West Bengal News Live : আজ মহাষ্টমী, সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো, সন্ধিপুজো সমাপন

উৎসবের সুর সপ্তমে। প্যান্ডেলমুখী জনতা।উত্তর থেকে দক্ষিণ-ভিড়ের দৌড়ে একে অপরকে টেক্কা।রাতভর মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন।

ABP Ananda Last Updated: 30 Sep 2025 02:19 PM

প্রেক্ষাপট

আজ মহাষ্টমী। সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো। বেলুড় মঠেও কুমারীপুজোর আয়োজন। এরপর মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন।দুপুরেই সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। উত্তর...More

Sandhi Puja Live : দুপুরের সন্ধিপুজো শেষ

অষ্টমীর সকাল মানেই মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি। কিন্তু বাগবাজার সর্বজনীনে অষ্টমীর সকালটা অন্যরকম। লাঠি খেলার মাধ্যমে ১০৭ বছরের পুরনো বাগবাজার সর্বজনীনের পুজোয় বীরাষ্টমী প্রথা পালন করা হয়। পরাধীন দেশে লাঠি এবং তলোয়ার খেলার মাধ্যমে শরীরচর্চা করতেন বিপ্লবীরা। পরে তা মাতৃ আরাধনার অঙ্গ হয়ে যায়। সেই প্রথা মেনে বাগবাজার সর্বজনীনে এবারও মহাষ্টমীতে আয়োজন করা হয়েছে লাঠি খেলার। কারও হাতে লাঠি, কারও হাতে আবার তলোয়ার। শারীরিক কসরতের মাধ্যমেই দেবী দুর্গাকে এখানে অঞ্জলি দেওয়া হয়।