West Bengal News Live : 'যত খুশি অনুদান দিন, বকেয়া ডিএ-টাও দিন', সরব শুভেন্দু অধিকারী

ছাব্বিশের আগে পাহাড়ে নতুন সমীকরণ? শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ বিমল গুরুং, রোশন গিরির। ছবি পোস্ট বিরোধী দলনেতার। সাক্ষাৎ ঘিরে জল্পনা।

ABP Ananda Last Updated: 01 Aug 2025 09:30 AM

প্রেক্ষাপট

আজ নজর কোন কোন খবরে  ভোটের আগে বাড়ল পুজো অনুদান। ৮৫ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার টাকা। বিদ্যুৎ বিলে পুজো কমিটিগুলিকে ৮০ শতাংশ ছাড়। মকুব ফায়ার লাইসেন্স ফি।...More

WB News Live : বাংলাদেশি-রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোটব্যাঙ্ক আড়ালের চেষ্টা, রাজ্যসভায় আলোচনা চেয়ে চিঠি শমীকের

গত কয়েকদিনে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে BLO-দের বারবার কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এবার সেই ইস্য়ুকেই সংসদে নিয়ে গেল বিজেপি। এই ইস্য়ুতে আলোচনা চেয়ে রাজ্যসভায় চিঠি দিলেন শমীক ভট্টাচার্য। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেনদুশেখর রায়ের পাল্টা অভিযোগ, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে সায়েন্টিফিক রিগিংয়ের চেষ্টা করছে বিজেপি।