WB News Live : আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই
এখনও নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিজেপি ছেড়ে তৃণমূলে এলেও, বিধায়ক পদ ছাড়ছেন না তাপসী ।
আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 'রাজসাক্ষী' পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য । বিচারপ্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন পার্থর জামাইয়ের: ইডি সূত্র
রঙের উৎসবে মাতল বাংলা। পার্থ-সুজিত-সব্যসাচী-চন্দ্রিমা-কুণালদের পাশাপাশি দোল খেললেন সুজন-সজলরাও।
পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ, পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য। নিহত অভিষেক স্বর্ণকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কর্মরত ছিলেন জন্মসূত্রে । বাংলার ছেলে হলেও মোহালিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, এক প্রতিবেশীর সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলায় জড়ান ওই বিজ্ঞানী । অভিযোগ, সেই সময় ওই প্রতিবেশী বিজ্ঞানীকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বিধানসভায় ধর্মযুদ্ধর পর ফের ধর্মীয় ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী। রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতার।
রাজ্যে ফেল করা ওষুধের মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা নমুনাও। CDSCO সূত্রে খবর, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোরে থাকা একটি ইঞ্জেকশন। বিষয়টি নজরে আসার পরই ওই ওষুধ ব্যবহার বন্ধ করে দেওয়া হয়, জানিয়েছেন NRS-এর অধ্যক্ষ।
'চ্যাংদোলা' থেকে 'ঠুসে দেব', ‘ঠ্যাং ভাঙব’। তৃণমূল-বিজেপির 'ধর্মযুদ্ধে' তোলপাড় রাজনীতি। শোকজের পরও বেলাগাম হুমায়ুন।
নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই, একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন' প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে মাতলেন সওকত মোল্লা। দোল খেলার ফাঁকেই তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ। 'আগে '২৬-এর বিধানসভা ভোটে জিতে এসে দেখান, তারপর মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলার কথা বলবেন'শুভেন্দুকে কটাক্ষ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই বড় পদ। হলদিয়ার বিধায়ককে গুরু দায়িত্ব। নারী কল্যাণ দফতরের চেয়ারপার্সন আন্ডারটেকিং হলেন তাপসী মণ্ডল।
চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠেও পালন করা হচ্ছে দোল উৎসব। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীচৈতন্যদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে মঠের সন্ন্যাসী, মহারাজ এবং উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। তারপর খোল-করতাল বাজিয়ে চলে মঠ প্রদক্ষিণ।
দোলের দিন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন। মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। আবির বা অন্য রং নয়, এদিন কৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা। সকালে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, দিনভর বিশেষ পুজোর সঙ্গে হরিনাম সংকীর্তন।
স্টেট ইনফরমেশন কমিশনার নিয়োগের বৈঠকে যোগ দেবেন না শুভেন্দু অধিকারী। চিঠি দিয়ে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। উল্লেখ করেছেন আর জি কর-কাণ্ডের কথা। বাংলার বাইরে চলে যান। কটাক্ষ করলেন কুণাল ঘোষ।
হলদিয়ার কোন ভূমিপুত্র বা ভূমিকন্যাকে দিয়েই বিজেপি আপনাকে হারাবে। হলদিয়ায় কর্মিসভা করে দলত্যাগী তাপসী মণ্ডলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। যুদ্ধ কীভাবে জিততে হয়, সেটা জানা আছে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হলদিয়ার বিধায়ক।
নৈহাটিতে রঙের উৎসবে মাতলেন পার্থ ভৌমিক। দোলের দিন সকালে স্থানীয় স্বপ্নবীথি পার্কের সামনে থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রভাতফেরির। বসন্ত উৎসবে নিজে খোল বাজিয়ে অংশ নেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। প্রভাতফেরিতে পা মেলান নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই পুলিশ অভয় দিতেই ভিড়। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যাস্থ সবাই। শান্তিনিকেতনের যে কোন জায়গায় সাধারণ মানুষ দোল খেলতে পারেন কোন বাধা নেই। কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সকাল থেকে ভিড় করেছে সোনাঝুড়িতে। বন দফতর সোনাঝুরিতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরেই শুরু হয় বিতর্ক। পুলিশ পরিকল্পনা করে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার , বোলপুর, রানা মুখোপাধ্যায় জানান, সোনাঝুরিতে দোলে কোনও বাধা নেই।
প্রেক্ষাপট
বসন্ত জাগ্রত দ্বারে। আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। সবার রঙে রং মেশানোর দিন। নাচে-গানে রঙিন আনন্দে রাঙিয়ে দেওয়ার দিন। দোল উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়। সারাদিন যে যে খবরে নজর ...
- চ্যাংদোলার পাল্টা ঠুসে দেওয়ার হুঁশিয়ারি! এখনও নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, দলের আগে জাতি সত্তা। পাল্টা হুমায়ুনকে উন্মাদ বলে আক্রমণ শানিয়েছেন শুভেনদু অধিকারীও। এরইমধ্য়ে, হুমায়ুন কবীরকে শোকজ করেছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের দাবি, তৃণমূল মনে করছে, হুমায়ুন কবীরের ধারাবাহিক মন্তব্য়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই এই সিদ্ধান্ত।
- শুভেন্দুর মন্তব্য নিয়ে তৃণমূলের তরফে থানায় কোনও অভিযোগ করা না হলেও, একাধিক থানায় অভিযোগ জানাল কংগ্রেস। বুধবার চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। বৃহস্পতিবার বাগুইআটি থানায় অভিযোগ জানাল, রাজারহাট গোপালপুর ১ নম্বর টাউন কংগ্রেস কমিটি। মামলা করে শুভেনদু অধিকারীকে থামানো যাবে না, প্রতিক্রিয়া বিজেপির।
- বিজেপি ছেড়ে তৃণমূলে এলেও, বিধায়ক পদ ছাড়ছেন না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দিলেন তাপসী মন্ডল। আমি বিধায়ক পদ ছেড়েছিলাম, উনি লোভী। হলদিয়ায় দাঁড়িয়ে পাল্টা কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
- শুভেন্দু অধিকারী ভোটে জিতলে তাঁর জন্য এবার বকশিস ঘোষণা করলেন ডেবরার তৃণমূল বিধায়ক। ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন হিসাবে ২৫ হাজার টাকা তিনি শুভেন্দু অধিকারীকে দেবেন বলে ঘোষণা করলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -