West Bengal News Live : টালা থানায় মৃতার বাবা-মা, চিকিৎসকের দেহ নিয়ে গেল পুলিশ
West Bengal News Live : প্রয়াত ৩ বারের মুখ্যমন্ত্রী। চক্ষুদানের পর আজ এনআরএসে দেহদান। আরও খবর জানতে ক্লিক করুন লিঙ্কে।
'আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে মহিলা চিকিৎসককে', মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ: লালবাজার সূত্র
টালা থানায় মৃতার বাবা-মা, চিকিৎসকের দেহ নিয়ে গেল পুলিশ! হাসপাতালেই মহিলা চিকিৎসক 'খুন', আরজি করে তুলকালাম। ময়নাতদন্তের পর দেহ নিয়ে যেতে বাধা, পুলিশের সঙ্গে বাম-বিজেপির ধস্তাধস্তি। বাম-বিজেপি নেতা-কর্মীদের সরিয়ে চিকিৎসকের দেহ নিয়ে বেরিয়ে গেল পুলিশ। কোথায় মেয়ের দেহ নিয়ে গেল কিছুই জানি না, অভিযোগ পরিবারের। মৃতার বাবা-মাকে সঙ্গে নিয়ে টালা থানার সামনে বিজেপির বিক্ষোভ।
হাওড়া লিলুয়ার ৩১ নম্বর ওয়ার্ডের জলার মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে জল জমাকে কেন্দ্র করে অসন্তোষ এলাকাবাসীর। অল্প বৃষ্টি হলেই জল থৈ থৈ করে এলাকায়। জল বেরোবার রাস্তা না থাকায় সেই জল কালো হয়ে জমে থাকে। এমনকি ঘরের মধ্যেও থৈ থৈ অবস্থা। আর সেই দূষিত জল পেরিয়েই দৈনন্দিন কাজ সারতে হচ্ছে বাসিন্দাদের।
মাঠে চাষ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক যুবকের। আজ বিকেলের বজ্রপাতে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃত যুবক বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ফুলজাম গ্রামের বাসিন্দা সুশান্ত পাল।
মাঠে চাষ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক যুবকের। আজ বিকেলের বজ্রপাতে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃত যুবক বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ফুলজাম গ্রামের বাসিন্দা সুশান্ত পাল।
মাঠে চাষ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক যুবকের। আজ বিকেলের বজ্রপাতে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃত যুবক বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ফুলজাম গ্রামের বাসিন্দা সুশান্ত পাল।
মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু, প্রতিবাদে বিজেপি-এসইউসির বিক্ষোভ। কীভাবে মহিলা চিকিৎসকের মৃত্যু? তদন্তে হাসপাতালের ১১ সদস্যের কমিটি।
আর জি করে পৌঁছলেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা
ট্রেনি চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় কর্মবিরতিতে ডাক্তাররা। ভোগান্তিতে বহু রোগী।
বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর। প্রতিবেশী দেশ ভাল থাকলে, আমরাও ভাল থাকব, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
'সন্দেশখালি থেকে চোপড়া, বাংলায় কোনও মহিলাই নিরাপদ নয়। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। ডিউটি রুমেই দেহ উদ্ধার, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে', ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে আক্রমণে অমিত মালব্য।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু। এমার্জেন্সির চারতলায় সেমিনার রুম থেকে সকালে দেহ উদ্ধার। এখন চলছে ময়নাতদন্ত।
পরিচালন কমিটির সভাপতি নির্বাচন ঘিরে ডোমজুড় কলেজে ধুন্ধুমার। ছাত্র সংঘর্ষে ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজে তুলকালাম। পুলিশের সামনেই কলেজে তাণ্ডব।
জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে পরিচালন কমিটির সভাপতি করার প্রতিবাদে বিক্ষোভ। নতুন সভাপতি তুফান ঘোষের অনুগামীদের সঙ্গে পড়ুয়াদের একাংশের সংঘর্ষ। ছোড়া হল টেবিল-চেয়ার, অধ্যক্ষের ঘর ভাঙচুর।
অশান্ত বাংলাদেশ, কমিটি গঠন ভারত সরকারের। 'ইন্দো-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখবে বিএসএফের এডিজি, ইস্টার্ন কমান্ড, ওপারে থাকা সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে কমিটি', এক্স হ্যান্ডলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
মহিলা ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে আরজি কর মেডিক্যালের পিজিটি-রা। ৫ সদস্যের তদন্ত কমিটি গড়ল হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের জন্য গড়া হয়েছে ৩ সদস্যের কমিটি। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি পড়ুয়াদের। মৃত্যু রহস্যের জট খুলতে হাসপাতালে সিপি ও ফরেন্সিক। হাসপাতালে গেলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
ফের লাইনচ্যুত মালগাড়ি। আতঙ্ক ছড়াল এলাকা জুড়ে। নর্থইস্ট ফরেন্টিয়ার রেলের কাটিহার ডিভিশনের কুমেদপুর জংশনের কাছে লাইনচ্যুত হয় মাল গাড়ির পাঁচটি বগি। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাটিয়ার যাচ্ছিল। সেই সময় মালদা জেলার কুমেদপুর জংশনের কাছে ডাউন লাইনে মাল গাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাই ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও অশান্তি। কুমিল্লা, কাশিমপুর, কুষ্টিয়ার পর এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ বন্দিদের। বন্দিদের নিয়ন্ত্রণে শূন্যে গুলি কারারক্ষীদের। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন প্রায় ৫ হাজার বন্দি। কারাগারের ভিতরে প্রবেশ করেছে সেনা। কিছু বন্দি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, দাবি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের।
ইউনূস সরকার গড়ার পরেও বাংলাদেশ ছাড়ার হিড়িক। শীতলকুচিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে জমায়েত। এপারে আসার চেষ্টা কয়েক হাজার মানুষের
কড়া পাহারায় বিশাল বিএসএফ বাহিনী, এলাকায় উত্তেজনা।
ইউনূস সরকার গড়ার পরেও বাংলাদেশ ছাড়ার হিড়িক। শীতলকুচিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে জমায়েত। এপারে আসার চেষ্টা কয়েক হাজার মানুষের
কড়া পাহারায় বিশাল বিএসএফ বাহিনী, এলাকায় উত্তেজনা।
আরজি করে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। পোস্ট গ্র্যাজুয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্যমৃত্যু। নাইট ডিউটিতে থাকা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারের রহস্যমৃত্যু। সকালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে দেহ উদ্ধার। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। 'রাত দুটোয় ডিনার করেন ওই ছাত্রী, বিশ্রাম নিতে যান সেমিনার রুমে', পোশাক অবিন্যস্ত, দেহে আঘাতের চিহ্ন ছিল, দাবি পড়ুয়াদের একাংশের। দেহ এখনও নামাতে দেননি পড়ুয়ারা। ডাক্তারি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে আরজি কর মেডিক্যালের পিজিটি-রা। ৫ সদস্যের তদন্ত কমিটি গড়ল হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের জন্য গড়া হয়েছে ৩ সদস্যের কমিটি। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি পড়ুয়াদের। মৃত্যু রহস্যের জট খুলতে হাসপাতালে সিপি ও ফরেন্সিক। হাসপাতালে গেলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
শিলিগুড়ির পর জঙ্গলমহলে পর্যটক টানতে উদ্যোগ। ঝাড়গ্রামে ১০ কোটি টাকা খরচ করে ৬৪ একর জমিতে তৈরি হচ্ছে টাইগার সাফারি। তৈরি হচ্ছে খড়গপুর-ঝাড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল করিডর।
কর্তব্যরত অবস্থায় আরজি করে মহিলা ট্রেনি ডাক্তারের রহস্যমৃত্যু। জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে দেহ উদ্ধার। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ-ফরেন্সিক।
বিধানসভায় বিরল দৃশ্য। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে একই ফ্রেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। মাল্যদান করলেন রাজ্যের মন্ত্রীরা। মালা দিলেন বিরোধী দলনেতা।
আরজি করে পোস্ট গ্র্যাজুয়েট মহিলা ট্রেনি ডাক্তারের রহস্যমৃত্যু। আরজি করে পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড ইয়ারের ট্রেনি ডাক্তারের রহস্যমৃত্যু।
সকালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে দেহ উদ্ধার। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ।
বর্ধমানের মেয়ে বাংলাদেশের বর। পদ্মাপারে আলাপ, তারপর বিয়ে। নোবেলজয়ী জামাই মহম্মদ ইউনূস কাঁধেই এখন বাংলাদেশকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়ার ভার। খুশির হাওয়া এপার বাংলার শ্বশুরবাড়িতে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও, এখনও স্তব্ধ পুলিশের পরিষেবা। কাজে যোগ দেওয়ার পরেও, কর্মীর অভাবে চালু হয়নি দেশের সিংহভাগ থানা, খবর দৈনিক প্রথম আলো সূত্রে।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত। ২ জনেই ভুগছিলেন কর্নিয়াজনিত অন্ধত্বে। খবর রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে।
গভীর রাতে বক্সিরহাটের শিবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত সাতটি দোকান। তুফানগঞ্জ ও বক্সিরহাট দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট।
সিকিমে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৫।উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভুটানেও অনুভূত হয়েছে কম্পন।
াদেশ। প্যারিস থেকে ঢাকা ফিরেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ইউনূস। আর হিংসা হবে না বলে আশ্বাস
সাত সকালে জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প
সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল চার দশমিক পাঁচ
দু'সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় এলাকায়
ভূমিকম্পের উৎসস্থল সিকিমে বলে জানা গিয়েছে
বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের দুর্ঘটনা। মেজিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটে আগুনে ঝলসে ইঞ্জিনিয়ার-সহ ৫ জন আহত।
বর্ধমানের মেয়ে বাংলাদেশের বর। পদ্মাপারে আলাপ, তারপর বিয়ে। নোবেলজয়ী জামাই মহম্মদ ইউনূস কাঁধেই এখন বাংলাদেশকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়ার ভার। খুশির হাওয়া এপার বাংলার শ্বশুরবাড়িতে।
৩ দিন পর, বনগাঁয় পেট্রোপোলে শুরু হল সীমান্ত-বাণিজ্য। ফের শুরু হল আমদানি-রফতানি। বাংলাদেশে অশান্তির জেরে সোমবার দুপুর থেকে পেট্রাপোল সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত শুরু হল বাণিজ্য।
সাত সকালে জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প। সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় দু'সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।
প্রেক্ষাপট
- আজ নজরে
- রাজনীতিতে বুদ্ধ-যুগের অবসান, বাংলার শিল্পের দিশারীর স্বপ্নভঙ্গের আখ্যান। বিধানসভা থেকে আলিমুদ্দিন, আজ শেষযাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য।
- বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের দুর্ঘটনা, আগুনে ঝলসে ইঞ্জিনিয়ার-সহ ৫ জন আহত। মেরামতির কাজ চলার সময় হঠাৎ ইলেক্ট্রিক ব্রেকার থেকে আগুন।
- অশান্তির মধ্যেই বাংলাদেশে শপথ নিল অন্তর্বর্তী সরকার। ‘সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন’, শুভেচ্ছা জানিয়ে বার্তা নরেন্দ্র মোদির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -