West Bengal News Live : বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকের 'কলকাতা দখলের' হুঁশিয়ারি নিয়ে মমতার বড় বার্তা

আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ অবিলম্বে চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দিন। ইউনূস সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের। হামলার পর হুমকি। উদ্বেগে ইসকন।

ABP Ananda Last Updated: 09 Dec 2024 03:46 PM
Mamata Banerjee : ভারত-বিদ্বেষের পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

BNP নেতার বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি। বিধানসভায় দাঁড়িয়ে ভারত-বিদ্বেষীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, এটা ভাববেন না, আমরা বসে ললিপপ খাব না। এত হিম্মত কারও নেই। বাংলাদেশে যে অত্য়াচার চলছে, সেটা আমরাও ভাল চোখে দেখছি না, ভারত-বিদ্বেষের পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee Live : আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

'আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে, সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। 

Kolkata News Live : 'জেলে যান, ফর্ম্যালি গ্রেফতার করুন', 'কালীঘাটের কাকু'কে নিয়ে সিবিআইকে নির্দেশ আদালতের

সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করে আদালতে প্রশ্নের মুখে সিবিআই। 'মেডিক্যাল গ্রাউন্ডে এতদিন হাজিরা দিচ্ছেন না, তাহলে তদন্তকারী অফিসার জেলে যান, সেখানে গিয়ে দেখে গ্রেফতার করুন' সিবিআইকে নির্দেশ আদালতের

Bangladesh News Live : আগরতলা অভিযানের ডাক দিল খালেদা জিয়ার দলের ৩টি সংগঠন

ফের ভারত-বিদ্বেষী জিগির BNP-র। ঢাকায় ভারতীয় হাই কমিশনের পর এবার আগরতলা অভিযানের ডাক দিল খালেদা জিয়ার দলের ৩টি সংগঠন। ‘ডেলি স্টার’ সূত্রে খবর, ত্রিপুরায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভের প্রতিবাদে ১১ ডিসেম্বর আগরতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে BNP-র ৩ সংগঠন। 

WB News Live : বিরোধীদের আখ মাড়াই যন্ত্রে পিষে মারার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক

ফের বেলাগাম আব্দুর রহিম বক্সী। এবার বিরোধীদের চোখ উপড়ে নেওয়া, আখ মাড়াই যন্ত্রে পিষে মারার হুমকি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি ও মালতিপুরের বিধায়ক। 

Bangladesh News Live : অতিথির অভাবে খাঁ-খাঁ করছে ঢাকার পাঁচতারা হোটেলগুলি

অশান্ত বাংলাদেশ। তার প্রভাব পড়েছে হোটেল ব্যবসায়। অতিথির অভাবে খাঁ-খাঁ করছে ঢাকার পাঁচতারা হোটেলগুলি। কোটা সংস্কার আন্দোলনের জেরে চলতি বছরের মাঝামাঝি থেকেই উত্তপ্ত বাংলাদেশ। গণ অভ্যুত্থান, ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর নৈরাজ্য চরমে উঠেছে। 

Bangladesh News : হাসিনা সরকার পতনের পর আজ প্রথম ভারত-বাংলাদেশ বৈঠক

হাসিনা সরকার পতনের পর আজ প্রথম ভারত-বাংলাদেশ বৈঠক, লাগাতার হিন্দু নিপীড়ন, ভারত বিদ্বেষের মধ্যেই আজ বৈঠকে দুদেশের বিদেশ সচিব
ঢাকায় বৈঠক করবেন । ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ইতিমধ্যেই পৌঁছেছেন ঢাকায়।  বাংদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিনও প্রস্তুত। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে বৈঠক শুরু। 

Bangladesh News : এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীদের

বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীদের। সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের

Kolkata News : সাতসকালে মেয়ো রোডে দুর্ঘটনা

সাতসকালে মেয়ো রোডে দুর্ঘটনা।  গান্ধী মূর্তি পদদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলো ট্যাক্সি। কয়েকজন যাত্রী ছিলেন তাদের পুলিশ উদ্ধার করেছে। সূত্রের খবর , একটি বেপরোয়া বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায় ট্যাক্সী।

WB News Live : মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। পাকা বাড়ির ছাদ উড়ে যায়। যদিও বাইরে থেকে বোমা ছুড়ে খুনের অভিযোগ তুলেছে নিহতদের পরিবার। স্থানীয়দের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ সাগরপাড়ার খয়েরতলা গ্রামে মামন মোল্লার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর, বিস্ফোরণে জখম বাকি ২ জনেরও মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, বোমা বাঁধার সময়েই এই ঘটনা। নিহতদের পরিবার দাবি করেছে, এলাকায় কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়েছে ৩ জনকে। 

WB News Live : মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। পাকা বাড়ির ছাদ উড়ে যায়। যদিও বাইরে থেকে বোমা ছুড়ে খুনের অভিযোগ তুলেছে নিহতদের পরিবার। স্থানীয়দের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ সাগরপাড়ার খয়েরতলা গ্রামে মামন মোল্লার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর, বিস্ফোরণে জখম বাকি ২ জনেরও মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, বোমা বাঁধার সময়েই এই ঘটনা। নিহতদের পরিবার দাবি করেছে, এলাকায় কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়েছে ৩ জনকে। 

WB News Live : খড়দায় বি টি রোডের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে হঠাৎ আগুন

খড়দায় বি টি রোডের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে হঠাৎ আগুন। ভস্মীভূত হয়ে যায় খড় বোঝাই ট্রাক। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

West Bengal News Live : কুলপির দৌলতপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন

কুলপির দৌলতপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন। গুলি-বোমাও ছোড়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। নিহত নুরউদ্দিন হালদার কুলপির দক্ষিণ গাজিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। গতকাল সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে চড়ে যাচ্ছিলেন বছর ৫৫-এর নুরউদ্দিন হালদার। অভিযোগ, অন্ধকারের মধ্যে কয়েকজন ঘিরে ধরে তৃণমূল কর্মী ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর পর বোমা-গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা বোমা ছুড়তে ছুড়তে এলাকা থেকে চম্পট দেয়। কুলপি
ব্লক হাসপাতালে নিয়ে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় ৫ জনকে আটক করেছে কুলপি থানার পুলিশ। 

Kolkata News Live : কসবায় আবর্জনার স্তূপে মিলল নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন, গুলি

সুশান্ত ঘোষের ওপর হামলার ২৩ দিনের মাথায় উদ্ধার আরও অস্ত্র। কসবায় আবর্জনার স্তূপে মিলল নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন, গুলি। বিহার পাকড়াও দুষ্কৃতীকে জেরা করে উদ্ধার।

Bangladesh News : দেশের জন্মের ইতিহাস ভুলে কলকাতা দখলের হুঁশিয়ারি মৌলবাদীদের!

দেশের জন্মের ইতিহাস ভুলে কলকাতা দখলের হুঁশিয়ারি মৌলবাদীদের! দেওয়া হল ইসকনমুক্ত বাংলাদেশ তৈরির ডাক, ভক্তদেরও চরম হুঁশিয়ারি।  

West Bengal News Live : আজ ঢাকায় মুখোমুখি ভারত-বাংলাদেশ, যাচ্ছেন বিদেশ সচিব

আজ ঢাকায় মুখোমুখি ভারত-বাংলাদেশ, যাচ্ছেন বিদেশ সচিব  ।ওপারে অত্যাচারিত হিন্দুরা, নিন্দায় সরব ইমাম ও মোয়াজ্জেমদের সংগঠন। 

প্রেক্ষাপট

কলকাতা : গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর পর, জলপাইগুড়িতে শুরু হল BSF-এর জনসংযোগ অভিযান। ভারত-বাংলাদেশ সীমান্তে সিং পাড়া গ্রামে বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন BSF-এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অ্য়াসিস্ট্যান্ট কমাডান্ট মনোজ কুমার। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে গ্রামের বাসিন্দাদের সচেতন করেন BSF-কর্তা। 


বাংলাদেশে চলছে লুঠপাট, হামলা। এদিকে এখনও অধরা বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়ে যাওয়া ৭০ জন জঙ্গি। এই পরিস্থিতিতে এইসব জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার আশঙ্কায় আগেই সীমান্তে কড়া নজরদারি চালাতে শুরু করেছে BSF। সেই আবহে এবার মালদা টাউন স্টেশনে বাড়িয়ে দেওয়া হল নিরাপত্তা।   


হিন্দু দেখলেই বাংলাদেশে কট্টরপন্থীদের হামলার মুখে পড়তে হচ্ছে। ভারতে এসেও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা। জমি-বাড়ি ফেলে, অনেকেই চলে আসছেন ভারতে। ফেলে আসা জন্মভূমিতে আর কি ফেরা হবে? সেই দোটানাকে সঙ্গী করেই দেশান্তরী হওয়া। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.