West Bengal News Live : বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকের 'কলকাতা দখলের' হুঁশিয়ারি নিয়ে মমতার বড় বার্তা

আজ মুখোমুখি ভারত-বাংলাদেশঅবিলম্বে চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দিন। ইউনূস সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের।হামলার পর হুমকি। উদ্বেগে ইসকন।

ABP Ananda Last Updated: 09 Dec 2024 03:46 PM

প্রেক্ষাপট

কলকাতা : গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর পর, জলপাইগুড়িতে শুরু হল BSF-এর জনসংযোগ অভিযান। ভারত-বাংলাদেশ সীমান্তে সিং পাড়া গ্রামে বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন BSF-এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অ্য়াসিস্ট্যান্ট কমাডান্ট মনোজ কুমার।...More

Mamata Banerjee : ভারত-বিদ্বেষের পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

BNP নেতার বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি। বিধানসভায় দাঁড়িয়ে ভারত-বিদ্বেষীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, এটা ভাববেন না, আমরা বসে ললিপপ খাব না। এত হিম্মত কারও নেই। বাংলাদেশে যে অত্য়াচার চলছে, সেটা আমরাও ভাল চোখে দেখছি না, ভারত-বিদ্বেষের পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।