West Bengal News Live : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষায় ৯৭ শতাংশই ফেল! রেজাল্ট প্রত্যাহারের দাবি নিয়ে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ
West Bengal News Live Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
একজনকে বাঁচাতে কেন এত আগ্রহী সরকার? সন্দেশখালি মামলায় শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য। গ্রেফতারিতে বিলম্ব নিয়েও প্রশ্ন।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষায় ৯৭ শতাংশই ফেল!
রেজাল্ট প্রত্যাহারের দাবি নিয়ে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ!
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে মূল বিষয়ে মাত্র ৩ শতাংশ ছাত্র-ছাত্রী পাস
মূল বিষয়ে ফেল, বাকি ২টি প্রধান বিষয়ের একটি পাস করে দ্বিতীয় সেমিস্টারে
রেজাল্ট প্রত্যাহারের দাবিতে সরব ছাত্র-ছাত্রীরা, ক্যাম্পাসে মিছিল
সরকারকে অন্ধকারে রেখেই বিদ্যুতের মাশুল বাড়াচ্ছে সিইএসসি? --
'আমাদের কাছে কোনও খবর নেই, আমাদের সংস্থার মাসুল বাড়াইনি'
'একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি'
সিইএসসির মাশুল বৃদ্ধি নিয়ে বিস্ময় প্রকাশ খোদ মুখ্যমন্ত্রীর! -
'দেবের আপ্ত সহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই' চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে হাইকোর্টে জানাল সিবিআই
বারবার দরবার করেও ঠিক হয়নি রাস্তা, নিকাশি ব্যবস্থা। এই অভিযোগে চন্দ্রকোণার বান্দিপুরে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি। তাদের ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও।
রাজ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ জনের নাম পাঠাবে। ৩ জনের মধ্যে একজনের নাম চূড়ান্ত করে আচার্য রাজ্য়পালকে পাঠাবেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসাবে নিয়োগ করবেন রাজ্যপাল। উপাচার্য পদে নিয়োগের জন্য রাজ্যকে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বিজ্ঞাপনে উল্লেখ থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ। বিজ্ঞাপন থেকে নিয়োগ, ৩ মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিজেন্দ্রদা
'জলপাইগুড়িতে ৯টি ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছে' জানালেন মুখ্যমন্ত্রী
বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর মুহুর্মুহু গুলি চালানোর ঘটনায়, বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ ঘনিষ্ঠ আরও এক দুষ্কৃতীকে চিহ্নিত করল পুলিশ।
জামালপুরে সালিশিকাণ্ডে আদালতে আত্মসমর্পণ তৃণমূল নেতার
ফের পথে চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবি আন্দোলনে বাইশের টেট প্রার্থীরা। বিকাশ ভবন অভিযানের আগেই আন্দোলনকারীদের আটকে দিল পুলিশ। চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারী প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
একসঙ্গে কীভাবে ৬৭ জন প্রথম? NTA-র জবাব তলব। কারা সুবিধাভোগী? কতজন গ্রেফতার? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট।
ফের আক্রান্ত প্রতিবাদী, এবার রাজারহাটে। বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। দম্পতি, শিশু-সহ গোটা পরিবারকে মারধরের অভিযোগ। স্থানীয় তৃণমূল নেত্রীর ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।
কলকাতায় হানি ট্র্যাপ! দম্পতি-সহ গ্রেফতার ৪
NEET UG-তে প্রশ্নফাঁস হয়েছে এটা স্পষ্ট, মন্তব্য সুপ্রিম কোর্টের
এবার রাজারহাটে আক্রান্ত প্রতিবাদী। বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় গোটা পরিবারকে মারধরের অভিযোগ। অভিযুক্ত স্থানীয় তৃণমূলনেত্রীর ভাই, অভিযোগ অস্বীকার।
সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সন্দেশখালিকাণ্ডে তদন্ত চালিয়ে যাবে সিবিআই, রাজ্যের আবেদন খারিজ। শাহজাহানকে গ্রেফতার করা হয়নি দীর্ঘদিন। কেন বাঁচাতে চায় রাজ্য? প্রশ্ন সর্বোচ্চ আদালতের।
রেশন দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার। CBI তদন্তের বিরোধিতায় রাজ্য় সরকারের করা আবেদন খারিজ করল সর্বোচ্চ আদালত। রেশন দুর্নীতি-সহ সন্দেশখালির ৪৩টি মামলার তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় এজেন্সি, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
চোপড়াকাণ্ডের ভিডিও সোশাল সাইটে পোস্ট, সেলিম ও অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের। চোপড়ায় থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার । সম্মানহানি হয়েছে বলে অভিযোগ দায়ের চোপড়ার নির্যাতিতার। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের
রাজ্যে উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি সুপ্রিম কোর্টের। কমিটির পাঠানো ৩ জনের থেকে ১ জনের নাম হবে চূড়ান্ত। ৩ মাসে গোটা প্রক্রিয়া শেষের নির্দেশ।
ফের পথে চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবি আন্দোলনে বাইশের টেট প্রার্থীরা। বিকাশ ভবন অভিযানের আগেই আন্দোলনকারীদের আটকে দিল পুলিশ। চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারী প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
সন্দেশখালি নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের। সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের আবেদন খারিজ। তদন্ত চালিয়ে যাবে সিবিআই, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তে আপত্তি না থাকলেও রেশন দুর্নীতির তদন্তে আপত্তি রাজ্যের।
গ্যাংস্টার সুবোধ সিংহের নির্দেশেই ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোন। জেরায় স্বীকার শাগরেদ রওশনের, খবর পুলিশ সূত্রে। সুবোধের কথায় বাংলায় আর কী কী অপরাধ? চলছে খোঁজ।
কলকাতায় হানি ট্র্যাপ। এক তরুণী-সহ চারজনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। পাটুলির বাসিন্দা এক যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয় এক তরুণীর। অভিযোগ, গতকাল গলফ গ্রিনে একটি ফ্ল্যাটে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন ওই যুবক
রিকশ থেকে পড়ে গিয়ে মারা যান ওই ব্যক্তি। ব্য়ারাকপুরের ঘটনায় মারধরের অভিযোগ ওড়াল পুলিশ। CC ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এনে পুলিশের দাবি, রিকশ থেকে পড়ে গিয়ে ওই ব্য়ক্তির মৃত্যু হয়। কোনও মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।
ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে রুজু হয়েছে খুনের মামলা। গতকাল ভোরে যে দোকানের সামনে আজগর মোল্লাকে বেঁধে পেটানো হয় বলে অভিযোগ, সেই দোকানের মালিক সাহারুল মোল্লা ও আরেক ব্যবসায়ী সৈকত মণ্ডল গ্রেফতার হয়েছেন। এলাকার CC ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করে খোঁজ চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ।
উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। আজও অতিভারী বৃষ্টির সতর্কতা উপরের দিকের দুই জেলায়।
দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
৫২ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লন্ডনে উড়ে গিয়ে কেক কেটে জন্মদিন পালন করেছেন মহারাজ। জন্মদিনে মেয়ে সানা এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন সৌরভ।
এবার ব্যারাকপুরে ক্লাবের পুজোর দখল নিতে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ
পরে হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযোগ, ওডিসি ক্লাবের পুজো দখল করতে চাইছেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়।
বুধবার বিধানসভার উপনির্বাচন। তার আগে, গরুপাচার-সোনাপাচার থেকে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার এবং পুলিশকে ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। অন্যদিকে গতকাল দলীয় প্রার্থী কল্যাণ চৌবেকে নিয়ে মানিকতলায় মিছিল করলেন শুভেন্দু অধিকারী।
পুরীর রথযাত্রা দেখতে গিয়ে মৃত ১। রথযাত্রা শুরুর কিছুক্ষণ পরেই পড়ে গিয়ে আহত কয়েকজন, হাসপাতালে নিয়ে গেলে মৃত এক, স্থানীয় সূত্রে খবর।
লোকসভা ভোটে বিপুল জয়ের পর সামনেই ২১ জুলাই । মঞ্চে আদৌ থাকবেন অভিষেক? জল্পনা তুঙ্গে রাজনীতিতে।
প্রেক্ষাপট
- ভাঙড় থানার ৫০০ মিটার দূরে চোর সন্দেহে মারধরে প্রৌঢ়ের মৃত্যু। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর আগে ওই ব্যক্তিকে মারধর করা হয়।দুর্বল শরীরের ওই ব্যক্তির শারীরিক সমস্যা ছিল, তার সঙ্গে আঘাতের জেরে মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, দাবি পুলিশের। ঘটনায় গ্রেফতার ২।
- বিহার থেকে বাংলায় আনার আগের দিনও বেপরোয়া সুবোধ সিং। আমি বাংলায় যাচ্ছি, জেল থেকে ফোনে জানায় সুবোধ। দাবি ব্যবসায়ী অজয় মণ্ডলের। অজয়কে কাজে লাগিয়ে প্রোমোটিং ব্যবসায় ঢুকতে চেয়েছিল সুবোধ। অজয় মণ্ডলের বিভিন্ন ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল বিহারের গ্যাংস্টার। ভয় দেখিয়ে অজয় মণ্ডলকে নিয়ন্ত্রণের চেষ্টা। দাবি CID সূত্রে।
- বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে শ্যুটআউটের ঘটনায় পুলিশের জালে সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সাহিল সিং। ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে হামলার অস্ত্র সরবরাহ করে সাহিল। সুবোধের BLUE PRINT অনুযায়ী বিহারের নওয়াদা থেকে আনে ৪টি পিস্তল। ৩ হামলাকারীর হাতে তুলে দেয়। হাওড়ার বেলিলিয়াস রোডের একটি হোটেলে অস্ত্রের হাতবদল। দাবি পুলিশের।
- পুলিশের গাফিলতি আছে। না হলে বারবার একই ঘটনা ঘটছে কেন। অজয় মণ্ডল থেকে তাপস ভকত, একের পর এক ব্যবসায়ী হুমকির অভিযোগ করছেন। এটা যথেষ্ট আতঙ্কের। মন্তব্য তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসের।
- ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে নাম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পণ্ডার। বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ২ তৃণমূল নেতা, চার্জশিটে দাবি NIA-র। বিস্ফোরক জোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই। লজিস্টিক সাপোর্টের দায়িত্ব ছিল মানবকুমার, নবকুমার পণ্ডা ও বলাইচরণ মাইতি। ক্ষমতা দেখাতে গ্রামেই পুকুর পাড়ে চলত বোমা টেস্টিং, চার্জশিটে দাবি NIA-র।
- ফের কলকাতায় অগ্নিকাণ্ড। পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। দমকলের ৯ টি ইঞ্জিনের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কারখানার সব গেট বন্ধ থাকায় আগুন থেকে বাঁচতে ঝাঁপ এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।
- মালদার ইংরেজবাজারে শাটার ভেঙে সোনার দোকানে লুঠপাট। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর। গ্যাস কাটার দিয়ে শাটার কেটে দোকানে ঢোকে দুষকৃতারা। সিসি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায়। চুরির জেরে আতঙ্কিত ব্যবসায়ীরা।
- বোলপুরের রজতপুরে একই পরিবারের ৩ জনের পুড়ে মৃত্যুর ঘটনায় নাটকীয় মোড়। অচেতন করে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার বাড়িরই সেজ বউ। অভিযোগ, স্থানীয় এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মহিলার। ভাসুর তা দেখে ফেলায় খুনের চক্রান্ত বলে অনুমান পুলিশের। পলাতক অভিযুক্ত হাতুড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -