West Bengal News Live : 'যত খুশি অনুদান দিন, বকেয়া ডিএ-টাও দিন', সরব শুভেন্দু অধিকারী
ছাব্বিশের আগে পাহাড়ে নতুন সমীকরণ? শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ বিমল গুরুং, রোশন গিরির। ছবি পোস্ট বিরোধী দলনেতার। সাক্ষাৎ ঘিরে জল্পনা।
ABP Ananda Last Updated: 01 Aug 2025 09:30 AM
প্রেক্ষাপট
আজ নজর কোন কোন খবরে ভোটের আগে বাড়ল পুজো অনুদান। ৮৫ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার টাকা। বিদ্যুৎ বিলে পুজো কমিটিগুলিকে ৮০ শতাংশ ছাড়। মকুব ফায়ার লাইসেন্স ফি।...More
আজ নজর কোন কোন খবরে ভোটের আগে বাড়ল পুজো অনুদান। ৮৫ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার টাকা। বিদ্যুৎ বিলে পুজো কমিটিগুলিকে ৮০ শতাংশ ছাড়। মকুব ফায়ার লাইসেন্স ফি। যত খুশি অনুদান দিন, বকেয়া ডিএ-টাও দিন। সরব শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন, টাকা নেই? প্রশ্ন সংগ্রামী যৌথমঞ্চের। এবার ৫ অক্টোবর পুজো কার্নিভাল। ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে বিসর্জন। নেতাজি ইন্ডোরে পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।ছাব্বিশের আগে পাহাড়ে নতুন সমীকরণ? শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ বিমল গুরুং, রোশন গিরির। ছবি পোস্ট বিরোধী দলনেতার। সাক্ষাৎ ঘিরে জল্পনা।দেশজুড়ে SIR হচ্ছেই, BLO-দের নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ কমিশনের। SIR-এর প্রস্তুতি দ্রুত সম্পন্ন করুন। সব রাজ্যের CEO-কে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। 'ভোটার লিস্ট থেকে একটা নামও যেন বাদ না যায়। দরকারে ছ'বার যাচাই করুন। ভোটের আগে এখনও আপনারা রাজ্য সরকারের।' DM-দের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর, খবর সূত্রের। 'কোনও BLO-কে বদলাতে পারবেন না মুখ্যমন্ত্রী। রাজ্যের কাছে বার্তা এসে গেছে। SIR-এ বাংলাদেশি, রোহিঙ্গাদের নাম বাদ যাবেই।'ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। একদিকে কমিশনের কড়া বার্তা। আরেক দিকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। সাঁড়াশি চাপে BLO-রা। 'বিএলওদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা। বাংলাদেশি-রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোটব্যাঙ্ক আড়ালের চেষ্টা।' রাজ্যসভায় আলোচনা চেয়ে চিঠি শমীক ভট্টাচার্যর। কলকাতায় ধৃত বাংলাদেশি মডেল-অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড। ভাড়ায় থাকতেন বিক্রমগড়ে, দক্ষিণ কলকাতার আরেক ঠিকানায় আসত ইলেকট্রিক বিল। বাংলাদেশি মডেলের থেকে উদ্ধার কলকাতা-বর্ধমানের ঠিকানায় দুটি আধার কার্ড। উদ্ধার হওয়া প্রতিটি ভারতীয় নথির ঠিকানা আলাদা। মিলেছে বাংলাদেশের পাসপোর্ট। অন্যদিকে বাগদার বাসিন্দাকে বাবা সাজিয়ে ভোটার-আধার কার্ড বানানোর অভিযোগ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। কমিশনের দ্বারস্থ বিজেপি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসকের।নদিয়ার পর এবার মুর্শিদাবাদে একসঙ্গে গ্রেফতার ৭ বাংলাদেশি। অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে ধৃত এক ভারতীয়ও। কীভাবে ওপার থেকে এপারে? তদন্তে পুলিশ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live : বাংলাদেশি-রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোটব্যাঙ্ক আড়ালের চেষ্টা, রাজ্যসভায় আলোচনা চেয়ে চিঠি শমীকের
গত কয়েকদিনে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে BLO-দের বারবার কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এবার সেই ইস্য়ুকেই সংসদে নিয়ে গেল বিজেপি। এই ইস্য়ুতে আলোচনা চেয়ে রাজ্যসভায় চিঠি দিলেন শমীক ভট্টাচার্য। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেনদুশেখর রায়ের পাল্টা অভিযোগ, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে সায়েন্টিফিক রিগিংয়ের চেষ্টা করছে বিজেপি।