WB News Live : আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই

এখনও নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।বিজেপি ছেড়ে তৃণমূলে এলেও, বিধায়ক পদ ছাড়ছেন না তাপসী ।

ABP Ananda Last Updated: 14 Mar 2025 02:40 PM

প্রেক্ষাপট

বসন্ত জাগ্রত দ্বারে। আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। সবার রঙে রং মেশানোর দিন। নাচে-গানে রঙিন আনন্দে রাঙিয়ে দেওয়ার দিন। দোল উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের...More

WB News Live : আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই

আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 'রাজসাক্ষী' পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য । বিচারপ্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন পার্থর জামাইয়ের: ইডি সূত্র