West Bengal Live Updates: বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টি

West Bengal Live Blog: জেলা থেকে শহর, কোথায় কী হচ্ছে.. জেনে নিন এক ক্লিকে

Advertisement

ABP Ananda Last Updated: 03 Oct 2025 11:17 PM

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই জল ছাড়ল DVC। DVC জল ছাড়ায় নিচু এলাকায় জল জমার আশঙ্কা। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে জল ছাড়ছে DVC। সকাল ১১টা থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC।...More

Durga Puja 2025: আনন্দ-উচ্ছ্বাস থেকে চোখের জল, বিসর্জনের দ্বিতীয় দিনে গঙ্গার ঘাটে নানা ছবি

আনন্দ-উচ্ছ্বাস থেকে চোখের জল, বিসর্জনের দ্বিতীয় দিনে গঙ্গার ঘাটে নানা ছবি। মন ভারাক্রান্ত। বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন। ঢাকের বাদ্যি থেকে শুরু করে ধামসা, মাদল সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা। সবশেষে প্রতিমা জলে পড়তেই ভারাক্রান্ত হচ্ছে মন, বিষাদের সুর। আর সেই ছবি ফুটে উঠছে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে। বিসর্জন ঘিরে ঘাটগুলিতে কড়া নিরাপত্তা বিসর্জনের জন্য রিভার ট্রাফিক পুলিশের নজরদারি। গঙ্গা থেকে তোলা হচ্ছে বিসর্জনের কাঠামোও।প্রতিমা নিরঞ্জনের কিছুক্ষণের মধ্যেই তোলা হচ্ছে কাঠামো। কাঠামো তুলে ডাম্পারে করে পাঠানো হচ্ছে অন্য়ত্র। উত্তর থেকে দক্ষিণ। একাদশীতেও মণ্ডপে মণ্ডপে ভিড়। চলছে প্যান্ডেল হপিং।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.