্বর অভিনেত্রী অলকানন্দা রায়ের নেতৃত্বে একটি দল আসছে। থাকবেন অভিনেতা নাইজেল আকারাও। 

West Bengal Live Update: বন্ধুর বাড়ির ছাদে পিকনিক চলাকালী ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের

বন্ধুর বাড়ির ছাদে পিকনিক চলাকালী ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামপুর সরকার পাড়ায়। স্থানীয় সূত্রে  জানা গেছে শনিবার রাতে সুব্রত দাস নামে এক যুবকের বাড়িতে তিন বন্ধু ও তাদের পরিবার মিলে পিকনিকের আয়োজন করেছিল, সেই সময় আচমকা  ছাদ থেকে পড়ে যান সুদীপ দেব নামে  যুবক। তাকে তড়িঘড়ি তার বন্ধুরা চাঁদপাড়া গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে পরবর্তীতে হাবড়া হসপিটালে নিয়ে গেলে, ডাক্তার সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। 

West Bengal Live: শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটি বাস থেকে উদ্ধার প্রচুর পরিমাণ কচ্ছপ

শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটি বাস থেকে উদ্ধার প্রচুর পরিমাণ কচ্ছপ। বাসের ভেতরে থাকা লোকজনের তৎপরতায় জোর জিকি এলাকায় বাস থেকে নেমে পড়ে কচ্ছপ পাচারকারী তিনজন কচ্ছপ সহকারে।

West Bengal Live Update: ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি তুলছেন বাংলাদেশের কট্টরপন্থীরা

ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি তুলছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। এবার সেই হুঁশিয়ারির সুরই শোনা গেল বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের গলাতেও। বাংলাদেশ যখন চুক্তি বাতিলের কথা বলছে, তখন অনেকেই মনে করিয়ে দিচ্ছেন ১৯৯৬ সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তির কথা।

West Bengal Live: ক্যানিং থেকে গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি

ক্যানিং থেকে গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জম্মু কাশ্মীর পুলিশ ক্যানিংয়ে এসে গ্রেফতার করল। ধৃতের নাম জাভেদ আহমেদ মুন্সি। 

প্রেক্ষাপট

মুর্শিদাবাদের পর ক্যানিং। এবার গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জম্মু-কাশ্মীরের পুলিশের হাতে পাকড়াও। ধৃত তেহরিক-ই-মুজাহিদিনের সদস্য বলে অনুমান।

ক্যানিং থেকে গ্রেফতার তেহরিক উল মুজাহিদিনের সদস্য। ধৃত জাভেদ আহমেদ মুন্সি IED তৈরিতে পারদর্শী। সুন্দরবন হয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার ছক ছিল জাভেদের, দাবি পুলিশের।

আনসারুল্লা বাংলা থেকে তেহরিক উল মুজাহিদিন। এ রাজ্য থেকে কেন ধরা পড়ছে একের পর এক সন্দেহভাজন জঙ্গি? বাংলা কি সেফ প্যাসেজ? উঠছে প্রশ্ন।

মহম্মদ শাদ রাডি থেকে শাব শেখ। বাংলাদেশ থেকে এসে নাম বদলে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট। ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল। তৈরি করছিল স্লিপার সেল। অস্ত্র সংগ্রহের চেষ্টা।


আধার কার্ডে আনসারুল্লা বাংলার জঙ্গি শাদ রাডির ঠিকানা হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা নওদার। ভুয়ো আধারের ভিত্তিতে বানিয়েছিল পাসপোর্টও। এত সহজে কীভাবে হাতে জাল নথি? উঠছে প্রশ্ন।

রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা ফিরহাদের। অকর্মণ্য বাংলার সরকার দায় ঝাড়তে ব্যস্ত, পাল্টা দিলীপ।

দিল্লিতে কোন স্কুলে কতজন পড়ুয়া বাংলাদেশি? খুঁজে বের করতে নির্দেশিকা জারি দিল্লি পুরসভার। বাংলাদেশিদের থেকে জবরদখলমুক্ত করতেও পদক্ষেপের নির্দেশ।

আবাস যোজনায় ঘরের বদলে সরাসরি কাটমানি চাইছেন তৃণমূল বুথ সভানেত্রী! ভিডিও পোস্ট শুভেন্দুর। না জেনেই টাকা চেয়েছেন, আজব সাফাই নেত্রীর।

পৌষের রাতে ছারখার সংসার। সর্বস্ব হারিয়ে নিউ আলিপুরে ভস্মের মধ্যেই চলছে গেরস্থালির শেষ সম্বলের খোঁজ। 

সাতসকালে মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নীচে পড়ে ২ তরুণের মৃত্যু। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।

ঝাড়গ্রাম ছেড়ে পুরুলিয়ায় পাড়ি ওড়িশার বাঘিনী যমুনার। সকালের গতিবিধি ধরা পড়েছে বান্দোয়ানের জঙ্গে। কাছেই পর্যটন কেন্দ্র। সতর্ক বন দফতর, পুলিশ।

শ্রী শ্রী সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি। পৌষের কৃষ্ণাসপ্তমীতে জয়রামবাটির মাতৃমন্দিরে উৎসবের মেজাজ। বাগবাজার ও বেলুড় মঠেও বিশেষ পুজো।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.