West Bengal News: উচ্চমাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফলপ্রকাশ, রেজাল্ট দেখা যাচ্ছ wb12.abplive.com সাইটে
শের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে। শুক্রবার প্রকাশিত হতে চলেছে প্রথম সিমেস্টারের ফলাফল।
প্রেক্ষাপট
SIR নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়আজ উচ্চমাধ্যমিকের ৩য় সিমেস্টারের রেজাল্ট। বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ, দুপুর ২টো থেকে দেখা যাবে শুধু অনলাইনে। wb12.abplive.com...More
SIR-ইস্যুতে উত্তাল বঙ্গ রাজনীতি। রোজ পাল্লা দিয়ে বাড়ছে হুমকি-হুঁশিয়ারির ঝাঁঝ।
আর এবার খোদ BLO-দেরকেই বেঁধে রাখার দাওয়াই দিলেন কোচবিহারের হেভিওয়েট তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন।-
ওয়েবসাইটে ২০০২-এর ভোটার তালিকা দেখতে সমস্যা
নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন
নতুন ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in
প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফল। দেশের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে। ৩৯ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল প্রথম সিমেস্টারের ফলাফল। পাশের হার ৯৩.৭২ শতাংশ। প্রকাশিত হয়েছে প্রথম দশের মেধা তালিকাও। প্রথম দশে রয়েছে ৬৯ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে ছাত্রী রয়েছে ৩ জন।
উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারে প্রথম স্থানে ২, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা
দুপুর দু’টো থেকে পরীক্ষার ফল দেখা যাবে শুধুমাত্র অনলাইনে। প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে ফল। তার জন্য দিতে হবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর।
৯৭.৫০ শতাংশ পেয়ে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারে অষ্টম হয়েছে গোলাম ফয়জল
গোলাম বাণিজ্য শাখার পড়ুয়া হিসেবে প্রথম
মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল, দৌলতপুর হাইস্কুলের পড়ুয়া পেয়েছে ৯৮.৪ শতাংশ।
যুগ্ম ভাবে প্রথম হয়েছে ঋতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ।
প্রথম দশে রয়েছে ৬৯ জন পড়ুয়া। এদের মধ্যে রয়েছে তিন জন ছাত্রী, বাকি সবাই ছাত্র।
প্রথম হয়েছে ২ জন, পেয়েছে ৯৮.৯৭ শতাংশ
প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা যুগ্ম প্রথম স্থান অধিকার করেছে
২ জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র
দ্বিতীয় হয়েছে ১০ জন, সবাই পেয়েছে ৯৮.৯৫ শতাংশ
৯৮.৯২ শতাংশ পেয়ে তৃতীয় হয়েছে সোহম ভৌমিক
সোহম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র
পাসের হারে সর্বোচ্চ স্থানে দক্ষিণ ২৪ পরগনা
পাসের হারে দ্বাদশ স্থানে কলকাতা
এবছর সর্বোচ্চ পাসের হার। এবছর পাসের হার- ৯৩.৭২%, গত বছর ছিল- ৯০.৭৯%। পাসের হারে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা। পাসের হারে দ্বাদশ স্থানে কলকাতা. বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ।
তৃতীয় সিমেস্টারের থিয়োরি পরীক্ষা এবং মেধাতালিকা বলা হবে
ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার প্রকাশ্যে নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং-কে নিশানা বর্তমান তৃণমূল বিধায়কের। গারুলিয়ার সভা থেকে, নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক মঞজু বসু এদিন বলেন, একবার বিজেপিতে, একবার তৃণমূলে সুনীল সিং। শুভেনদু অধিকারীর থেকে পদ্মফুল নিতে ছুটে গেছিলেন। এরকম দ্বিচারিতা চলবে না। পাল্টা মঞজু বসুকে আক্রমণ শানিয়ে সুনীল সিং বলেন, দুয়ারে সরকার আছে, কিন্তু বর্তমান বিধায়ক নেই। গোটা নোয়াপাড়ায় হেরেছিলেন মঞজু বসু, গারুলিয়ায় লিড দিয়েছিলাম আমি। আমি বিধায়ক থাকাকালিন তৃণমূলের লিড বেড়েছে, কিন্তু ওঁর জন্য কমেছে।
SIR নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। 'অনুমতির কোনও প্রয়োজন নেই, মামলা দায়ের হলে শুনানি হবে', জানালেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। SIR এর সময়সীমা বাড়ানোর আবেদন মামলায়। আদালতের নজরদারিতে হোক SIR, দাবি মামলায়। কেন SIR প্রয়োজন ? স্পষ্ট করুক কেন্দ্র, আবেদন মামলায়। ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করার আবেদন মামলায়। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা
পাহাড়ে মোন্থার প্রভাব। পাহাড়ে ভারী বৃষ্টি, ধসের আশঙ্কা। সান্দাকফু যেতে নিষেধাজ্ঞা। একাধিক জায়গায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি।
তৃণমূলের ঝান্ডা হাতে বুথ লেভেল অফিসার! বিধায়কের সঙ্গে রাজনৈতিক মিছিলে হাঁটছেন BLO!! পশ্চিম মেদিনীপুরের পর এবার হাওড়ায় বিতর্কে জড়ালেন একাধিক BLO. বিজেপির অভিযোগ, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা BLO-দের একাংশ সক্রিয় তৃণমূল কর্মী। একেবারে সোশাল মিডিয়ায় ছবি প্রকাশ করে, BLO-দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই।
পুর নিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে চলল প্রায় ৩৬ ঘণ্টা তল্লাশি। ব্যবসায়ীর অফিসে দীর্ঘক্ষণ তল্লাশির পর ED-র হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর নথি। ED সূত্রে খবর, রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে এই অফিসের মালিক গৌতম ঢনঢনিয়া ও বিবেক ঢনঢনিয়া। বাজেয়াপ্ত করা একাধিক নথি থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনেরও হদিশ মিলেছে।
পুর নিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে চলল প্রায় ৩৬ ঘণ্টা তল্লাশি। ব্যবসায়ীর অফিসে দীর্ঘক্ষণ তল্লাশির পর ED-র হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর নথি। ED সূত্রে খবর, রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে এই অফিসের মালিক গৌতম ঢনঢনিয়া ও বিবেক ঢনঢনিয়া। বাজেয়াপ্ত করা একাধিক নথি থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনেরও হদিশ মিলেছে।
শক্তি হারালেও রাজ্য জুড়ে 'মোন্থা'র প্রভাব চলছেই। গতকাল, রাত থেকে দার্জিলিং পাহাড়ে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি। কার্সিয়ং-এর একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং! বর্তমানে বিদ্যুৎ পুনরুদ্ধার করা গেছে বেশ কয়েকটি জায়গায়। আবহাওয়ার কথা মাথায় রেখে সান্দাকফু সহ পার্শ্ববর্তী এলাকায়, পর্যটকদের চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গতকাল, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে। এমনকী, ধসের আশঙ্কা রয়েছে একাধিক পার্বত্য এলাকায়। মালদা, উত্তর দিনাজপুর ও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও। যদিও, রবিবার থেকে কমবে বৃষ্টিপাত।
সিগন্যালিংয়ে সমস্যা, অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত চলছে না মেট্রো। আপ ও ডাউন উভয় লাইনেই চলছে না মেট্রো। মেট্রো বিভ্রাটে সমস্যায় নিত্যযাত্রীরা। গিরিশ পার্ক থেকে আপ ও ডাউন ২ লাইনে চলছে মেট্রো
২০০২ সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে না ঢুকলে বেঁধে রাখবো। এবার বিএলওদের হুমকি কোচবিহারের তৃণমূলের চেয়ারম্যানের। কমিশন কঠোর ব্যবস্থা নিক, পাল্টা বিজেপি।
বিষ্ণুপুরে জঙ্গলের রাস্তায় প্রাপ্তবয়স্ক পুরুষ চিতার দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। জঙ্গল জুড়ে দেখা গেছে একাধিক চিতার পায়ের ছাপ। রাতভর জঙ্গলে তল্লাশি চালালেন বন বিভাগের কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার, রাত ১টা নাগাদ, জঙ্গলের রাস্তায় একটি চিতা বাঘ পড়ে থাকার খবর আসে। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয় মৃত চিতাবাঘটিকে।
পানিহাটির পর ইলামবাজার। SIR আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ। ২০০২-এর ভোটার লিস্টে নাম না থাকায় আত্মঘাতী, দাবি পরিবারের।