West Bengal News Live : হাইকোর্টে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার ! পরিযায়ী শ্রমিক ইস্যুতে মোদি সরকারের দাবি করা হল খারিজ

নিয়োগ দুর্নীতির শেষ মামলায় হাইকোর্টে জামিন পেলেও, পুজোয় মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। চার্জগঠন-সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা।

ABP Ananda Last Updated: 27 Sep 2025 12:39 PM

প্রেক্ষাপট

লেহ-তে হিংসার ঘটনায়, গ্রেফতার করা হল আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন গবেষক-ইঞ্জিনিয়র ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। লেহ-তে গ্রেফতারের পর সোনম ওয়াংচুককে নিয়ে যাওয়া হল যোধপুরে।আদালত অন্তর্বর্তী...More

Weather Update : পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা, বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট

পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা। তবে আজ বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট। অষ্টমী পর্যন্ত চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। সঙ্গে ছাতা থাকলেই হল। তবে অষ্টমীতে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। ফলে নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।