West Bengal News Live : মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, এবার পথে নামলেন বিজেপি বিধায়ক
Bangla News : কলকাতায় ফের বেনজির দুষ্কৃতী-দৌরাত্ম্যের অভিযোগ। ব্যারাকপুরে এসআইকে মাটি ফেলে তৃণমূল কাউন্সিলরের মার! কলকাতা ও জেলার গুরুত্বপূর্ণ খবর এখানে এই লিঙ্কে ।
৪ দিন আগেই আনন্দপুরে খুন হন প্রোমোটার। ভরসন্ধেয় প্রোমোটার আরিফ খানকে বাড়ির সামনে কুপিয়ে খুন করে ৩ দুষ্কৃতী। একজন গ্রেফতার হলেও এখনও মূল অভিযুক্ত অধরা।
ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। ৮ অগাস্ট যাবেন ঝাড়গ্রাম মুখ্যমন্ত্রী। ৯ অগাস্ট যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে ।
একের পর এক রেল দুর্ঘটনা, রেলমন্ত্রীর মুখে বন্দে ভারতের বন্দনা। সংসদে চক্রধরপুরের দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। বুলেট ট্রেনের প্রযুক্তির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিনী বৈষ্ণব। 'প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশীয় প্রযুক্তিতে বন্দে ভারতকে উন্নত করা হচ্ছে', সংসদে প্রশ্নোত্তর পর্বে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
পিকনিক গার্ডেনে ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার, উধাও সঙ্গী। তরুণীর গলায় ফাঁসের চিহ্ন, খুন বলে সন্দেহ: সূত্র। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ।
মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, এবার পথে নামলেন বিজেপি বিধায়ক। বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের । 'তৃণমূল নেতা থেকে বিধায়কদের হুমকি-হুঁশিয়ারিতে সন্ত্রস্ত মুর্শিদাবাদের মানুষ'। সেজন্য মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চল করা হোক, দাবি গৌরীশঙ্কর ঘোষের
একধাক্কায় দ্বিগুণ ফি বৃদ্ধি, প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। না জানিয়ে ফি বৃদ্ধির অভিযোগ, উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ। নতুন শিক্ষাবর্ষে ভর্তি থেকে পরীক্ষার দ্বিগুণ ফি বৃদ্ধির অভিযোগ । ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ, এখনও মেলেনি বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া ।
খাস কলকাতায় স্কুলব্যাগ থেকে বোমা-গুলি উদ্ধার।একবালপুরের কার্ল মার্ক্স সরণিতে বাড়ির ছাদ থেকে উদ্ধার গুলি-বোমা ভর্তি ব্যাগ। কীভাবে, কোথা থেকে ব্যাগটি এল, খতিয়ে দেখছে পুলিশ
একের পর এক রেল দুর্ঘটনা, রেলমন্ত্রীর মুখে বন্দে ভারতের বন্দনা। সংসদে চক্রধরপুরের দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। বুলেট ট্রেনের প্রযুক্তির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিনী বৈষ্ণব। 'প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশীয় প্রযুক্তিতে বন্দে ভারতকে উন্নত করা হচ্ছে', সংসদে প্রশ্নোত্তর পর্বে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
একধাক্কায় দ্বিগুণ ফি বৃদ্ধি, প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। না জানিয়ে ফি বৃদ্ধির অভিযোগ, উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ। নতুন শিক্ষাবর্ষে ভর্তি থেকে পরীক্ষার দ্বিগুণ ফি বৃদ্ধির অভিযোগ । ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ, এখনও মেলেনি বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া ।
মাঝরাতে আনন্দপুরের পানশালায় দুষ্কৃতী তাণ্ডব। ম্যানেজার-সহ কর্মীদের পেটাল দুষ্কৃতীরা। দীর্ঘক্ষণ ধরে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। ভাঙচুর করা হল পানশালার বাইরে একের পর এক গাড়ি। ভেঙে দেওয়া হয় CC ক্যামেরা। দেখা মিলল না পুলিশের। ২ জন গ্রেফতার হলেও এখনও অধরা মূল অভিযুক্ত।
ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। ৮ অগাস্ট যাবেন ঝাড়গ্রাম মুখ্যমন্ত্রী। ৯ অগাস্ট যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে ।
পর্ণশ্রীতে পুরসভার আধিকারিককে 'হেনস্থা' তৃণমূল কর্মীর।হকার উচ্ছেদ করতে গেলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে 'ধাক্কা'। 'ভাঙল পুর আধিকারিকের চশমার কাচ' ।তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।রাতেই গ্রেফতার তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, কাজে বাধাদান সহ একাধিক ধারায় মামলা।১০ দিন আগেই কুলপিতে পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মারধর করেন তৃণমূল নেতা।
খাস কলকাতায় স্কুলব্যাগ থেকে বোমা-গুলি উদ্ধার
একবালপুরের কার্ল মার্ক্স সরণিতে বাড়ির ছাদ থেকে উদ্ধার গুলি-বোমা ভর্তি ব্যাগ
কীভাবে, কোথা থেকে ব্যাগটি এল, খতিয়ে দেখছে পুলিশ
৪ দিন আগেই আনন্দপুরে খুন হন প্রোমোটার। ভরসন্ধেয় প্রোমোটার আরিফ খানকে বাড়ির সামনে কুপিয়ে খুন করে ৩ দুষ্কৃতী। একজন গ্রেফতার হলেও এখনও মূল অভিযুক্ত অধরা।
এবার বিপর্যয় মোকাবিলা তহবিল নিয়ে বাংলার সরকারকে নিশানা অমিত শাহর। 'গত ১০ বছরে বিপর্যয় মোকাবিলা তহবিলে ৬ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু বাংলার সরকার হিসেব দেয় না। সরকার চালাতে গেলে নিয়ম মানতে হয়। যদিও পরিস্থিতির উন্নতি হচ্ছে। ৪ হাজার ৬১৯ কোটি টাকা দেওয়া হয়েছে'রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙাপানিতে মালগাড়ি লাইনচ্যুত, গভীর উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর। ৬ সপ্তাহ আগে এখানেই সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যা হচ্ছে, তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
খাস কলকাতায় স্কুলব্যাগ থেকে বোমা-গুলি উদ্ধার। একবালপুরের কার্ল মার্ক্স সরণিতে বাড়ির ছাদ থেকে উদ্ধার গুলি-বোমা ভর্তি ব্যাগ। কীভাবে, কোথা থেকে ব্যাগটি এল, খতিয়ে দেখছে পুলিশ। পুরনো শত্রুতার জেরে কেউ ব্যাগটি রেখে গেছে বলে দাবি বাড়ির মালিকের। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ
জট কাটল নবান্নে বৈঠকের পর, টালিগঞ্জে শুরু হল শ্যুটিং
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর কাটল টলিপাড়ার অচলাবস্থা
ফের বিধানসভায় ওয়াকআউট বিজেপির। সরকারি জমি আত্মসাতের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি। মন্ত্রী ফিরহাদ হাকিম জবাব দিতে উঠলেই ওয়াকআউট বিরোধীদের। ফিরহাদের বক্তব্য পেশের পর ফের অধিবেশনে যোগ বিজেপি বিধায়কদের। স্পিকারের সমালোচনার মুখে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ
মাস দেড়েক পর, ফের ফাঁসিদেওয়ার রাঙাপানিতে রেল-দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল মালগাড়ি। সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনা ঘটে। গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।
৫ ঘণ্টা পর ডায়মন্ড হারবারে উঠল রেল অবরোধ। প্রতিদিন ১-২ ঘণ্টা দেরিতে ছাড়ছে ভোরের ট্রেন। ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। এই অভিযোগে ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা। রেললাইনে স্ল্যাব ফেলে, লাইনেই বসে পড়েন তাঁরা। একে একে নেতড়া, দেউলা ও মগরাহাট স্টেশনেও অবরোধ শুরু হয়।
ডায়মন্ড হারবারে রেল অবরোধের প্রভাব পড়েছে শিয়ালদা স্টেশনে।ট্রেন না পেয়ে সমস্যায় পড়েছেন ডায়মন্ড হারবার রুটের নিত্যযাত্রীরা। শিয়ালদা থেকে বারুইপুর বা হোটর পর্যন্ত ট্রেন যাচ্ছে। সময় মতো পৌঁছতে না পারলে অফিসে লেট মার্ক পড়বে, চিন্তায় অফিসযাত্রীরা।
রেশন দুর্নীতির তদন্তে বাকিবুর রহমানের আত্মীয় রাইস মিলের মালিক আলিফ নুরের বাড়ি ও রাইস মিলে ২১ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চালাল ED. রাত আড়াইটে নাগাদ বেরোলেন তদন্তকারীরা।
গরুপাচারকাণ্ডে CBI এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও, এখনও দিল্লি হাইকোর্টে বাকি ইডির মামলার শুনানি। তাই আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।
রাতের শহরে ফের বেপরোয়া গতি। ১৮ বছরের দুই তরুণের মৃত্যু হল। ঘটনাস্থল নরেন্দ্রপুরের কালীবাজার। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মন্দিরের দেওয়ালে ধাক্কা মেরে বাইক ছিটকে পড়েন কলেজের প্রথম বর্ষের পড়ুয়া দুই বন্ধু। দু’জনের কারও মাথায়
হেলমেট ছিল না। MR বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বিশাল মাহাতো ও কুষাণ মণ্ডল
নরেন্দ্রপুরেরই বাসিন্দা।
প্রতিদিন ১-২ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন, এই অভিযোগে ভোর থেকে ডায়মন্ড হারবার স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। ডায়মন্ড হারবার প্রান্তিক স্টেশন হওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
প্রেক্ষাপট
কলকাতা : মঙ্গলবার রেশন-দুর্নীতির অভিযোগের তদন্তে, রাজারহাট, বসিরহাট, ভাঙড় সহ ১০টি জায়গায় অভিযান চালাল ED। এরমধ্য়ে জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বসিরহাটে বাড়ি, চালকল, রাজারহাটের জোড়া ফ্ল্য়াটে চলে তল্লাশি অভিযান। গরু, সোনা পাচারের পর এবার রেশন বণ্টন দুর্নীতিতে ED-র স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্য়বসায়ী বারিক বিশ্বাস। সোনাপাচারের সঙ্গে কি যোগ রয়েছে রেশন দুর্নীতির কালো টাকার? খতিয়ে দেখছে ED। এদিন, বসিরহাটে বারিকের বাড়ি, অফিস, চালকল, রাজারহাটের জোড়া ফ্ল্য়াটে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি।
অন্যদিকে, কলকাতায় ফের বেনজির দুষ্কৃতী-দৌরাত্ম্যের অভিযোগ। আনন্দপুরে পানশালায় চড়াও হয়ে দুষ্কৃতী-তাণ্ডব।
ভেঙে চুরমার করে দেওয়া হল একের পর এক গাড়ির কাচ। '১০ থেকে ১২ জন মিলে পানশালায় ঢুকে হামলা চালায়'
বলে দাবি পানশালা কর্তৃপক্ষের। সঞ্জয় দাসের নেতৃত্বে হামলা, অভিযোগ পানশালা কর্তৃপক্ষের। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের, ২ অভিযুক্ত গ্রেফতার।
গরুপাচারকাণ্ডে CBI এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও, এখনও দিল্লি হাইকোর্টে বাকি ইডির মামলার শুনানি। তাই আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -