West Bengal News: উচ্চমাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফলপ্রকাশ, রেজাল্ট দেখা যাচ্ছ wb12.abplive.com সাইটে

শের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে।  শুক্রবার প্রকাশিত হতে চলেছে প্রথম সিমেস্টারের ফলাফল। 

Advertisement

ABP Ananda Last Updated: 31 Oct 2025 03:34 PM

প্রেক্ষাপট

SIR নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়আজ উচ্চমাধ্যমিকের ৩য় সিমেস্টারের রেজাল্ট।  বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ, দুপুর ২টো থেকে দেখা যাবে শুধু অনলাইনে। wb12.abplive.com...More

খোদ BLO-দেরকেই বেঁধে রাখার দাওয়াই দিলেন কোচবিহারের হেভিওয়েট তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন

SIR-ইস্যুতে উত্তাল বঙ্গ রাজনীতি। রোজ পাল্লা দিয়ে বাড়ছে হুমকি-হুঁশিয়ারির ঝাঁঝ। 
আর এবার খোদ BLO-দেরকেই বেঁধে রাখার দাওয়াই দিলেন কোচবিহারের হেভিওয়েট তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন।-

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.