West Bengal News Live: মালদায় TMC-র দাপুটে নেতাকে গুলি করে খুন, পুলিশের গাফিলতির দিকে আঙুল তুললেন মমতা
West Bengal News Update: জেলা থেকে শহর, সব খবরের টাটকা আপডেট জানতে চোখ রাখুন এবিপি আনন্দ চ্যানেল ও এবিপি লাইভের সমস্ত প্ল্যাটফর্মে।
মালদায় তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন। বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার।সকাল ১০টা নাগাদ পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের পাইপ কারখানায় যাচ্ছিলেন দুলাল সরকার। স্থানীয়দের দাবি, দুটি বাইকে চড়ে, মুখ ঢেকে, চার দুষ্কৃতী আসে। মালদা সহ-সভাপতিকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চলে। ২টি গুলি লাগে নেতার মাথায়, একটি লেগেছে পিঠে, হাসপাতালে আনার আগেই মৃত্যু।
'আইপিএস, আইএএস, ডব্লুবিসিএস অফিসার নিয়ে কমিটি তৈরি হবে। কমিটির নেতৃত্ব দেবেন নন্দিনী চক্রবর্তী। কোনও পুলিশ অফিসারের সময়কালে যদি কোনও দুর্নীতি হয়ে থাকে। তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে', নবান্নে প্রশাসনিক বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর।
জমির জবরদখল নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। 'এই নিয়ে জেলা পুলিশ নয় রাজ্য পুলিশ ব্যবস্থা নেবে। যেভাবেই হোক এলাকা দখলমুক্ত করতে হবে। দরকারে ইডি সিবিআইয়ের মত সম্পত্তি ক্রোক করতে হবে', নবান্নে প্রশাসনিক বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর।
জেলা তৃণমূলের সহ-সভাপতি ও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি। গুলিতে জখম দুলাল সরকার। জখম তৃণমূল নেতাকে আনা হয়েছে হাসপাতালে। রাজনৈতিক রঙ না দেখে ব্যবস্থা নিক পুলিশ, নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।
জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ। সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ চট্টগ্রাম আদালতে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাজা হতে পারে যাবজ্জীবন, জানাল চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীকে এবার রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে জেলে দীর্ঘ সময় বন্দি রাখতে চায় ইউনূস সরকার।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে কী পদক্ষেপ করেছে কেন্দ্র। কেন চুপ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী? প্রশ্ন অভিষেকের।
বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন নামঞ্জুর। আজও সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ। জামিনের আবেদন খারিজ হল চট্টগ্রাম আদালতে।
দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত এক্স হ্যান্ডলে হামলার ছবি পোস্ট করেছেন। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে। CC ক্যামেরায় ধরা পড়েছে হিন্দু যুবককে তুলে নিয়ে যাওয়ার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা কাপড় জড়িয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সংবাদপত্র ‘সমকাল’ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
রাতে ওই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
বিদ্বেষের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। চট্টগ্রামের কাঠগড় এলাকায় হিন্দু যুবক প্রান্ত তালুকদারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর। মারধরের অভিযোগ উঠল ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে। ওই যুবকের বাড়িতে ৪০ থেকে ৫০ জন মৌলবাদী আক্রমণ চালায় বলে অভিযোগ। 'হিন্দু নির্যাতনের প্রতিবাদে লেখালেখি করায় এই আক্রমণ', অভিযোগ, দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্তর।
আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাগরমেলা (Sagarmela)। বর্তমানে বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে সুন্দরবনের জল সীমানায় নজরদারি বাড়াল জেলা পুলিশ।
চেন্নাইয়ের ডিজিটাল-অ্যারেস্ট মামলায় এবার কলকাতায় হানা দিল ED। সল্টলেক, বাগুইআটি, শেক্সপিয়র সরণি থানা এলাকা-সহ শহরের ৫টি জায়গায় চলছে তল্লাশি। 'ED অফিসার, মুম্বই পুলিশ বা টেলিকমিউনিকেশন অফিসার সেজে প্রতারণা। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে', তদন্তে নেমেছিল ED চেন্নাই জোন। সেই সূত্র ধরেই আজ কলকাতার ৫টি জায়গায় তল্লাশি চলছে। সল্টলেকের PNB আইল্যান্ডের কাছে একটি আবাসনে ব্যবসায়ী সদানন্দ ঝা-র খোঁজে যায় ED-র টিম।
তাঁকে না পেয়ে এক যুবককে নিয়ে যাওয়া হয়েছে বাগুইআটির রঘুনাথপুরে সদানন্দর এক পরিচিতর বাড়িতে।
শুধু মুর্শিদাবাদ নয়, পাশের জেলা নদিয়া থেকেও পড়ুয়ারা আসত আব্বাসের অনুমোদনহীন মাদ্রাসায়, বলছেন স্থানীয়রাই।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা। কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি
হুড়োহুড়িতে ভেঙে পড়ল ইটের দেওয়াল, ৭জন আহত। হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় দেড় হাজার কম্বল বিলির আয়োজন তৃণমূলের।কম্বল বিলির সময় চূড়ান্ত বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে ৫ মহিলা-সহ আহত ৭। ভিড় মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ, এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে মগজধোলাই? পড়াশোনা করানোর নামে জঙ্গিদের বৈঠক? মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির সঙ্গে, অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর, এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। সম্প্রতি, অসম STF-এর 'অপারেশন প্রঘাতে' গ্রেফতার হয়েছে আনসারুল্লা বাংলা টিমের ১২ কুখ্যাত জঙ্গি। ধৃতদের মধ্যে রয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার দুই বাসিন্দা আব্বাস আলি এবং মিনারুল শেখ। এই আব্বাসের সঙ্গেই মিলেছে অনুমোদনহীন মাদ্রাসা-যোগ। অভিযোগ, হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল আব্বাস। জানা গেছে, ধৃত মিনারুল শেখের বাড়ি থেকে আব্বাসের এই অনুমোদনহীন মাদ্রাসার দূরত্ব বেশ কয়েক কিলোমিটার। তা সত্ত্বেও সেখানেই ছেলেকে ভর্তি করেছিল ধৃত আরেক জঙ্গি মিনারুল। স্থানীয়দের দাবি, নিয়মিত সেখানে যাতায়াত ছিল মিনারুলের।তদন্তকারীদের মনে প্রশ্ন জেগেছে, এভাবেই কি অনুমোদনহীন মাদ্রাসাগুলোকে ব্য়বহার করত জঙ্গিরা? মগজধোলাইয়ের পাশাপাশি কি জঙ্গিদের বৈঠকও হত অনুমোদনহীন মাদ্রাসায়?
তারকেশ্বর অবধি সম্প্রসারণ হওয়া সিঙ্গুর লোকাল (Singur Andolan Local) ট্রেনটিকে গতকাল আটকে বিক্ষোভ দেখানো হলেও আজ, বৃহস্পতিবার সিঙ্গুর স্টেশন এলাকায় দেখা মিলল না বিক্ষোভকারীদের। পূর্ব রেলের ঘোষিত সময়সূচি অনুযায়ী আপ হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনটি সিঙ্গুর স্টেশন ছেড়ে রওনা দিল তারকেশ্বরের দিকে।
কসবায় গাছ কাটার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এলাকার বাসিন্দা। মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বৃদ্ধকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানা, এখনও গ্রেফতার নয় কেউ।
বীরভূমে এবার অনুব্রত মণ্ডলের রুপোর মুকুট উঠল কাজল শেখের মাথায়। নানুনের মিলন মেলায় তৃণমূলের কোর কমিটির সদস্য ও জেলা পরিষদের সভাধিপতিকে ৫ কেজির মুকুট পরিয়ে বরণ করল এলাকার তৃণমূল কর্মীদের একাংশ। উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রতকে আমন্ত্রণ জানানো হলেও, এলেন না তিনি।
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে ফের পথে চিকিৎসকরা। ফের রাজপথে নামার অঙ্গীকার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের।
বিচার এখনও মিলল না! যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই। সাড়ে ৪ মাস কেটে গেলেও এমনই দাবি আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবার। ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
কলকাতার বুকে কয়েক কোটির জাল জীবনদায়ী ওষুধের হদিশ মেলার পর, ক্রেতা ও বিক্রেতা, উভয়ের মধ্যেই ক্রমশ বাড়ছে আতঙ্ক। ওষুধ বিক্রি করতে গিয়ে ক্রেতাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে জাল ওষুধ কিনে ফেলার ভয়ে বারবার যাচাই করে নিতে চাইছেন ক্রেতারাও।
প্রেক্ষাপট
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। ওপারের কায়দায় এপারে হিনদুদের ওপর হামলা। শিশু থেকে বৃদ্ধা, কারও রেহাই নেই।ডালখোলার ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেনদুর। বিভেদ তৈরির চেষ্টা, পাল্টা কুণাল, জমি বিবাদে গন্ডগোল, দাবি পুলিশের।
'ওপারের কায়দায় এপারে হামলা'
২। বিনা বিচারে একমাসেরও বেশি জেলবন্দি সন্ন্যাসী, আজ মিলবে জামিন? চট্টগ্রাম কোর্টে শুনানির আগে সংশয়ে ইসকন।
আজ শুনানি, মিলবে জামিন?
৩। নেটওয়ার্ক থেকে অস্ত্র-বিস্ফোরক জোগান। বহরমপুরের জেল থেকেই ABT-র মডিউলে সক্রিয় খাগড়াগড়ের বন্দি JMB জঙ্গি!
জঙ্গি গ্রেফতারে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য।
জেল থেকেই জঙ্গি-মডিউল!
৪। পাসপোর্ট জালিয়াতির জাল ছড়িয়ে ইতালিতেও! মনোজকে জেরা করে চাকদা থেকে শাগরেদ ধীরেন গ্রেফতার। জাল নথি নিয়ে কারা ইউরোপে? তদন্তে লালবাজার।
জাল ছড়িয়ে ইতালিতেও?
৪এ। ফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। যশোর ফেরার আগে বাগদায় ২ বাংলাদেশি মহিলা গ্রেফতার। কয়েক মাস আগে চোরাপথে ভারতে ঢোকার অভিযোগ।
ফের জালে অনুপ্রবেশকারী
৫। ২ দশক আগে তৈরি দিল্লি পুলিশের 'বাংলাদেশ সেল' ফের অ্যাক্টিভ। কাজে লাগানো হচ্ছে বাংলা জানা পুলিশকর্মীদের। চিহ্নিত ১৭৫ জন বাংলাদেশি।
দিল্লিতে 'বাংলাদেশ সেল'
৫এ। ভুয়ো নথি নিয়ে ভারতে, বাংলাদেশি অনুপ্রবেশকারীর খোঁজে মহারাষ্ট্রেও তল্লাশি। মুম্বই, নাসিক-সহ একাধিক জায়গায় ATS-এর অভিযান, ডিসেম্বরেই ৪৩জন জালে।
মহারাষ্ট্রেও 'অনুপ্রবেশকারী'
৬। প্রতিষ্ঠা দিবসেও ভাঙড়ে তৃণমূল বনাম তৃণমূল! আরাবুলের উপর হামলা। গাড়িতে ইট-পাথর, কংক্রিটের চাঙড়। ছেলেকে নিয়ে পালালেন তাজা নেতা।'তাজা নেতা' আক্রান্ত
৬এ। পুলিশের সামনেই আক্রান্ত আরাবুল। নিশানায় সওকত। একে অপরের বিরুদ্ধে থানায় নালিশ।
আরাবুল-সওকত সংঘাত!
৭। অসৎ থেকে সাবধান, কাকে বার্তা ববির? ববির কাছে অসৎ কে?
৮। এসএসকেএম ঘুরে দ্বিতীয় বেসরকারি হাসপাতালে কালীঘাটের কাকু। প্রাথমিক নিয়োগে দুর্নীতিতে ইডির মামলায় আজ শুনানি নিয়েই অনিশ্চিয়তা।
হাসপাতালে 'কাকু', শুনানি অনিশ্চিত?
৯। দিনের পর দিন ওষুধ খাওয়ার পরও অসুখ কমছে না? আপনি যে ওষুধ খাচ্ছেন আসল তো? খাস কলকাতায় জাল ওষুধের কারবার। ভবানীপুরে উদ্ধার ক্যানসার, ডায়াবেটিসের প্রচুর জাল ওষুধ, ইঞ্জেকশন!
আপনার ওষুধ আসল তো?
৯এ। কোথায় কোথায় ছড়িয়েছে জাল ওষুধ? কোনটা আসল, কোনটা নকল, মানুষ বুঝবে কীভাবে? জাল ওষুধের জাল
১০। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা। দেড় হাজারের জমায়েতে হুড়োহুড়ি, ভাঙল ইটের দেওয়াল। ৭জন আহত। কম্বল-খিচুড়িতে হুড়োহুড়ি
১১। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে ফের রাজপথে নামার অঙ্গীকার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। বিচার চেয়ে ফের রাজপথে
১২। ফের কলকাতায় ধর্ষণ? গড়ফায় বনধুর ফ্ল্যাটে প্রাক্তন সহপাঠীকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ। ঢাকুরিয়া থেকে গ্রেফতার শহরের নামী কলেজের ছাত্র।
ফের শহরে 'ধর্ষণ'
১৩। নতুন বছরের প্রথম দিনই ফ্রান্সের নিসের ধাঁচে আমেরিকায় হামলা। নিউ অরলিন্সে ভিড়ে ঢুকে গাড়ি। পর পর পথচারীকে ধাক্কা, গুলিবৃষ্টি। মৃত ১২। পলাতক আততায়ী। নাশকতা বলে সন্দেহ।
ফ্রান্সের ধাঁচে আমেরিকায় হামলা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -